নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

বড় পছন্দের একজন মানুষ!

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩



আমাদের স্বাধীনতার পর আমরা মগজওয়ালা কোন অর্থমন্ত্রী পায়নি! কোন অর্থমন্ত্রীর আমলেই দেশের অর্থনীতি কখনো স্থিতিশীল ছিলো না সেভাবে! সবসময়ই রাক্ষসদের স্বার্থ রক্ষা হয়েছে সাধারণ জনগণ সামান্য কিছু পেয়েছে, না পেলেও অশিক্ষিত জনগনের বুঝার উপায় নেই কেন তারা পাচ্ছে না! বর্তমান অর্থমন্ত্রীর অনেক কিছুই দেখা হয়েছে উনি সম্ভবত গিনিজ বুকে নাম লিখাবেন সবচেয়ে বেশি বয়সী অর্থমন্ত্রী হিসেবে। লোকটাকে আমার কাছে সার্কাসের জোকার মনে হয়। রাগি রাগি কথা বললেও উপরওয়ালেদের কাছে গেলে মুরগী হয়ে যায়।
এই লোকটি ঘুষকে স্প্রীডমানি বলেছে! ঘুষ দিলে নাকি কাজ দ্রুত হয়, দ্রুত সেবা পেতে নাকি ঘুষ দিলে দোষের কিছু না। ব্যাংকখাত চরম অস্থিতিশীল এগুলি ঠিক করতে এ লোকের কোন উদ্যোগ নেই। ব্যাংক মালিকদের পারিবারিক মালিকানা বৃদ্ধি করে পরিচালনা পর্ষদে সদস্য বাড়িয়েছে, সময় বাড়িয়েছে, এগুলি ব্যাংকে দুর্নীতিতে অবদান রাখে স্থিতিশীল রাখে না।
কালো টাকা দেশে বিনিয়োগ করার সুযোগ না দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ বাড়িয়েছে। ৪হাজার কোটি টাকা তেমন টাকা না এমন কথাও বলেছে! ৭টি ব্যাংকের মূলধন ঘাটতি প্রায় ১০হাজার কোটি টাকা! ৭টি ব্যাংকের মধ্যে অবশ্যই চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বাকীগুলির নাম উনি বলেননি! এই মূলধন কই গেছে এগুলি কখনো জনসম্মুখে আসবে না। এদের মূলধন দেওয়ার জন্য বাজাটে একটা অংশ থাকে সেখান থেকে তাদের টাকা দেওয়া হয়। রিজার্ভের টাকা চুরি হয়ে যায় উনি কিছুদিন দৌড়ঝাঁপ করে এখন ক্লান্ত হয়ে গেছে। সে টাকা গুলির কি হয়েছে জা তিনি এখন আর আপডেট দেননা!
শেয়ারবাজারের কথা জিজ্ঞেস করলে বলে আমি শেয়ারবাজার বুঝি না, অবস্থা বুঝছেন? অর্থমন্ত্রী বলে শেয়ারবাজার বুঝে না! আমাদের এই অর্থমন্ত্রীকে দেশের অর্ধেক সম্পদ দখলকারী, মারাঠাদের পছন্দ হয়েছে তাই উনি দুই মেয়াদে অর্থমন্ত্রী হতে পেরেছেন! যাক আজ উনি ব্যাংক মালিকদের সাথে বৈঠক করেছেন উনার একপাশে বসে ছিলো সালমান রহমান আরেকপাশে ম.খা. আলমগীর সামনে ছিলেন ইকবাল সাহেব। বৈঠক শেষে উনি জানালেন এখন থেকে সরকারি আমানতের ৫০ভাগ বেসরকারি ব্যাংকে জমা রাখা হবে আর বেসরকারি ব্যাংক আমানতের যে একটা অংশ বাংলাদেশ ব্যাংকে রাখে সেটা ১ভাগ কমানো হবে। এতে বাংলাদেশ ব্যাংক থেকে ১০হাজার কোটি টাকা বের হয়ে যাবে যা গ্রাহকের আমানতের নিশ্চয়তা হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতো ব্যাংকগুলি।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


জাতির সম্পদ নষ্টের জন্য উনার বিচার চাওয়ার দরকার; শেখ হাসিনা উনার নিজের থেকে কম বুদ্ধিমানদের কেবিনেটে স্হান দেন, এটাও ভয়ানক মনোভাব।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

নূর আলম হিরণ বলেছেন: উনার সেবা থেকে জাতিকে মুক্তি দেওয়া উচিত। শেখ হাসিনার চেয়েও, সালমান, আলমগির, প্রাণ,ওরিয়েনদের পছন্দের লোক উনি।

২| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৩

রোকনুজ্জামান খান বলেছেন: কেন বুজে না তারা
যারা দেশের মাল
বিদেশে পাটায় <<<<

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৭

নূর আলম হিরণ বলেছেন: দেশের মাল বিদেশে পাঠায় সাথে এই মালকেও পাঠালে জাতির মঙ্গল হতো।

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৫

ক্স বলেছেন: আপনার এই পছন্দের মানুষের মাথায় ..............

মাঝে মাঝে ইচ্ছে হয় আইসক্রিম মাখিয়ে চাটা দেই।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯

নূর আলম হিরণ বলেছেন: সালমান রহমান,ইকবাল সাহেবদের পছন্দের লোক আমরা আমজনতা! যাক আইস্ক্রিম বলেছেন আর নিছে নামেনি উনার মাথা ঠাণ্ডা রাখতে সাহায্য করবে এটা!

৪| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অল রাবিশের দেশে
মহামূল্যবান মাথা!!

