নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
কভিড-১৯ আপডেট(২৭.০৩.২০)
আজকের বিস্তারিত আপডেট।
আগামীকাল রাত বারোটায় আবার আপডেট দেওয়া হবে।
◆ মোট আক্রান্ত= ৫,৭৭,৫৪০জন (গত দুইদিন আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ছিল ৫,১০,৬৫১ ও ৪,৫৩,০৭৪জন)
◆মোট মৃত্যু= ২৬,৪৫৯জন (গত দুইদিন ছিল যথাক্রমে ২৩,০৩০ ও ২০,৫১৯জন)
◆মোট সুস্থ্য হয়েছে= ১,৩০,৬৬৭জন (গত দুইদিন ছিল যথাক্রমে ১,২২,২৫২ ও ১,১৩,১২১জন)
◆ মৃত্যুর হার= ৪.৫৮% (গত দুইদিন ছিল যথাক্রমে ৪.৫১% ও ৪.৫৩%)
◆বাংলাদেশে আক্রান্ত= ৪৮জন (গত দুইদিন ছিল যথাক্রমে ৪৪জন ও ৩৯জন)
◆বাংলাদেশে মোট মৃত্যু গত তিনদিন থেকেই= ৫ জনে আছে।
◆ বাংলাদেশে সুস্থ্য হয়েছেন= ১১জন (গতকাল ছিল ১১ জন)
◆ আক্রান্তের শীর্ষে আছে= আমেরিকা (৯৪,৪৭৮জন) দ্বিতীয় ইতালি(৮৬,৫৩৯ জন)
◆ মৃত্যুর হারে শীর্ষে আছে= ইতালি(৯,১৪১জন) দ্বিতীয় স্পেন(৪,৯৫১ জন)
◆ সুস্থ্য হওয়ার শীর্ষে আছে= চীন (৭৪,০৫১ জন) দ্বিতীয় ইরান (১১,১৪১জন)
যেসব রোগে আক্রান্ত মৃত্যুর হার বেশি।
---------------------------------------
◆ হার্ট ও ফুসফুসের সমস্যা= ১০.৫০%
◆ডায়াবেটিস সমস্যা= ৭.৩০%
◆ শ্বাস-প্রশ্বাসজনীত সমস্যা= ৬.৩০%
◆ উচ্চরক্তচাপ সমস্যা= ৬%
◆ ক্যান্সার সমস্যা= ৫.৬০%
◆◆উপরের কোন সমস্যা নেই এমন আক্রান্ত হওয়া রোগী মারা যাওয়ার হার ০.৯০%
বয়স অনুযায়ী মৃত্যুর হার।
----------------------------
◆ ৮০+ বয়স্ক মৃত্যুর হার= ১৪.৮০%
◆ ৭০-৭৯= ৮%
◆৬০-৬৯= ৩.৬%
◆৫০-৫৯=১.৩%
◆৪০-৪৯=০.৪%
◆৩০-৩৯=০.২%
◆২০-২৯=০.২%
◆১০-১৯=০.২%
◆০-০৯= ০%
■ পুরুষের মৃত্যুর হার= ২.৮%
■ মহিলাদের মৃত্যুর হার= ১.৭০%
২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:২৮
নূর আলম হিরণ বলেছেন: মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। মানুষ ছাড়া পৃথিবীর সকল প্রাণী ভালো আছে মনে হচ্ছে।
২| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: এই পরিসংখ্যান আমার আজ রাতের ঘুম কেড়ে নিলো।
২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৩
নূর আলম হিরণ বলেছেন: সাবধানে থাকবেন রাজীব ভাই। এই মহামারিতে আমাদের কোন প্রিয় মানুষ যেন না হারায় সে প্রত্যাশাই থাকবে সবসময়।
৩| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রতিদিন দশকের ঘর ছাড়িয়ে যাচ্ছে
যা খুবই উদ্বেগের।
২৮ শে মার্চ, ২০২০ রাত ১:০৬
নূর আলম হিরণ বলেছেন: আক্রান্ত আর মৃত্যুর সারি দীর্ঘই হচ্ছে।
৪| ২৮ শে মার্চ, ২০২০ রাত ২:১৬
নেওয়াজ আলি বলেছেন: ডায়াবেটিস নিয়ে ডর লাগে
২৮ শে মার্চ, ২০২০ সকাল ১০:০০
নূর আলম হিরণ বলেছেন: ঘরে থাকুন। নিরাপদে থাকুন। এটা এমন না যে ডায়াবেটিক সমস্যা আছে তেমন রোগী সব মারা যাচ্ছে। ১০০ জনের মাঝে ৭ জন মারা যাচ্ছে।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:১৮
সাহাদাত উদরাজী বলেছেন: পনার এইপোষ্ট দেখার জন্য বসে থাকি, ভয়াবহ সংবাদ।