নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

আসুন একটু হাসুন

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:০৪


আমাদের জীবনে ইদানিং হাঁসির খোরাক অনেক কমে গেছে। একসময় আমরা সামান্য কারনে কিংবা অকারনেও হাঁসতাম।
চলুন আজ কিছু হাঁসির কৌতুক পড়ি, হাঁসি আসতেও পারে নাও আসতে পারে। তারপরেও পড়তে পারেন।

১. টিচারঃ গাছের ডালে ৫টা পাখি বসা। তুমি ১টা কে গুলি করে মারলে, বাকি কয়টা থাকবে?
বাচ্চাঃ একটাও না। বাকি গুলো উড়ে যাবে ।
টিচারঃ উঁহু, ৪টা ; বাট আই লাইকড দ্য ওয়ে ইউ থিঙ্ক।
বাচ্চাঃ আমার একটা প্রশ্ন ছিল মিস - ৩ মহিলা ললিপপ খাচ্ছেন, ১জন চেটে, ১জন চুষে, ১জন কামড় দিয়ে খাচ্ছেন, এদের মধ্যে কে বিবাহিতা?
টিচারঃ (কিছুটা নার্ভাস) যিনি চুষে খাচ্ছেন ?
বাচ্চাঃ উঁহু , যিনি ওয়েডিং রিং পড়ে আছেন ; বাট আই লাইকড দ্য ওয়ে ইউ থিঙ্ক!

ভাষান্তর।

২. ট্রাম্প যে ইসলামবাদকে “Islam a bad” বলে এতে কি ইসলাম অবমাননা হয়না?

৩. আফগানী খলিল পাহাড়ের পথ দিয়ে বউ নিয়ে হেঁটে যাচ্ছে।
ইমাম সাহেব: ইয়া খলিল তুমি কি জানোনা কোরানে বলা আছে, বিবি সবসময় তার শোহারের পিছেপিছে হাঁটবে।
খলিল: কোরান যখন নাজিল হয়েছে তখন রাস্তায় ল্যান্ড মাইন পোতা থাকতো না। যাও রাস্তাচে হটো।

৪. বান্ধবী জেরিনের সেল্ফিতে 'CUTEE' লিখে কমেন্ট করার সাথে সাথে মুমিনকে ফোন দিয়া জেরিন এক নাগাড়ে অনেক গুলো গালি দেয়ার পর ফোন কাটার আগে দিয়া কইল
-তুই আর তোর চৌদ্দ গুষ্টি কুত্তা!

মুমিন আইজ ৩ দিন হয় হ্যাং হয়ে আছে! কারন উদ্ধার করতে পারছে না।

৫. খবরঃ
পাকিস্তান চাঁদে মহাকাশযান পাঠিয়েছে ।
পিটিভিতে লাইভ টেলিকাস্টেঃ
চাঁদে পানি আর সেই পানিতে মাছও দেখা যাচ্ছে।
বিবিসি'র খবরঃ
চাঁদ এর উদ্দেশ্যে পাঠানো পাকিস্তানি রকেটটি গোত্তা খেয়ে আরব সাগরে তলিয়ে গেছে।

৬. মাইক্রোসফটের হেড কোয়ার্টারে ক্লিনারের চাকুরিটা নিশ্চিত হওয়ার পথে জানা গেল ইমেইল আইডি না থাকায় তার চাকুরিটা হচ্ছে না।

ব্যার্থ মাইকেল ফিরে যাওয়ার সময় পকেটে দশ ডলারের একটা নোট। কি করা যায় ? একটু ভেবে নিয়ে সে দশ ডলারে টমেটো কিনে বাড়ি বাড়ি ফেরি করে দিনশেষে দেখল তার কাছে কুড়ি ডলার জমেছে। পরদিনও সে একই কাজ করল এবার পুজি কুড়ি ডলার ছিল তাই লাভও বেশী হলো । দিন মাস বছর শেষে ব্যাবসার জন্য সে ডেলিভারি ভ্যানও কিনে ফেলল। পাঁচ বছরের মাথায় সে বিশাল এক বানিজ্যিক নেট ওয়ার্ক গড়ে তুলেছে। দশ বছরের মাথায় সে বিরাট এক ফুড চেইন খুলে ফেলল। ব্যাবসার বিশালতার কারনে সে এইবার একজন কনসাল্ট্যান্টের সাথে চুক্তির আলোচনা শেষে কনসাল্ট্যান্ট যখন জানল মাইকের ইমেইল আইডি নাই তখন কিছুটা অবাক হয়েই তাকে ভৎসনার সুরে বলল
-আপনার একটা ইমেইল আইডি থাকলে আপনি এতদিনে কোথায় পৌছে যেতেন জানেন ?

-জানি, মাইক্রোসফট হেড কোয়াটারের ঝাড়ুদার হইতাম !

ইন্টারনেট থেকে, কিছুটা পরিমার্জিত।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:২২

এলে বেলে বলেছেন: হা হা হা! কৌতুক গুলো দারুন হয়েছে। ধন্যবাদ।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:২৮

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২, অবশ্যই অবমাননা হয়।এই জন্য তাদের পন্য বর্জন করা উচিত।কিন্তু তাদের তো খুব একটা পন্য আমাদের দেশে নাই তাই অন্য চিন্তা করতে হবে।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:৩০

নূর আলম হিরণ বলেছেন: হাহাহা। এটাও ভালো একটা জোকস।

৩| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:৩০

বিএম বরকতউল্লাহ বলেছেন: হাসতে হাসতে পেটে খিল!!

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:৩১

নূর আলম হিরণ বলেছেন: যাক, আপনাকে হাসাতে পেরে ভালো লাগলো।

৪| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: আমার হাসি পায় না কেন বলুন তো? এ আমার কেমন অসুখ হলো?

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৩

নূর আলম হিরণ বলেছেন: ইদানিং মানুষের হাসি অনেক কমে গেছে। পরিচিত অপরিচিত অনেকে এখন আর আগের মতো হাসতে দেখিনা। মানুষের মাঝে এখন সব সময় এক ধরনের চাপা আতঙ্ক কাজ করে মনে হচ্ছে।

৫| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

খারাপ না ।
ভালোই তো।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৫২

নূর আলম হিরণ বলেছেন: জ্বি, ধন্যবাদ ভাই।

৬| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: দারুন হয়েছে। হা হা হা!!

০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৭

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:



শেষেরটা সামান্য পছন্দ হয়েছে

০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

নূর আলম হিরণ বলেছেন: আমারও তেমনি, শেষেরটা ভালো লাগছে। বাকি গুলোতে হাঁসি আসছে শুধু।

৮| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: অথচ আমি হাসতে চাই। খিল খিল করে হাসতে চাই। আমাকে কেউ হাসান। খুব হাসান। প্লীজ।

০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৯

নূর আলম হিরণ বলেছেন: হাসান নামের এক বড় ভাই আছে আমার উনার কথা মনে পড়ে গেলো। উনি খুব রসিক মানুষ ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.