নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
ব্লগে অনেকেই ভেবেছিলেন আমি হয়তো বিবাহিত। না, আমি অবিবাহিতই ছিলাম। গত ১৮ তারিখে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং এটি আমার প্রথম বিয়ে । বর এবং কনে দুইজনেই সুস্থ্য আছি। আসলে খুব দ্রুতই সব কিছুর আয়োজন হয়ে গেছে। আপনাদের দাওয়াত দেওয়ার সুযোগও হলো না।
ঢাকা থেকে মেয়েকে দেখতে আমি গত সপ্তাহে বাড়িতে গিয়েছিলাম। মেয়েটি আমার পূর্ব পরিচিত এবং আমার বাড়ির পাশেই। তার সম্পর্কে আমার মোটামুটি জানাশোনা ছিল। আর এই জন্য কিছুটা এক্সাইটেড ছিলাম। সমস্যা হলো পরিবার থেকে আরেকটি মেয়েও দেখার বন্দোবস্ত করা হয়েছিল। যেটি আমার পছন্দ হয় সেদিকে আলোচনা এগুবে। আমি জানতাম আমার পরিচিত মেয়েটিই আমার পছন্দ হবে। যাক অপরিচিত মেয়েটিকে দেখার সিডিউল করা হল সকালে আর পরিচিত মেয়েটিকে মানে আমার বউকে দেখার সিডিউল পাওয়া গেলো বিকেল তিনটার পর।
এর আগে এভাবে মেয়ে দেখার অভিজ্ঞতা আমার ছিল না, এটাই প্রথম। অপরিচিত মেয়েটিকে ওদের বাড়িতে দেখতে গিয়েছিলাম, আমি কিছুটা নার্ভাস ছিলাম, তবে যাকে দেখতে গিয়েছিলাম সে মনে হচ্ছে আমার থেকেও বেশি নার্ভাস ছিল। মেয়েটিকে আমার সামনে আনা হলো, আমি তার সামনে বসে আছি সেও বসে আছে। আমি কয়েকবার তার দিকে তাকালাম, বুজলাম সে বসেই থাকবে কোন কথা বলবে না। আমি তাকে নাম, পড়ালেখা জিজ্ঞেস করলাম সে আস্তে করে করে উত্তর দিল। এরপর বললাম আপনি কিছু জিজ্ঞেস করবেন না? সে চুপ করেই ছিল।
এই পৃথিবীতে আমার কাছে কখনো কোন মানুষের বাহ্যিক সৌন্দয্যকে অসুন্দর লাগেনি, প্রত্যেক মানুষই তার জায়গা থেকে সর্বোচ্চ সুন্দর। যাক চার, পাঁচ মিনিটের মত মেয়েটি আমার সামনে ছিল। আমাদের জন্য অনেক নাস্তার আয়োজন ছিল, আমি এসব পরিস্থিতিতে বেশিকিছু খেতে পারিনা, কি কারনে জানিনা সেখানে আমি অনেক কিছুই খেয়েছি!
আমরা সেখান থেকে বের হয়ে গেলাম, উদ্দেশ্য পরের মানে আমার পরিচিত মেয়েটিকে দেখতে বের হওয়া। তবে সমস্যা হলো সিডিউল অনুযায়ী আমরা বেশ আগে আগে ওদের বাড়ির দিকে রওয়ানা দিয়ে দিলাম। এদিকে যত এগুচ্ছি আমি তত নার্ভস হচ্ছি! কাছাকাছি এসে দেখলাম শিডিউলেরও ঘন্টাখানেক আগে চলে যাবো আমরা। ড্রাইভারকে বললাম আস্তে আস্তে চালাতে। ওদের বাড়ির সামনে এসে থামালাম, আম্মাকে বললাম এখানে একটু দেরি করি নিই। আম্মা বিরক্ত হয়ে বলল দেরি করার কি দরকার! আসলে মেয়ের বাবা মানে আমার শশুর উনি বিকেল তিনটার পর ঘরে থাকেন না। উনার সম্পর্কে আমি জানি, অনেকটা রাগী মানুষ। আমি চাচ্ছিলাম না উনার মুখোমুখি হই, কি থেকে কি জিজ্ঞেস করে কে জানে।
যাক যত দেরিই করি বুঝলাম শিডিউলের আগেই যেতে হবে। মনে মনে ভাবলাম যাই যা আছে কপালে, উনি তো আর আমাদের ইংরেজি শিক্ষক মাঈনউদ্দিন স্যারের থেকে কড়া না। গাড়ি স্টার্ট দিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছে আর আমার হার্টবিট বাড়ছে। আমরা তাদের বাড়ির দরজায় আসার পর দেখলাম মেয়ের ছোট ভাই দাঁড়িয়ে আছে, আমাদের রিসিভ করে নিয়ে এসেছে ঘরে। ঘরের ভিতর ঢুকেই দেখি ড্রয়িং রুমে মেয়ের বাবা বসে আছে। আমি আরো নার্ভাস হয়ে গেলাম। আমাকে বসতে বললো উনি, বসিয়ে উনি নাম ধাম, ঠিকানা, আমার ব্যবসা সম্পর্কে আরো অনেক কিছু জিজ্ঞেস করলেন, আমি যথাসম্ভব উত্তর দিলাম। এরপর উনার অফিস থেকে একটা ফোন আসলো উনি সেটাই ব্যস্ত হয়ে গেলেন। রুমের বাহিরে গিয়ে কথা বলতে লাগলেন। কিছুটা স্বস্তি পেলাম। আবার ভাবলাম আমাদের থেকে ফোন গুরুত্বপূর্ণ হয়ে গেছে মানে এখানে কিছু হচ্ছে না।
