নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
◆১. আজকালকার মেয়েদের দিকে দুইবার করে তাকাতে হয়।
একবার মুখের দিকে, আরেকবার পায়ের দিকে...
ম্যাচ না করলে আবার হতাশও হতে হয়।
◆২. -- কি ব্যাপার, ঘটক তো বিয়ের আগে বলেছে তোমাদের বাড়িতে আমাকে রাজরানীর মত করে রাখবে?
-- ঘটক মূর্খ শুরুক্ক মানুষ, হে কি আর জানতো দুনিয়া থেকে কবেই রাজতন্ত্র উঠে গেছে।
--
◆৩. --ওগো শুনছো, টাকা নাকি কথা বলে?
--হুম, মানুষ তো এমনি বলে। তা হটাৎ এই কথা জিজ্ঞেস করছো কেনো?
-- না মানে, তুমি চলে গেলে বাসায় একা একা থাকি তো, হাজার পাঁচেক টাকা দিয়ে গেলে একটু কথা বলতে পারতাম। এই
আরকি।
--
◆৪. -- বিয়ের আগে তুমি আমায় বেশি ভালোবাসতে। তোমার সে ভালোবাসা এখন কোথায় গেলো?
-- আমি তোমায় বিয়ের আগেই বলেছিলাম, আমার বিবাহিত মহিলাদের প্রতি কোন ইন্টারেস্ট নেই। তখন এইটা শুনে তো
তুমি অনেক খুশি হয়েছিল।
--
◆৫. --আমি একটা ছেলের সাথে কথা বলছি এতেই তোমার এত গা জ্বলে। আর তুমি যে আট দশটা মেয়ের সাথে কথা বলো সেটা
কি?
-- দেখো, যে তালা একের অধিক চাবি দিয়ে খোলে সে তালা নিরাপদ নয়, কিন্তু যে চাবি দিয়ে একের অধিক তালা খোলে সে
চাবিকে বলা হয় মাস্টার কি। বুজলে?
--
◆৬. --“ বিয়ের এত বছর পর বুজতে পারলাম তুমি আমাকে কখনোই ভালোবাসোনি!”
-- কি বলো “তাহলে এই এক হালি ছেলে- মেয়ে কি আমি ইন্টারনেট
থেকে ডাউনলোড করেছি?
--তোমার যা ডাউনলোড স্প্রীড !!!
মতিন ভাই ‘পেন ড্রাইভ’ না দিলে বাপ শোনা লাগতো না!!
--
◆৭. -- আচ্ছা ঋষি বাবা, বিয়ের আগে যদি প্রেমিক প্রেমিকা রাতে এক বিছানায় ঘুমায় তাহলে কি পাপ হয়?
--ঘুমালে তো পাপ হয় না বৎস, কিন্তু সমস্যা হল তোরাতো ঘুমোস না!
◆৮. -- কি ব্যাপার তুমি দুই ঘন্টা যাবৎ এই কাগজটা এত মনোযোগ দিয়ে কি দেখছ?
--কই না তো, কিছু দেখছি না।
-- মিথ্যা বলছো কেন? তুমি দুই ঘণ্টা ধরে আমাদের কাবিননামাটা দেখতে ছিলে।
--না মানে, দেখতে চাইছিলাম এই চুক্তিপত্রে কোন ফাঁকফোকর আছে কিনা, চুক্তিটি বাতিল করার জন্য।
--
◆৮. --হ্যালো, একটা ছেলে জানালা দিয়ে আমার ঘরে আসতে চাইছে।
-- এটা পুলিশ স্টেশন নয়, এটা ফায়ার বিগ্রেড অফিস।
-- এটা যে ফায়ার বিগ্রেড অফিস তা জেনেই আমি ফোন করেছি। ছেলেটার আরো একটু বড় মই দরকার।
এই শহরে প্রতিদিনই একজনের আশায় আরেকজনের বিশ্বাস ভঙ্গ হয়।
কারো সাথে সম্পর্ক রাখতে না চাইলে তাকে বুঝিয়ে বলুন। এতে হয়তো সাময়িক ঝামেলা হবে কিন্তু নোংরামি হবে না।
একাধিক সম্পর্ক অন্যায়ের কিছু না তবে একই সাথে একাধিক সম্পর্ক অন্যায়, বড় ধরনের অন্যায়।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৫
নূর আলম হিরণ বলেছেন:
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ !!!
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫
নূর আলম হিরণ বলেছেন: কি হলো রাজীব ভাই?
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
চলনসই
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
◆৬. --“ বিয়ের এত বছর পর বুজতে পারলাম তুমি আমাকে কখনোই ভালোবাসোনি!”
-- কি বলো “তাহলে এই এক হালি ছেলে- মেয়ে কি আমি ইন্টারনেট
থেকে ডাউনলোড করেছি?
--তোমার যা ডাউনলোড স্প্রীড !!!
মতিন ভাই ‘পেন ড্রাইভ’ না দিলে বাপ শোনা লাগতো না!!
কত গিগার পেনড্রাইভ ছিলো জানেন কিছু !!!!!
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮
নূর আলম হিরণ বলেছেন: এক হালি! নিশ্চয়ই কয়েক টেরাবাইট হবে নুরু ভাই।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০
বিজন রয় বলেছেন: এতই হাসিলাম কিন্তক মিষ্টি খাওয়াইলাম না।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮
নূর আলম হিরণ বলেছেন: মিষ্টি পাওনা থাকলাম। ব্লগ ডে'তে খাওয়ায় দিয়েন।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১
ইলি বলেছেন: খুব সুন্দর মজা পেলাম। ধন্যবাদ।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকেও। আমাদের দিনদিন আনন্দ পাওয়ার উৎস ছোট হয়ে আসছে।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৬
নীল আকাশ বলেছেন: দুর্দান্ত হয়েছে। ৫ আর ৬ খুব ভালো লেগেছে।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৩
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ। ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৫
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মজা পেলাম। প্রায় সবগুলোই নতুন লাগল।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৬
নূর আলম হিরণ বলেছেন: বেশিরভাগই নতুন। কয়েকটা পরিমার্জিত। ধন্যবাদ।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৫
মোহামমদ কামরুজজামান বলেছেন:
চমতকার,এখন মাস্টার কী দ্বারা পুরো বিশ্ব পরিপূর্ণ ।যে কেউ এখন যে কারো তালা খুলে ফেলে তার অনুপস্থিতিতে।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৬
নূর আলম হিরণ বলেছেন: মাস্টার কি, এটা আমার কাছেও বেশ লেগেছে।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩
শের শায়রী বলেছেন: মজা পেয়েছি।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৭
নূর আলম হিরণ বলেছেন: মজা পেয়েছেন জেনে ভালো লাগলো।
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪২
আলমগীর কাইজার বলেছেন: দারুণ, সবগুলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭
বিজন রয় বলেছেন: হা হা হা হা হা হা ........হা হা হা হা হা হা ........হা হা হা হা হা হা ........হা হা হা হা হা হা ........
হা হা হা হা হা হা ........হা হা হা হা হা হা ........হা হা হা হা হা হা ........হা হা হা হা হা হা ........