নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

১০টি মজার পরিসংখ্যান, যেগুলি হয়তো আপনি আগে না জেনে থাকবেন।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৩

♦ আমাদের মিল্কিওয়ে যত তারা আছে তারচেয়ে বেশি বৃক্ষ আছে আমাদের পৃথিবীতে। আমাদের মিল্কিওয়েতে প্রায় ৪০০ বিলিয়ন তারা আছে আর আমাদের গ্রহে আছে ৩ ট্রিলিয়ন বৃক্ষ।

♦ জার্মানির মোট জনসংখ্যার মধ্যে ২৫ থেকে ৫৪ বছরের মানুষ সবচেয়ে বেশি। অর্থাৎ তাদের কর্মক্ষম জনসংখ্যা, মোট জনসংখ্যার ৪০%! আবার ঠিক উল্টোটা কেনিয়ায়, তাদের ০-১২ বছররের বাচ্ছার পরিমান মোট জনসংখ্যার ৪০%!

♦ পৃথিবীর বাচ্ছাদের নামের ক্ষেত্রে প্রথম স্থানে আছে "মেরি এবং জেমস" মেরি ও জেমস নামের মানুষ আছে প্রায় ৮.৫ মিলিয়ন! দ্বিতীয় স্থানে আছে " জন এবং পার্সিয়া"!

♦ চায়নাকে আপনি একদিক দিয়ে গোল্ডেন রিপাবলিক বলতেই পারেন :) চায়না স্বর্ন উৎপাদনে বিশ্বে প্রথম। প্রতিবছর চায়না ৪৫৫ মেট্রিক টন স্বর্ন উৎপাদন করে!

♦ সারাজীবনে আপনি যত হাঁটাচলা করেন, সেই হাঁটা যদি আপনি এক নাগাড়ে হাঁটেন, তাহলে আপনি পৃথিবীকে সাড়ে চারবার প্রদক্ষিণ করতে পারবেন! গড় বয়স ৮০ বছর হিসেবে।

♦ বাচ্ছা হওয়ার পরেও কর্মক্ষেত্রে কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ডেনমার্কের মায়েরা এগিয়ে। ৮২% মেয়েরা বাচ্ছা হওয়ার পর নিজের কর্মক্ষেত্রে কাজ চালিয়ে যায়। এরপরেই আছে সুইডিশ, নেদারল্যান্ড, অস্ট্রিয়ার মায়েরা।

♦আপনি কি জানেন ম্যাকডোনাল্ড প্রতি সেকেন্ডে ৭৫টি বার্গার বিক্রয় করে! আপনি এখানে গিয়ে সেটা রিয়েল টাইম চেকও করতে পারবেন।

♦প্রতিদিন ইউএসএ ১৭০০জন করে মিলিনিয়র হচ্ছে! ২০২০ সালে সেখানে নতুন মিলিনিয়রের সংখ্যা হবে ৩.১ মিলিয়ন!

♦ প্রতিদিন ই-মেইল আদানপ্রদানের ৯০% ই-মেইলই স্প্যাম মেইল। স্প্যাম মেইলের ক্ষেত্রে প্রথমস্থানে আছে ইউএসএ (১৮%) এরপরেই আছে রাশিয়ার (১৪%) এরপরে তুর্কিরা (১২%)

♦বাংলাদেশ এমন একটা দেশ যার জনসংখ্যা ১৬৫ মিলিয়ন আর পৃথিবীর সবথেকে বড় দেশ রাশিয়ার জনসংখ্যা ১৪৪ মিলিয়ন!
তথ্যঃইন্টারনেট।
ছবিঃগুগুল।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৬

আবু তালেব শেখ বলেছেন: সুন্দর লাগলো তথ্যগুলো।
বাংলাদেশ ডিজিটাল মানুষ উৎপাদনের কারখানা

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৮

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবা। মন্দ বলেননি।

২| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০১

রাকু হাসান বলেছেন: বেশ কিছূ তথ্য জানতাম না ,জানলাম ,ধন্যবাদ

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১১

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৪

ক্স বলেছেন: ১৯৯০ সালে করা এক জরিপে বলা হয়েছিল ২০২০ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা ২৫ কোটি ছাড়িয়ে যাবে। আল্লাহর অসীম দয়া যে দেশ সেরকম ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেছে।

রাশিয়ার বপু বিশালাকায় হতে পারে, কিন্তু তাতে বসবাসের উপযোগী ভূমি কতটুকু আছে? বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমি মানুষের বসবাসের উপযোগী - আবহাওয়াও আরামদায়ক।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশের জনসংখ্যা কিছুটা নিয়ন্ত্রন হয়েছে, তবে এখনকার মেয়েদের সন্তানধারণের সক্ষমতাও কমতেছে, সচেতনতাও বাড়তেছে। রাশিয়া মূলত মস্কো ও পিটার্সবার্গকে কেন্দ্র করেই বেশিরভাগ মানুষবাস করে। মোট জনসংখ্যার ৭৪% শহরকেন্দ্রি।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৬

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো তথ্য ।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৪

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ।

৫| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর আপনাকে।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫

বাকপ্রবাস বলেছেন: জনসংখ্যায় জিন্দাবাদ

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৩

নূর আলম হিরণ বলেছেন: ম্যাকডোনাল্ডের জিনিসটা লিংকে গিয়ে দেখুন আরো মজার, অবাক করা! জনসংখ্যা আমাদের বড় একটা সমস্যা।

৭| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে জনসংখ্যার বিস্ফোরণ নিয়ে ব্লগারদের ভাবতে হবে।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২০

নূর আলম হিরণ বলেছেন: আমেরিকানরা সবাই তো মিলিনিয়র হয়ে যাচ্ছে :) আমাদের কবে এমন হবে :) জনসংখ্যা সমস্যা এখনো প্রধান সমস্যা।

৮| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

হাঙ্গামা বলেছেন: ইন্টারেষ্টিং

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

নূর আলম হিরণ বলেছেন: আসলেই ইন্টারেস্টিং, কিছু ব্যপার শিক্ষনীয়।

৯| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৬

রক বেনন বলেছেন: ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মনে হয়। বন্যা, ভুমিধস, আর বিভিন্ন রোগ বিশেষ করে ডায়াবেটিস আর ক্যান্সার যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হয় তত্ত্ব অনুযায়ী প্রকৃতি তার কাজ শুরু করে দিয়েছে।

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১১

নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশে কেডনি সমস্যা আছে ১০% মানুষের! জনসংখ্যা বেড়ে গেলে প্রকৃতিতে অনেক অসঙ্গতি তৈরি হয়।

১০| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৭

আমিন রবিন বলেছেন: https://www.youtube.com/watch?v=WUlYsXJuX_k

কোথাও থেকে কপি পেস্ট মারতে হলে সোর্সের ক্রেডিট দেয়া উচিত

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

নূর আলম হিরণ বলেছেন: আমি ইউটিউবের ভিডিওটি সংযুক্তি হিসেবে এড করতে চেয়েছি ,হয়নি। সোর্স ইন্টারনেট না লিখে ইউটিউব লিখা উচিত ছিল। আপনাকে ধন্যবাদ।

১১| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: অবাক সব তথ্য !! +।

১২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:৩১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে যাদের মাত্র ১ টা ফ্ল্যাট আছে, তারা বাংগাদেশী টাকায় মালটি-মিলিওনিয়ার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.