এরই মাঝে অনেক পদের নাস্তা চলে এসেছে, আমি কিছুই খেতে পারলাম না, শুধুমাত্র আঙ্গুর ফল খেলাম কয়েকটা। মেয়েটিকে আমার সামনে আনা হলো, তাকে দেখে আমার নার্ভাসনেসটা অনেকটা কেটে গেলো। প্রথম মেয়েটির মত তাকে নার্ভাস লাগেনি। সে আমার সামনে এসে বসেই একটা হাসি দিয়েছে। মেয়েটির সাথে এর আগে আমার অনেক কথা হয়েছিল আমাদের স্কুলের কয়েকটি প্রোগ্রামে। তবে এবার আমার কোন কথা বের হলো না মুখে। অনেক কষ্টে শুরু করার জন্য নাম জিজ্ঞেস করলাম, সে হেসে দিল আর বললো ভাইয়া আপনি আমার নাম জানেন না? এবার আমিও একটু হেসে দিলাম। যাক আরো অল্প কিছু কথা শেষে আমাদের দেখার পর্ব শেষ হয়ে গেল। মেয়েটি যখন উঠে যাবে তাকে আমি আস্তে করে বললাম নিতু “ভালোবাসি”!
যাইহোক এরপর দুই পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া শুরু হলো। মেয়ের বাবা মানে আমার শশুর উনি অনেক খোঁজ খবর নিলেন আমার সম্পর্কে। এরপর উনি একদিন আমার বন্ধুকে(যে মিডিয়া ছিল) ফোন দিয়ে বললো আলহামদুলিল্লাহ তাদেরকে এগুতে বলো। আর হ্যাঁ, ছেলে আমাকে তার সম্পর্কে যা যা বলেছে আমি খোজ নিয়ে তার ব্যাতিক্রম পাইনি, এটা উনার ভালো লেগেছে। যাক এই খোঁজখবর নিয়েও অনেক মজার ঘটনা ঘটেছে সেটা অন্যসময় বলা যাবে।
এরপর খুব দ্রুত সবকিছু হয়ে গেল। গত আঠারো তারিখে আমি আর নিতু বিবাহ বন্ধনে আবদ্ধ হই। সবার দোয়াপ্রার্থী।
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৪
নূর আলম হিরণ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫০
সামিয়া বলেছেন: আনন্দময় অভিজ্ঞতা, আপনাদের জীবন সুন্দর ও সুখের হোক।
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৫
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনিও।
৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ব্লগে থেকে ব্লগ পড়ে শেষ পর্যন্ত অন্ধকারে ঝাপ দিলেন।
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৭
নূর আলম হিরণ বলেছেন: অন্ধকার যেন আলোয় ভরে যায় সে দোয়া করবেন।
৪| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৪
এমেরিকা বলেছেন: এটি আপনার প্রথম বিয়ে? পরের বিয়েটি কবে করার ইচ্ছা?
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৯
নূর আলম হিরণ বলেছেন: সেদিকে যেন না যেতে হয়, দোয়া রাখবেন
৫| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৭
ইসিয়াক বলেছেন: অভিনন্দন।
দোয়া রইলো।
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৯
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ কবি।
৬| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৩
শহুরে আগন্তুক বলেছেন: একদিনে দুই পাত্রী দর্শন!
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪০
নূর আলম হিরণ বলেছেন: হাতে সময় খুব কম সময় ছিল, পাত্রী দেখেই পরের দিন আবার কর্মক্ষেত্রে চলে আসতে হয়েছে।
৭| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া করছি-----------
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪১
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
৮| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৫
সাহাদাত উদরাজী বলেছেন: আনন্দে কাটুক সময়!