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

নূর আলম হিরণ বলেছেন: উনার প্রিয় শব্দ, নিজের মত করে ব্যবহার করেন। উনার মূল্যবান মাথা নিয়ে উনার অবসরে যাওয়া উচিত ছিলো আরো আগে।

৫| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মাল সাহেবের নাকি অনেক পড়াশোনা??

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

নূর আলম হিরণ বলেছেন: উনার পড়াশোনা আছে কিন্তু কাজে লাগাতে পারছেন না।

৬| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: গত বছর উনার একটা বই বের হয়েছিল। আত্মজীবনী টাইপ। বইটা কিনেছি। এখনও পড়া হয়নি।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮

নূর আলম হিরণ বলেছেন: পড়ে দেখেইয়েন কি লিখেছে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বইটির নাম কি ছিলো?

৭| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

অর্থনীতিবিদ বলেছেন: স্বাধীনতার পর সবচেয়ে অযোগ্য অর্থমন্ত্রী।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৯

নূর আলম হিরণ বলেছেন: উনার অযোগ্যতাই উনাকে টিকিয়ে রেখেছে!

৮| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: নেতিবাচক যত বিশেষণ দেয়া যায় ওনার নামের আগে দিলেও কম হবে। ব্যাংক খাত দেওলিয়া,শেয়ার বাজার শেষ, রিজার্ভ চুরি যাওয়া নির্লজ্জ এর মত এখনো কিভাবে দায়িত্বে আছে বুঝিনা। সেলুকাস..........

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০১

নূর আলম হিরণ বলেছেন: ঋণ খেলাপীদের নিয়ে সভা সেমিনার করে! ঋণখেলাপীদের কাছে উনার অসহায়ত্ব উনি প্রকাশ করার পরেই উনার উচিত ছিলো দায়িত্ব থেকে সরে যাওয়া।

৯| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: :P :P

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০১

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা একজন ভাঁড় পালছেন পাবলিকের টাকা দিয়ে।

১০| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেমন প্রধানমন্ত্রী, তেমন তার অর্থমন্ত্রী...

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ২:৩৩

নূর আলম হিরণ বলেছেন: যেমন প্রধানমন্ত্রী তেমন তার অথর্ব মন্ত্রী।

১১| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৬

কাউয়ার জাত বলেছেন: এই তোমরা আমারে কি বলো
চিনতে পারছো?
শুনলাম আমার নাম নাকি
দিসো VATMAN

oh yeee

যাক এই নামটা এতোটাও
খারাপ না,
শুনলে SOMETIMES I FEEL
LIKE I’M BATMAN

YO BRO

চলো আমরা এখন
আসল কথায় আসি,
১৫% ভ্যাট মোটেও নয় বেশি,
ভ্যাটের কথা শুনলে ক্যান যে ঢং ধরো

না ৪০০০ কোটি টাকা কিছুই না,
আমাকে তো থামাতে তো পারবেনা,
ভ্যাটের নামে সবার টাকা মাইরা খাবো

দেশবাসী তো
আমার নেয়া DECISION এ রাগান্বিত,
১ লাখ যাদের আছে তারা বড়লোকই তো,
একটু বেশী ভ্যাট দিলে এমন কি হইতো?

দেশবাসী তো
আমার এমন PERFORMANCE এ বিমোহিত,
চারিদিকে FAN আমার অগণিত,
এইটা দেখে HATER রা হয় ঈর্ষান্বিত।

আমি যখনই কোনো কিছুতে ভ্যাট বসাই,
তোমরা কেনো ক্ষেপ?
ক্ষেইপা রাস্তায় নামো।
বয়স হইসে আর তো চিল্লাইতে পারিনা,
গলা ছিড়া গেলো,
কাক্কু তুমি ধরো।

তুই তো হইসোস খালি দামড়া,
তুই আমার কাছে ছেমড়া,
তোর শক্ত হয়নাই চামড়া,
লবন দিয়া খা আমড়া,
হইতে পারে এটা করলে তোর
মাথাতে বাল বাল!!
RAP এর নামে এইসব আমি
কি কইতেসি বাল ছাল!!

দেখতে যতো বুড়া
ততো বুড়া আমি নারে,
কেন? কেন? কেন মেয়েরা
ফিরা চায় বারে বারে?
আমার জন্যে মেয়েরা
দাঁড়ায় থাকে রাস্তার ধারে,
সময় দিতে পারিনাতো
আমি তো সবাইরে।

বাসিতো বাসিতো
ভালোবাসিতো
সব মেয়েরে আমি
ভালোবাসিতো

ভ্যাট নেওয়া তোর নেশা,
তুই বানায় নিসোস পেশা,
তুইতো এখন ভ্যাট নিয়া
কামাস টাকা পয়সা।

দেশবাসী তো
আমাদের কর্মকান্ডে রাগান্বিত,
পদে পদে দেয় খালি দৌড়ানিতো,
কোনদিন খাই মাইর আছি শংকিত।

দেশবাসী তো
আমার নেয়া DECISION এ রাগান্বিত,
১ লাখ যাদের আছে তারা বড়লোকই তো,
একটু বেশী ভ্যাট দিলে এমন কি হইতো?

দেশবাসী তো
বাসিতো বাসিতো
ভালোবাসিতো
সব মেয়েরে আমি
ভালোবাসিতো

ভ্যাট নেওয়া তোর নেশা,
তুই বানায় নিসোস পেশা,
তুইতো এখন ভ্যাট নিয়া
কামাস টাকা পয়শা,

বাসিতো বাসিতো
ভালোবাসিতো
সব মেয়েরে আমি
ভালোবাসিতো

ভ্যাট নেওয়া তোর নেশা,
একটু বেশী ভ্যাট দিলে এমন কি হইতো?

দেশবাসী তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.