নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

আমার আম্মা

১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৩

ছোট বেলায় অনেক দুষ্টামি করতাম বেশি জ্বালাতাম আম্মাকে। বাবাকে ভয় পেতাম বলে তার উপস্থিতিতে অনেক শান্ত থাকতাম যারা ফলে জ্বালাতনের বেশিরভাগ সহ্য করতে হতো আম্মাকে। তবে যেটা বেশি করতাম সেটা হলো খাওয়া নিয়ে। বারবার বলা লাগতো খাওয়ার জন্য, ভালো না লাগলে খেতে চাইতাম না, কিংবা না খেয়ে রাতে ঘুমিয়ে পড়া, পাতে ভাত বেশি দেখলে মেজাজ খারাপ হওয়া :) মায়েদের কত ধৈর্য্য আল্লাহ মালুম!
তো পাতে বেশি ভাত দেখলে এখনো আমার বিরক্ত লাগে, তবে এখন আর আম্মাকে খাওয়া নিয়ে জ্বালাতন করি না, ঠিক করে বললে জ্বালানোর সময় হয়ে উঠে না।
ঈদে বা অন্য যে সময় বাড়িতে থাকি আম্মা একটা কৌশলে আমাকে বেশি খাওয়ায়......
পাতে ভাত কমই দেয় কিন্তু তরকারি বেশিই দেয়, আর এই তরকারি বেশি দেখিয়ে বলে এই নে তরকারিটুকু শেষ করে ফেল :) আমিও বুঝি চালাকি করে আমাকে বেশি খাওয়ানোর ধান্দা! আমিও এখন আর কিছু বলি না।
আম্মাকে কিছু না বুঝতে দিয়ে খেয়ে নিই। আম্মাও একটা তৃপ্তির হাঁসি দেয় :)
পৃথিবীতে একজন মা তার সন্তানের সব সাফল্যে যত আনন্দিত হয়,
তারচেয়ে বেশি তৃপ্তি পায় যখন তার সন্তান তার সামনে বসে গ্রোগ্রাসে ভাত গিলছে এই দৃশ্য দেখে।

মা

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৪২

আমি চির-দুরন্ত বলেছেন: আপনার, আমার , সকলের মায়ের প্রতি মা দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধা রইল। শুধু আজকে নয়, প্রতি মুহুর্তে শ্রদ্ধা ও সালাম সকল মায়েদের প্রতি...

২| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনার ওজন কি রকম?

৩| ২১ শে মে, ২০১৭ বিকাল ৪:৫০

ফকির জসীম উদ্দীন বলেছেন: আসলেই তাই। সন্তান সামনে ভাত খেলে মা খুব খুশি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.