নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
ম্যাডাম দরজা টোকা দিচ্ছে, কেউ আসছে মনে হয়। দরজা খুলবো?
জিজ্ঞেস কর কে, ফখরুল, রিজভী হলে বলে দে, এই সকাল বেলা আমি রামছাগল দেখতে চাই না।
ম্যাডাম চিনতে পারছি না, গোটা চারেক মানুষ ডাক্তার হবে মনে হচ্ছে।
ডাক্তার আবার কেনো, এই রামছাগল গুলি বাহিরে বসে কি ভুলবাল কইছে এখন আবার ডাক্তার আইসা পড়ছে। যা বল ভিতরে আসতে।
ম্যাডাম কেমন আছেন?
ভালো আছি। তুমি কে? নাম কি তোমার?
ম্যাডাম আমি ডাক্তার, ডাক্তার বদরুনেচ্ছা। আপনার জন্য মেডিকেল টিম আসছে, আমি ঐ টিমের সদস্য।
তোমার নাম ঠিক আছে, নামের আগে বদ আছে। আমি ক্ষমতায় গেলে যে তোমার নাম রেখেছে তাকে আমি জমি সহ বাড়ী উপহার দিবো। এখন কি দেখতে এসেছো দেখে বিদায় হও তাড়াতাড়ি।এই অসময়ে ঘুম ভেঙ্গে তোমরা আমাকে বিরক্ত করেছো।
ম্যাডাম বিরক্ত হবেন না, আমরা বেশি সময় থাকবো না, সামান্য চেকআপ করে চলে যাবো।
ফাতেমা হাসিনার এই বদমাইশ গুলো চলে যাওয়ার সময় তোর কানে কানে কি বললো?
না, মেডাম তেমন কিছু না, বললো আপনি যেন উত্তেজিত না হোন,খাবার দাবার যেন ঠিকমত খান সেটা খেয়াল রাখতে।
কিভাবে ঠিকমত খাবো, সত্যি করে বল তোকে কি আমি কখনো ত্রিশ টাকার ইফতার খাওয়াছি, খেজুরে বালু ছিল, শরবতে চিনি কম ছিল?
না, মেডাম।
তাহলে এমন খাবার ঠিকভাবে কি করে খাবো,হুম!
ফাতেমা চশমাটা পাচ্ছিনা, দেখতো এটা কোন ওষুধের পাতা, কি নাম ওষুধের? কিরে এমন উল্টোপাল্টা করে কি দেখস? না মেডাম আমি তো ইংরেজি পড়তে পারিনা কিন্তু এই ওষুধের পাতায় তো বাংলায় নাম লেখা নাই!
চুপ কর! সামান্য এই লেখা পড়তে পারিস না, জীবনে কি শিখলি!
নে ধর, এই কাগজের একেবারে নিচে যে ওষুধের নাম লিখা সেটার অক্ষরের সাথে একটা একটা করে মিলায় দেখ মিলে কিনা।
নিচেরটার সাথে মিলে নাই মেডাম প্রথমটার সাথে মিলেছে।
হুম, তোকে যতটা বোকা ভেবেছি ততটা বোকা না তুই। তুই পড়ালেখা চালিয়ে গেলে ভালো করতি। পড়ালেখা করস নাই ক্যান?
মেডাম চার ভাইবোন বাবা খরচ চালাইতে পারেনা তাই ক্লাস ফোরে উঠার পর পড়া বন্ধ করে দিসে বাবা।
খুবই খারাপ কাজ করেছে তোর বাবা।
দে ওষুধটা দে, ঐটা হাটু ব্যথার ওষুধ, মনে রাখবি। বাকি ওষুধ গুলো একটা একটা করে মিলিয়ে আমাকে বল!
জ্বি মেডাম আমি চেষ্টা করতেছি!
৩১ শে মে, ২০১৯ সকাল ১১:৩৯
নূর আলম হিরণ বলেছেন: বেগম জিয়া এমন ফাতেমা বানিয়েছেন লাখ লাখ!
২| ৩১ শে মে, ২০১৯ দুপুর ১২:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
এইসব বাদ দেন। খেলা দেখেন।
৩১ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৭
নূর আলম হিরণ বলেছেন: খেলামেলা জাতির বড় কোন অংশ নয়। পড়তে না পারা ফাতেমারা জাতির বিরাট একটা অংশ।
৩| ৩১ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালোই লিখেছেন খারাপ নয়।
৩১ শে মে, ২০১৯ দুপুর ১:০৭
নূর আলম হিরণ বলেছেন: ফাতেমরা আমাদের জন্য বোঝা হয়ে যাচ্ছে, এমন ফাতেমা এখনো তৈরি হচ্ছে।
৪| ৩১ শে মে, ২০১৯ দুপুর ২:০৯
হাবিব বলেছেন: চশমাটা কি পেয়েছিলো?
৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
নূর আলম হিরণ বলেছেন: না, ওষুধ মিলানো হলে ফাতেমাকে দিয়ে চশমা খুঁজা হবে।
৫| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৫
রাকু হাসান বলেছেন:
চমৎকার । বাস্তবতা নিশ্চয় এর চেয়েও কঠিন । কিন্তু আপনার লেখার এতটুকু তুলে ধরাতেই শিউরে উঠছি । সহজ সুন্দর লাগছে ।
৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
নূর আলম হিরণ বলেছেন: ফাতেমরা এভাবেই দিন কাটাচ্ছে!
৬| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৬
ভুয়া মফিজ বলেছেন: অপেক্ষা করেন, দ্বিতীয় স্যাটেলাইটটা উড়ুক; ততদিনে আরো অনেকগুলো ফাতেমা তৈরী হয়ে যাবে।
৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
নূর আলম হিরণ বলেছেন: ফাতেমা এখনো তৈরি হচ্ছে, তবে এখনকার ফাতেমরা ভুলবাল ইংরেজি বানান পড়তে পারবে।
৭| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
এই জাতির সবাই চেয়েছে অন্যের মেয়েকে ঘরের চাকরাণী বানাতে; ভয়ংকর এক জাতি
৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
নূর আলম হিরণ বলেছেন: মলা, রাজনীতিবিদের ঘরে দুই একজন চাকরাণী না থাকলে তাদের প্রেস্টিজ থাকে না।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৯ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: লেখাটা পুরো কাল্পনিক নয়, বাস্তব বোধহয় এরকম;ই হবে।