নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

আমাদের রাজনৈতিক নেতা-কর্মীরা এবং সাধারণ পাবলিকও সঠিক রাজনীতি বুঝতে চায়না।

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩২


আমাদের দেশের রাজনৈতিক নেতা কর্মীরা যদি জেল না খাটে, তাদের বিরুদ্ধে যদি মামলা না থাকে তবে তাদের রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। একজন নেতা বা কর্মী যদি জেল হাজতে যায় এটা তার জন্য ভালো ব্যাপার, দলীয় ফোরামে তার আলাদা মূল্যায়ন থাকে। জেল খাটলে তার ব্যানার, ফেস্টুনে কারা নির্যাতিত শব্দটি লিখে তাকে হাইলাইট করা যায়, নিজেকে নেলসন ম্যান্ডেলার সাথে তুলনা করার চেষ্টা করা যায়। আমি এমনও দেখেছি নিজের নিঃশর্ত মুক্তি চেয়ে সে ব্যানার ঐ ব্যক্তিই রাতের অন্ধকারে লাগিয়েছে। আসলে আমাদের এখানে রাজনীতির মাঠে এই জেল হাজত যাওয়াকে আলাদা মর্যাদা দেওয়া হয়। জেল খাটাকে খারাপ চোখে দেখা হয় না।

তত্ত্বাবধায়ক সরকারের সময় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলে নেওয়া হয়েছে। উনাকে যে সব মামলায় জেলে নেওয়া হয়েছে মামলাগুলির কি মেরিট একেবারেই নেই? আজকে আপনি শেখ হাসিনার কোনো নেতাকর্মীকে বিশ্বাস করাতে পারবেন না যে, ঐ মামলাগুলির কোন ভিত্তি ছিল! তারা সেটাকে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র বলেই আখ্যায়িত করবে। আপনার কি মনে হয়, সাবেক একজন প্রধানমন্ত্রী, শেখ সাহেবের মেয়েকে একেবারে ভুল, মিথ্যে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া সম্ভব?
বেগম জিয়া জেল খেটেছে এবং এখন সাজা স্থগিত আছে। আপনি যদি এখন কোন বিএনপি কর্মীর কাছে বলেন বেগম জিয়া এতিমের টাকা আত্মসাৎ করার জন্য জেল খেটেছে এবং আরো যে সকল মামলা আছে সেগুলির কথা বলেন, সে এক বাক্যে বলে দিবে সবগুলি মিথ্যা মামলা, সাজানো মামলা। বেগম জিয়ার মত মানুষকে মিথ্যা মামলা দিয়ে, সাজানো মামলা দিয়ে এত দিন জেলে রাখা সম্ভব? জেনারেল এরশাদের বিরুদ্ধে যে মামলা গুলো ছিল তার দলের লোকেরাও সেগুলোকে প্রতিহিংসার মামলা বলেছে। তাদের চেয়ারম্যানকে অপদস্থ করার জন্য সেসব মামলা দেওয়া হয়েছে!

মির্জা ফখরুল ইসলাম সাহেবের বিরুদ্ধে বর্তমানে যে মামলা গুলো আছে সেগুলো আপনিও যদি এনালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন উনি ফৌজদারি অপরাধ করেছেন। এখন এসব মামলায় উনাকে যদি জেলে নেওয়া হয় বেশিরভাগ মানুষই এক বাক্যে বলবে সব সাজানো মামলা উনি এসবের সাথে জড়িত নন! আপনার কাছে কি মনে হয়, রাজনৈতিক নেতা-কর্মীদেরকে কোন মামলায় আটক করা হলে সে মামলাগুলি সবগুলোই কেন সাজানো, মিথ্যা মামলা বলে প্রচার করা হয়?

বিএনপি যদি আবার কখনো ক্ষমতায় আসে এবং শেখ হাসিনাকে যদি জেল খাটতে হয় সেসব মামলা গুলি কি একেবারেই মিথ্যে মামলা হবে, সাজানো মামলা হবে? আসলে সুষ্ঠু রাজনৈতিক চর্চা আমাদের এই উপমহাদেশে কখনোই হয়নি। রাজনৈতিক নেতারা যত অপরাধই করুক না কেন, তাদের মামলাগুলোকে আমরা সাধারন মানুষ সঠিক মনে করি না। তারা যে অপরাধ করতে পারে তাদের সমর্থকরা সেটা কল্পনাতেও আনতে পারে না। এগুলো জাতির জন্য বিশাল সমস্যা এর সমাধান বেশ কঠিন।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



রাজনীতি কঠিন সাবজেক্ট, আপনার কথায় মনে হচ্ছে, ইহা সবাই জানার কথা!

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪২

নূর আলম হিরণ বলেছেন: যতটুকু জানার কথা সেটাও জানে না।

২| ০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২০

শাহ আজিজ বলেছেন: সাধারন জনগনের রাজনীতি জানা ও বোঝার দরকার নেই । ক্ষেতের কৃষক আর কারখানার শ্রমিককে কারা উৎপাদন বিমুখ করে তুলছে । একটা সুষ্ঠু ওয়ার্ক ফোরস তৈরিতে মনোনিবেশ করতে হবে এবং এদেশে সেই ফোরস ছিল , আমরা নষ্ট করে ফেলেছি । মানুষ সৌদি ফেরত প্রত্যাশি শ্রম শক্তির ধৈর্যশীল অপেক্ষা দেখে কিছু হলেও শিক্ষা নিচ্ছে যে কাজ কতখানি মুল্যবান একটি পরিবারের জন্য । এই রোদ বৃষ্টি আর ফুটপাতে ঘুমিয়ে ভিসা নবায়ন এবং টিকেটের অপেক্ষায় থাকা মানুষের একটি নির্মম শিক্ষা হচ্ছে সৌদিতে কাজই আসল বিষয় হোক রাজনৈতিক সমাবেশ নয় । শিক্ষা এবং কারিগরি দক্ষতা এত প্রয়োজনীয় বিষয় আমাদের জাতির জন্য যে আমরা এইসবের অভাবে পশ্চাদপর একটি জাতি হিসাবে পরিচিতি পেয়েছি । রাজনীতি নয় কারিগরি দক্ষতাই মুল বিষয় হোক ।
উপরে খুব সেন্সেটিভ বিষয় নিয়ে নাড়াচাড়া করেছেন আপনি । ওটা এখন পাপ ।

