নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
আগামি নির্বাচনেও মনে হয় শেখ হাসিনা পার হয়ে যাবে! তার সফলতার জন্য না বিএনপির ব্যার্থতার জন্য! বাংলাদেশকে সোনা দিয়ে মুড়িয়ে দিলেও অশিক্ষিত জনগন শেখ হাসিনাকে ভোট দিবে না! যাই হোক সব কিছু তার পক্ষেই আছে, উনি ভোটের চিন্তায় ব্যস্ত না আপাতত। আওমীলীগের ক্ষমতা থাকার ধরন দেখলে মনে হয় ২০০৮ থেকে আজকের দিন পর্যন্ত চক আঁকা! বিএনপিকে দেখলে মনে হয় পাপেট শো এর পাপেট, রশি যে দিক থেকে টানা হচ্ছে সেদিকই হাত পা ছুঁড়ছে! আওমীলীগকে বেকায়দায় ফেলার জন্য বেগম জিয়ার হাতে ইস্যুর অভাব ছিলো না, শেখ হাসিনা ২১ সাল পর্যন্ত চক আঁকতে পেরেছেন, বেগম জিয়া মনে হয় ২১ দিন পরেরও রাজনৈতিক অবস্থা আন্দাজ করার ক্ষমতা রাখেন না! মির্জা ফখরুল আর রিজভী সাহেবকে অব্যাহতি দেওয়া দরকার, ভুলবাল বকে দলের আরো বারোটা বাজাচ্ছেন! যেকোনো ইস্যু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নিজেদের অবস্থাই লেজেগোবরে করে ফেলেন। বিডিআর বিদ্রোহ থেকে রোহিঙ্গা ইস্যু যেগুলি শেখ হাসিনার পক্ষে ছিলো শেখ হাসিনা সেগুলোর সদ্ব্যবহার করেছেন যেগুলি বিপক্ষে ছিলো বিএনপির অদক্ষতার কারনে সেগুলিরও সুযোগ লুফে নিয়েছেন। শেখ হাসিনার বুদ্ধিমত্তার কাছে বিএনপি একাধিকবার পরাজিত হয়েছে এবং মনে হচ্ছে ১৯ সালেও পরাজয় তাদের জন্য অপেক্ষা করছে। আর এই পরাজয় হলে সম্ভবত বিএনপির জিয়া পরিবার থেকে মুক্তি মিলবে!
০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৩
নূর আলম হিরণ বলেছেন: বলা মুশকিল! এই ব্যাপারটাও চকের বাহিরের কাজ না
২| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গ্রেফতারি পরোয়ানা জারি হইলে আপনি বিদেশে রাজনৈতিক আশ্রয় লাভ করতে পারবেন।
০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৯
নূর আলম হিরণ বলেছেন: ভালো সুযোগ ফেলে সবাই চলে যাবে।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৯
মোঃ কামরুল হাসান জীবন বলেছেন: ভালো সুযোগ ফেলে সবাই চলে যাবে।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪১
শাহিন-৯৯ বলেছেন: রাজনীতি একটি যুদ্ধ ক্ষেত্র এখানে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিবে না, নিজের যোগ্যতায় সব করতে হয়, বর্তমানে মাঠে লীগ খুব শক্তিশালী দল অনেক দুর্বল তাই আগে সবল হতে হবে, অন্যের দোষ খুঁজার চাইতে নিজের ভুল শুধরানো উচিত আগে।
০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯
নূর আলম হিরণ বলেছেন: বিএনপি বারবার ভুল করার কারনেই আওমীলীগ শক্তিশালী হয়েছে! আওমীলীগের ভাগ্য ভালো বিএনপির মত একটা হযবরল দলের সাথে খেলে যাচ্ছে।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫
আটলান্টিক বলেছেন: যদি দেশের অবস্থা উন্নত করতে চান তাহলে অবশ্যই একনায়কতন্ত্র গঠন করতে হবে।
০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৪
নূর আলম হিরণ বলেছেন: দুর্বল গনতন্ত্রের চেয়ে শক্তিশালী একনায়কন্ত্রের তৃতীয় বিশ্বের জন্য কিছু ভালো দিক আছে।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দলটাকে ভালোভাবে গুছিয়ে চোর-বদমাশদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারলে আম্লিগ ভালো করবে। বিম্পি তো বাতিল মাল!
০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৫
নূর আলম হিরণ বলেছেন: চোর বদমাইশ দিয়ে চোর বদমাইশ শায়েস্তা করা যায় না!
৭| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০১
এম আর তালুকদার বলেছেন: মানুষ ভুলতে বসেছে বিএনপি নামক দল আছে।
০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৭
নূর আলম হিরণ বলেছেন: হুম, সরকার যেভাবে বিএনপির প্রচারণা চালাচ্ছে সামনে মানুষ বিএনপিকে ১৫ আগষ্ট, ১৭ আগষ্ট, ২১ শে আগষ্ট এসব দিনে মনে করবে শুধু!
৮| ০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫
আটলান্টিক বলেছেন: আরে আপনি বুঝছেন না দেশের এখন একনায়কতন্ত্র দরকার
৯| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে বি এন পি আসতে পারবে না। ঠিক বি এন পি'র অধীনে নির্বাচন হলেও আওয়ামী লীগতে আসতে দিবে না...
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৮
নূর আলম হিরণ বলেছেন: সরকারী দলে থাকা আওমীলীগ আর বিরোধীদলে থাকা আওমীলীগ বিস্তর ফারাক! তবে আওমীলীগ বিএনপিকে পথ দেখিয়ে যাচ্ছে!
১০| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া ছিলেন "বিএনপি'র মডেল কন্যা", বিএনপি'র দীপিকা
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪২
নূর আলম হিরণ বলেছেন: মডেল কন্যাদের আবেদন এক সময় ফুরিয়ে যায়! বেগম জিয়ারও সময় হয়ে গেছে মনে হচ্ছে!
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৫৭ ধারায় আবার গ্রেফতার করবে না তো আপনাকে আবার?