নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

নায়ক জাফর ইকবালের প্রয়াণ দিবস আজ।

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২



মুক্তিযোদ্ধা, নায়ক, গায়ক, গিটারিস্ট, ফ্যাশন আইকন প্রিয় জাফর ইকবালের ২৬ তম মৃত্যুবার্ষিকী আজ ।চিরসবুজ এই মানুষটা মাত্র ৪০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
জাফর ইকবাল, বাংলাদেশের আশির দশকের জনপ্রিয় অভিনেতা। ১৯৫০ সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে একটি গানের দল গড়ে তোলেন এবং সিনেমায় তার প্রথম প্লে-ব্যাক করা গানটি ছিল ‘পিচ ঢালা পথ’ যা ব্যাপক জনপ্রিয়তা পায়। পাশাপাশি তিনি খুব ভালো গিটার বাজাতেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসেবে সরাসরি অংশ নেন। জাফর ইকবালকে বলা হয় বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়ক। তার অভিনীত প্রথম ছবির নাম ‘আপন পর’। সব মিলিয়ে তিনি প্রায় ১৫০টি ছবিতে অভিনয় করেছেন। বেশিরভাগই ছিল ব্যবসা সফল। ববিতার সঙ্গে তার জুটি ছিল দর্শক নন্দিত। ব্যক্তিগত জীবনের নানান অনিয়মের কারণে একসময় তার হার্ট ও কিডনি প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। ১৯৯২ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু দিবসে তার প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। ওপাড়ে ভাল থাকুন প্রিয় জাফর ইকবাল।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশের সুদর্শন নায়ক জাফর ইকবাল আমার প্রিয় একজন, যার ছবি দেখে খুবই ভালো লাগতো - আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান অথবা খোলেছি পিঞ্জর মেলেছি ডানা - আহা কি দিন ছিলো আফসোস ! জাফর ইকবালের পরিচয় নায়ক জাফর ইকবাল নিজেই যতেষ্ঠ তারপর ও জানাচ্ছি প্রয়াত এই সুদর্শন নায়ক জাফর ইকবাল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধর্ম বোন শিল্পি শাহনাজ রহমতউল্লাহ আপার আপন ছোট ভাই । শাহনাজ রহমত উল্লাহ আপা বাংলাদেশ কে দিয়েছেন অসংখ্য দেশাত্ববোধক গান ও ভালোলাগার গান যা মন ছোয়ে যায় । জাফর ইকবালের শুন্যস্থান পূরন হয়নি তার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও দোয়া তিনি ভালো থাকুন পরম করুনাময় তার উপর রহমত বর্ষিত করুন - আমেন ।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯

নূর আলম হিরণ বলেছেন: পিছ ঢালা এই পথটাকে ভালোবেসেছি এই গানটা আমি অনেক বার শুনেছি। এখনো শুনি মাঝেমধ্যে।

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩

শামচুল হক বলেছেন: চিত্র জগতে ববিতা জাফর ইকবাল ভালো জুটি ছিল

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০

নূর আলম হিরণ বলেছেন: সত্যি তাই।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২

সাগর শরীফ বলেছেন: ছোট মামা জাফর ইকবালের একেবারে কপি টু কপি । তাকে দেখে আন্দাজ করতে পারি কেমন ছিলেন জাফর ইকবাল ।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮

নূর আলম হিরণ বলেছেন: ছোট মামার জন্য ভালোবাসা। জাফর ইকবাল সেই সময় আসলেই স্টাইলিশ ছিলো।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধা ও অভিনেতা, অনেক গুণী লোক ছিলেন!

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৯

নূর আলম হিরণ বলেছেন: নায়ক জসিম ও সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনিও প্রয়াত।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪১

জগতারন বলেছেন:
সুদর্শন জাফর ইকবাল আমার কিশোর বয়সের নায়ক ছিলেন।
তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪০

নূর আলম হিরণ বলেছেন: চিরসবুজ নায়ক জাফর ইকবাল।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: তার একটা সিনেমা দেখেছি।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪০

নূর আলম হিরণ বলেছেন: তার বেশিরভাগ ছবিই ব্যবসাসফল ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.