নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচ, আলভেস্তাদের বিদায় নাকি সুপার কামব্যাক?

২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪



গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডকে ২ গোলে হারিয়ে নাইজেরিয়া টিকে আছে কোয়াটার ফাইনালের দৌড়ে। শুধু নিজেরা টিকে থাকেনি আর্জেন্টাইনদেরও টিকিয়ে রেখেছে! তাই আজকের ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত এক ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে।
নাইজেরিয়া গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ক্রোশিয়ার কাছে হারার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আহমেদ মুসার জোড়া গোলে হারিয়ে দেয় আইসল্যান্ডকে।
আজকের এই ম্যাচে তাই নাইজেরিয়ানরা লেওলেন মেসির মত লিস্টার সিটি ফরওয়ার্ড আহমেদ মুসার দিকেই বেশি তাকিয়ে থাকবে সুপার ঈগলদের কোয়াটার ফাইনালে টেনে উঠার লড়াইয়ে।
এই বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির জন্য বাজে একটা বিশ্বকাপ বলা যায় তবে আমি এর জন্য সাম্পাওলিকেই দুষবো! তার একাদশ নির্বাচন ও কৌশলে বেশ ভুল আছে এবং সেগুলিই ম্যাচের ফলাফলে প্রভাব রেখেছে।
গত দুই ম্যাচে মেসির ডিবলিং দেখা যায়নি যদিও তাকে দুই এর অধিক খেলোয়াড় ঘিরে রেখেছে কিন্তু সে সুযোগটি আদায় করে নিতে পারেনি তার সতীর্থরা! এছাড়াও লাষ্ট দুই ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ড বলে কিছু ছিলো বলে আমার মনে হয়নি। যাহা মিডফিল্ড তাহাই দেখলাম লেফট উইং, রাইট উইং তাহাই আবার ডিফেন্স!
আজ একাদশ নির্বাচনে সাম্পাওলি ভুল করলে আর্জেন্টাইনদের সম্ভবত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে!
কাবালেরোকে বসিয়ে গোলকিপার ফ্রানকো আরমানিকে খেলানো উচিত মনে করি। মেজাকে বসিয়ে ডি মারিয়া আর একুনাকে বসিয়ে এবার বেনেগাকে খেলানোই হবে বেশি যুক্তিযুক্ত।
আর আহমেদ মুসাকে ঠেকাতে মাশ্চেরানো ও নিকোলসদ্বয়কে আরো ক্ষিপ্র হতে হবে।
ফরমেশনটা ৪-৩-৩ হবে বুঝাই যাচ্ছে তবে এক গোল হয়ে গেলে ৪-৪-২ করে ফেলাটা ভালো হবে কেননা আর্জেন্টাইনরা কাউন্টার এটাকেই বেশি গোল হজম করে।
যাইহোক হেড টু হেডে আর্জেন্টাইনরাই এগিয়ে আছে এখন পর্যন্ত নাইজেরিয়ার সাথে ৮ বারের দেখায় জিতেছে ৫বার হেরেছে ২বার আর ড্র করেছে একবার।
এবং দুই দলের শেষ পাঁচ ম্যাচের অবস্থা এই রকম।
আর্জেন্টিনাঃ W L W D L
নাইজেরিয়াঃ D L L L W
মন থেকে চাচ্ছি লিওলেন মেসির জন্য হলেও আলভেস্তারা কোয়ালিফাই করুক দ্বিতীয় রাউন্ডে, জমে থাকুক বিশ্বকাপের মঞ্চটি।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

স্রাঞ্জি সে বলেছেন: সেই প্রত্যাশায় রয়েছি। কিন্তু মেসির আনাগোনা কমই দেখা যায়।

২৬ শে জুন, ২০১৮ রাত ৮:২৭

নূর আলম হিরণ বলেছেন: মেসির ডিবলিং, ক্ষিপ্রতা কিছুই চোখে পড়ার মত হয়নি!

২| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

কাইকর বলেছেন: অপেক্ষায় আছি। আর কারো জন্য না হলেও শুধুমাত্র প্রিয় খেলোয়ার মেসির জন্য।

২৬ শে জুন, ২০১৮ রাত ৮:২৮

নূর আলম হিরণ বলেছেন: মেসির শেষ বিশ্বকাপ এবং শেষ সুযোগ।

৩| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


ভালো খেলে যদি নাইজেরিয়াও জিতে সেটাই গ্রহনযোগ্য হবে। আর্জন্টিিনার গত খেলায়, মার্সেলো ব্যতিত অন্য কেহ মেসিকে বল দেয়নি; ইহার পেছনে খেলোয়াড়দের নিজস্ব কারণ আছে; যেমন, কোটিনহো'কে এই খেলার ফলাফল কাজে লাগিয়ে উপরে উঠতে হবে, এইগুলো ব্যক্তিগত সমীকারণ।

কে জয়ী হবে বলা মুশকিল। যেইই জিতুক, আমরা বিজয়ীকে সন্মান জানাবো।

২৬ শে জুন, ২০১৮ রাত ৯:৫২

নূর আলম হিরণ বলেছেন: নাইজেরিয়া ভালো টিম, ভালো খেলে জিতলে আমাদের পক্ষ থেকে অভিনন্দন থাকবে।

৪| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: জিতবে অবশ্যই দেখেন ৩-১ - দেখেনঃ view this link

২৬ শে জুন, ২০১৮ রাত ৯:৫৩

নূর আলম হিরণ বলেছেন: আমিও আপনার সাথে আশাবাদী।

৫| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চাঁদগাজী ভাইয়ের সাথে একমত। যে দলই জিতুক আমরা বিজয়ী দলকে সম্মান জানাবো।

২৬ শে জুন, ২০১৮ রাত ৯:৫৩

নূর আলম হিরণ বলেছেন: সহমত।

৬| ২৬ শে জুন, ২০১৮ রাত ৯:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
৪-৩-৩ ফরমেট ভালো! তবে আর্জেদের রক্ষণভাগ আমার পছন্দ নয়! আজ ওরা কি যে করবে???:(

মেসি তোর কয়টা ছোল?
আজকে চাই তয়টা গোল!;)

২৬ শে জুন, ২০১৮ রাত ৯:৫৫

নূর আলম হিরণ বলেছেন: ৪-৩-৩ ই খেলা হবে তবে গোল দিলে ফরমেট ৪-৪-২ করা উচিত হবে।

৭| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:২৮

আবু তালেব শেখ বলেছেন: অতীতের ইতিহাস দিয়ে বর্তমানের তুলনা চলেনা। অতীতের নাইজেরিয়া এখন নেই। আহম্মেদ মূসার দৌরাত্ম্য দেখলেই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।

২৬ শে জুন, ২০১৮ রাত ১১:০২

নূর আলম হিরণ বলেছেন: নাইজেরিয়া ভালো খেলেই বিশ্বকাপে এসেছে। আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারাতে পারবে তবে হেসে খেলে হারানোর মত অবস্থানে নেই আর্জেন্টিনা।

৮| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: বিশ্ব ফুটবলের মেয়র লিওনেল মেসি এবং গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন...

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:১০

নূর আলম হিরণ বলেছেন: হাহাহা এপিক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.