নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
মিয়ানমার সেনাবাহিনী, এগুলি আসলে সেনাবাহিনী না, মাথামোটা জল্লাদ। কিছু না পারুক মানুষ মারতে পারদর্শী। চলমান রোহিঙ্গা সংকট নিয়ে এরা উল্টা পাল্টা বক্তব্য, আচার-আচরণ করেই যাচ্ছে তবে আশার কথা হচ্ছে সারাবিশ্ব তাদেরকে খুবই চাপে রেখেছে। এই চাপ সহ্য করতে না পেরে তারা আরো উল্টা পাল্টা বক্তব্য দিয়েই যাচ্ছে। সর্বশেষ বলেছে তারা রোহিঙ্গা ইস্যুতে "আসল সত্য" প্রকাশ করবে, সে সত্য বই আকারে বাজারে পাওয়া যাবে। তাদের সেনাবাহিনীর নিজস্ব প্রকাশনা থেকে একটা বই প্রকাশ করেছে। নাম দিয়েছে "মিয়ারমারের রাজনীতি ও সেনাবাহিনী"। বইটি প্রকাশ করার আগে জল্লাদ গুলি হোম ওয়ার্ক ভালো করে করেনি বুঝাই যাচ্ছে। বাকি বিশ্বের সবাইকে এরা নিজেদের মত মাথা মোটা ভাবছে!
বইটিতে জল্লাদ গুলি তিনটি ছবিই ভুয়া ছবি দিয়েছে। যে ছবিটি আমি পোস্টে দিয়েছি এই ছবিটি আমাদের মুক্তিযুদ্ধের সাথে এমনভাবে জড়িত যে অধিকাংশ মানুষই এর সাথে পরিচিত। এই ছবিটি দিয়ে তারা লিখেছে ১৯৪১ সালে অনুপ্রবেশকারী বাঙ্গালীরা কিভাবে স্থানীদের হত্যা করছে তার কথা! আরেকটি ছবি দিয়েছে যেটা রুয়ান্ডায় সহিংসতার পর ১৯৯৬ সালে হুটু শরণার্থীদের দেশত্যাগের ছবি। তারা লিখেছে ব্রিটিশ আমলে বাঙ্গালীরা অবৈধভাবে মায়ানমার প্রবেশ করছে। মজার ব্যাপার হল মার্থা রিয়েলের সেই ছবিটি পুলিৎসার পুরস্কারের ওয়েবসাইটেও রয়েছে। তারা শুধু রঙ্গিন ছবিটাকে সাদাকালো করে দিয়েছে! তৃতীয় যে ছবিটি তারা ব্যবহার করেছে সেটা ২০১৫ সালে ইয়াঙ্গুন থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার ছবি। তারা আবার সে ছবি সাধাকালো করে লিখেছে বাঙ্গালীরা অনুপ্রবেশ করার সময় নাকি মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হয়েছে!
বইটির মুখবন্ধে লেফটেন্যান্ট কর্নেল চিয়াও চিয়াও লিখেছেন, রাখাইনে ‘বাঙালিদের ইতিহাস প্রকাশ্যে আনতেই’ তারা ‘প্রামাণ্য ছবিসহ’ এই সংকলনটি প্রকাশ করেছে।
তার আরেকটি বই লিখা উচিত যার নাম হবে "আমার জন্মের ইতিহাস, প্রামাণ্য ছবিসহ"। যেখানে শুকুর বাচ্চার জন্মকালীন ছবি থাকবে সংযুক্তি হিসেবে!
৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
নূর আলম হিরণ বলেছেন: এই জল্লাদ গুলি নিজেদের হাসির পাত্র বানিয়েছে। দেখার বিষয় আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হয়।
২| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
সাদা মনের মানুষ বলেছেন: চায়নাকে আমাদের বয়কট করা উচিৎ, অথচ আমরা চায়নার কাছে মাথা বিক্রি করে বসে আছি। চায়নার জন্যই মিয়ানমার আরো বেপরোয়া
৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
নূর আলম হিরণ বলেছেন: চায়না সারা বিশ্বে গারভেজ বিক্রি করে পরিবেশ নষ্ট করছে।
৩| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
চীনাদের উপর অনেকভাবে নির্ভরশীল হয়ে গেছে মগের মুল্লুক, এবং বাংলাদেশ সরকার।
৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
নূর আলম হিরণ বলেছেন: চীনারা ব্যবসায়ী, ব্যবসার বাহিরে এরা কিছু ভাবে না।
৪| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
রাজীব নুর বলেছেন: ওরা নির্বোধের মতো পরিকল্পনা করছে। কিন্তু কোনো ভাবেই সফল হতে পারছে না।
৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
নূর আলম হিরণ বলেছেন: চাইনীজরা ব্যবসায়ী হিসেবে ভালো, খুনী হিসেবেও। তবে কূটনৈতিক হিসেবে কাঁচা।
৫| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
মাহমুদুর রহমান বলেছেন: লেফটেন্যান্ট কর্নেল চিয়াও চিয়াও লিখেছেন, রাখাইনে ‘বাঙালিদের ইতিহাস প্রকাশ্যে আনতেই’ তারা ‘প্রামাণ্য ছবিসহ’ এই সংকলনটি প্রকাশ করেছে
বেটা,পাগল হয়ে গেছে।
৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
নূর আলম হিরণ বলেছেন: ইতিহাস বিকৃতি করতে গিয়ে, পাগল সাবস্ত হচ্ছে জল্লাদ গুলি।
৬| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২
বাকপ্রবাস বলেছেন: হারামিরা বন্য রয়ে গেল
৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
নূর আলম হিরণ বলেছেন: এগুলি রক্ত দেখে মজা পায়।
৭| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
জাহিদ হাসান বলেছেন: বর্বররা বর্বরই রয়ে গেল। এদের দেশ দখল করে নেয়া উচিত। আমি চাই ব্রিটিশরা আবার এই দেশটার ক্ষমতা নিয়ে নিক।
৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
নূর আলম হিরণ বলেছেন: এদের অর্থনীতি চাইনীজদের দখলে। এদের যে পরিমান ভূমি আছে তাতে এরা রহিঙ্গা সমস্যা খুব সহজেই সমাধান করতে পারার কথা।
৮| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
জাহিদ হাসান বলেছেন: এরা কেয়ামত পর্যন্ত এই সমস্যার সমাধান করবে না। এরা শুধু রোহিঙ্গা নয়, শান, কাচিন,কামান জাতিগোষ্ঠীর উপরে গণহত্যা ও নির্যাতন চালাচ্ছে।
৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
নূর আলম হিরণ বলেছেন: এরা এদের দেশের ৩৩টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে স্বীকৃতি দিলেও রোহিঙ্গাদের দেয়নি। সেসময় চাইলে এই সমস্যার সমাধান করে ফেলতে পারতো। আসলেই এরা সমাধান বলতে বুঝতেছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া।
৯| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
কানিজ রিনা বলেছেন: জলদস্যু মায়ানমার বাহিনীর বিরুদ্ধে সারা
বিশ্ব যুদ্ধ ঘোষনা করে বার্মা দস্যুদের উচিৎ
বিচারের আয়তায় আনা। এসব মুর্খদের
বেঁচে থাকার অধিকার নাই পৃথিবীতে।
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০২
নূর আলম হিরণ বলেছেন: জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এদেরকে মোটামুটি জল্লাদ হিসেবে উপস্থানপ করেছে। এখন দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ কি নেয় এসব জল্লাদের বিরুদ্ধে।
১০| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই মাথামোটাগুলোর সাথে অনেক দেশ এখনো কীভাবে সম্পর্ক রেখে চলেছে? চীন সরে গেলেই এই দেশ আব্বা আব্বা করে সবার কাছে মাফ চাইত...
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৯
নূর আলম হিরণ বলেছেন: চীনারা এদের বাপ। সকল কিছু ওদের পরামর্শেই হচ্ছে। রাখাইনে চীনাদের কইয়েকটি মেগা প্রজেক্ট চালু হচ্ছে।
১১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯
ঢাবিয়ান বলেছেন: মিয়ান্মার সরকারের সবচেয়ে বড় সমর্থক হচ্ছে বাংলাদেশ। মিয়ানমার থেকে চাল এনে জনগনকে ভাত খাওয়াচ্ছে সরকার!! বাংলাদেশ হচ্ছে মিয়ানমার সেনাবাহিনীর সবচেয়ে বড় মিত্র।
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫১
নূর আলম হিরণ বলেছেন: ইয়াবার প্রধান আমদানিকারক বাংলাদেশ। মিয়ানমার উপর জিদ করেই মাদক অভিযান চালিয়েছে। তাদের ব্যবসায় কিছুটা ভাটা পড়েছে।
১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চাইনীজরা ব্যবসায়ী হিসেবে ভালো, খুনী হিসেবেও। তবে কূটনৈতিক হিসেবে কাঁচা।
ধন্যবাদ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
প্রতিভাবান অলস বলেছেন: ব্লগে হাহা রিয়্যাক্ট দেয়ার ব্যবস্থা থাকলে দিতাম !