নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

তোর সরল রেখায় সুখ।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭


তোর আকাশে পূর্ণিমা চাঁদ,
আমার আকাশ মেঘলা...
তোর আঙ্গিনায় কত মানুষ,
আমার চলা একলা।

আমার কষ্ট ভীষন ভারী,
তাই নিজের সাথেই আড়ি...
পথের মাঝে, পথ আমার,
পথের মাঝেই বাড়ি।

তোর আলো ভরা ঘর,
আমার নিকষ কালো রাত...
তোর শহরে ফুলের বাগান,
আমার শূন্য হাত।

আমার বৃত্তে ঘুরা জীবন,
তাই নেই কেউ আর আপন...
দিনের শেষে আয়স আমার,
দিনের শেষে যাতন।

তোর সরল রেখায় সুখ,
আমার হটাৎ থেমে যাওয়া...
তোর চোখেতে হাজার স্বপন,
আমার না পাওয়া।

আমার নেই কেউ আর সাথে,
এই নিকোটিনের রাতে...
নিজের সাথে নিজেই বাঁচি,
খুঁজি না আর তোকে।

নূর আলম হিরণ
২৪.১২.১৯

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩

ইসিয়াক বলেছেন: এক কথায় খুবই সুন্দর......।++

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ ভাবনাময়----------

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৩

নূর আলম হিরণ বলেছেন: এলোমেলো ভাবনা, কবিতার মত কিছু একটা হয়ে গেছে মনে হয়।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
ভালো লাগলো

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১০

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধর।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৬

জগতারন বলেছেন:
প্রিয় ব্লগার নূর আলম হিরণ আপনার লিখা কবিতা এ-ই প্রথম পড়িলাম।
খুউব ভালো লাগা রহিল।

হিরণ কি আপনার ডাক নাম ?
এই নামটি কিন্তু আমার স্নেহের ছোট্ট বোনের ডাক নাম।

ব্লগে আপনার লিখা (বিশেষ করে দেশ ও দেশের রাজনীতি, দেশের ঘটনা নিয়া) সব লিখাই আমি পড়িয়া থাকি।
প্রবাসে থকিয়া আপনার লিখা থেকে আমি দেশের অনেক খবরই পাইয়া থাকি।
বর্তমান ঘটনা প্রবাহ নূরু-কে নিয়া আপনার একটি লিখা আশা করি।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

নূর আলম হিরণ বলেছেন: জ্বি হিরণ আমার ডাক নাম। আমার দাদী রেখেছিলেন।
আপনার কমেন্টটি আমার জন্য সত্যিই অনুপ্রেরণাদায়ক।
দেশ, রাজনীতি খবর রাখতে ভালো লাগে সে ভালোলাগা থেকে কিছু লেখার চেষ্টা করি।
নুরু বাংলাদেশের রাজনীতিতে একটা অবস্থান করে নিয়েছে,. তাই নুরুকে নিয়ে অনেকেই লিখছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.