০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

নূর আলম হিরণ বলেছেন: রাজনীতি না জানার ফলে আমরা ভুল প্রতিনিধি তৈরি করি। আমাদের অজ্ঞতার সুযোগ রাজনীতিবিদরা নিয়ে নেয়। আপনি যেগুলো বলেছেন হ্যাঁ, এগুলো অত্যাবশ্যক। দেশকে এগিয়ে নিতে হলে এসবের বিকল্প নেই।

৩| ০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বুঝতে চায়না নাকি বুঝার মতো শিক্ষা তাদের নেই।রাজনীতি সচেতন দলের অভাব।
অনেকগুলো বছর একমুখী বিশ্ব ব্যবস্থা এর জন্য দায়ী।সারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা এখন লুটপাটের অর্থনীতি।
রাজনীতিও তাই।যে যেমনে পারছে অর্থ কামাচ্ছে।বোকারা পড়ছে পিছনে।

০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১১

নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ, সঠিক শিক্ষার অভাব তো আছেই। বিশুদ্ধ রাজনীতি খুব কম দেশেই আছে তবে আমাদের উপমহাদেশের অবস্থা বাকি আধুনিক বিশ্বের থেকে বেশি পিছিয়ে।

৪| ০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

শাহ আজিজ বলেছেন: রাজনীতি না জানার ফলে আমরা ভুল প্রতিনিধি তৈরি করি

চীন , জাপান , তাইওয়ান , কোরিয়াতে গিয়ে খোজ নিন কয়টা টং ঘর আছে আর কয়জন রাজনিতিক সেখানে বসে বকবক করে ?

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৮:৩৮

নূর আলম হিরণ বলেছেন: তারা শিক্ষিত জাতি, অযথা বকবক তারা শুনবে না।

৫| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৯:২৪

নেওয়াজ আলি বলেছেন: রাজনৈতিক নেতারাই বেশী অপরাধ করে তাই মামলি হয় আর প্রতিপক্ষ অন্যকে ঘায়েল করতে এই মামলা হাতিয়ার হিসাবে ব্যবহার করে

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:১৭

নূর আলম হিরণ বলেছেন: রাজনৈতিক নেতাদের মামলাকে আমরা মিথ্যে মামলা বা সাজানো মামলা বলি, বাস্তবিক অর্থে কি সবই মিথ্যে মামলা? এসব মামলার কি আসলেই কোন মেরিট থাকে না?

৬| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: তারা শিক্ষিত জাতি, অযথা বকবক তারা শুনবে না।



ভুল ধারনা । এদের অনেকেই মিডল স্কুল পর্যন্ত সম্পন্ন করেনি , এখনকার সময়ে প্রাথমিক মাস্ট কিন্তু শিক্ষা খরচ বেশি । ফলে ছেলে বা মেয়ে বাবা বা মার কাজে সঙ্গ দিয়ে একসময় দক্ষ হয়ে নিজের পথ বেছে নেয় ।

এদের কাছে মানি ইজ গড ।

৭| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: রাজনীতি থেকে আমি দূরে থাকতে চাই। ইহা বড় ভয়ঙ্কর।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:১৮

নূর আলম হিরণ বলেছেন: রাজনীতি থেকে আমাদের কারোই দূরে থাকা সম্ভব নয়। আমাকে আপনাকে রাজনীতিই নিয়ন্ত্রণ করে।

৮| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



চমৎকার!
অতি চমৎকার!!
খুবই সুলিখিত প্রবন্ধ।
পাঠে ব্যাপক মজা লাভ করিলাম।
প্রাণ ভরে দোয়া রইলো আপনার জন্য।

আল্লাহ সোবাহানাতায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিবেন।
আমিন।

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১২:০৮

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি আমার সাধারণ জ্ঞান দিয়ে যা উপলব্ধি করি তাই লিখি।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১:৪১

রাকু হাসান বলেছেন:

সামনে কি বাংলাদেশে সুস্থ্যধারার রাজনৈতিক চর্চার সম্ভবনা দেখেন?

০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৯

নূর আলম হিরণ বলেছেন: না, তেমন কোন সম্ভাবনা নিকট ভবিষ্যতে দেখা যাচ্ছে না।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই মানুষের মনের ভিতর এক রকম কথা আর মুখে বলে অন্য কথা।

রাজনীতি এখন শুধু যেন প্রতিশ্রুতি দেওয়া।

০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৯:৪১

নূর আলম হিরণ বলেছেন: আমাদের রাজনীতি আসলে জগাখিচুড়ির রাজনীতি। যে ছেলেটা সব কিছুতে অসফল সে রাজনীতিতে আসে। আর আসে সফল ব্যবসায়ীরা যারা সব কিছুতে ব্যবসা খুঁজে।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ২:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: দেশে রাজনীতির নামে যা চলছে এটা কি আসলে রাজনীতির সংজ্ঞায় পরে?

০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৩

নূর আলম হিরণ বলেছেন: আমাদের রাজনীতিবিদরা যা করছে এগুলো সঠিক রাজনীতি নয়। সঠিক রাজনীতিতে সকল মানুষ সমান সুবিধা ভোগ করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.