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪২
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ ভাই।
৯| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন হিরণ ভাই। বিয়ের পর সুস্থ আছেন জেনে আনন্দিত। অনেকেই ধকল নিতে পারে না অসুস্থ হয়ে যায়।
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৩
নূর আলম হিরণ বলেছেন: হাহাহা, ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা।
১০| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। সুখী হন।
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৩
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।
১১| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সুখে রাখুন
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৪
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপু।
১২| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪১
মনির হোসেন মমি বলেছেন: প্রথম বিয়ে;
অভিনন্দন ও শুভ কামনা রইল।
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৪
নূর আলম হিরণ বলেছেন: ভালোবাসা নিবেন। ধন্যবাদ।
১৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: গ্রেট।
এখন সুখে শান্তিতে থাকুন। আপনাদের জীবিওন হোক আনন্দময়।
একটা কথা সব সময় মনে রাখবেন। সংসার জীবনের 'ছাড়' দেওয়ার মানসিকতা থাকতে হবে। সংসার জীবনে যত ছাড় দিবেন তত সংসারে আনন্দ আসবে।
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৫
নূর আলম হিরণ বলেছেন: মনে থাকবে রাজীব ভাই।
১৪| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪০
চাঁদগাজী বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা, আপনারা শুখী হোন।
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৫
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজি আপনাকে।
১৫| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনার পক্ষ থেকে ভালোই একটা বেকুবী হয়েছে; পরিচিত মেয়েকে আগে দেখার ব্যবস্হা করার দরকার ছিলো।
২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৬
নূর আলম হিরণ বলেছেন: শিডিউল মিলেনি। প্রথম মেয়েটিকে দেখার ইচ্ছে ছিল না, আমার কাকীর রিকোয়েস্ট এ গিয়েছিলাম।
১৬| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৪
মুরাদ বেগ বলেছেন: ভাইয়া হয়ে গেলো স্বামী!
অভিনন্দন আপনাকে হিরন ভাই আপনার সংসার জীবন সুখী হোক।
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৭
নূর আলম হিরণ বলেছেন: আমার বউ আজও আমায় ভাইয়া বলতেছে। সে এক সপ্তাহ সময় চেয়েছে এটা বলা বন্ধ করার জন্য।
১৭| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৬
নতুন নকিব বলেছেন:
হায় হায়, এটা কি শোনালেন! এত দিন আপনি অবিবাহিত ছিলেন!
যাক, আলহামদুলিল্লাহ, শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।
মাইনুদ্দিন স্যারের চেয়ে শশুর মহোদয় নিশ্চয়ই অধিক কড়া নন, প্রমাণিত হল?
কনে দেখার আনুষ্ঠানিকতা শেষে 'চুপিচুপি বলা কথাটা' কিন্তু শেষমেষ আর গোপন রইল না। নিজের অজান্তেই ফাঁস করলেন কি না কে জানে।
১৮ তারিখটা আপনার মানে, আপনাদের দু'জনের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে থেকে যাবে।
নতুন জীবন সুখের হোক, সফলতা এসে পদচুম্বন করুক আপনাদের দাম্পত্য জীবনে। ফি আমানিল্লাহ।
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৭
নূর আলম হিরণ বলেছেন: শশুর মশাই বিয়ের পর থেকে প্রতিদিন ৪,৫ বার করে ফোন দিচ্ছে। খুব অমায়িক কথাবার্তা। যেমনটি আগে থেকে উনাকে জানতাম তার সাথে অনেক অমিল।
নিতুকে আমি পছন্দ করতাম অনেক আগ থেকেই, ওকে বলেছিলামও ওর একটাই কথা ছিল বাবা রাজি হলে আমিও রাজি।
১৮| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৩
শায়মা বলেছেন: ভেরি নাাইস লাইফ স্টোরী.....
প্রথম মেয়েটাকে ফোন করে বলো ঘটনার পিছের ঘটনাটা বা এই লেখার লিঙ্ক দাও ভাইয়া .....
মেয়েটাকে দাওয়াৎও দিতে পারতে..... ষোল কলার এক কলা কিন্তু বাকী রয়ে গেলো.... হা হা
যদিও এখনকার মেয়েরা স্মার্ট।
তোমাকেও তার পছন্দ হয়নি মনে হচ্ছে হা হা হা
ভাইয়া অনেক ভালো থাকো। নতুন ভাবী আর তোমার জন্য অনেক ভালোবাসা .....
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৮
নূর আলম হিরণ বলেছেন: মেয়েটার আমাকে পছন্দ হয়েছে কিনা জানা হলো না। তবে তাদের ফ্যামিলি থেকে আমাদের মতামত জানতে চেয়েছিল।
ধন্যবাদ আপু তোমাকেও।
১৯| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৯
নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৯
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।
২০| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩১
রানার ব্লগ বলেছেন: প্রত্যেকটা বিয়েই এক এক টা টিভি সিরিয়াল !!!
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৯
নূর আলম হিরণ বলেছেন: যথার্থ বলেছেন।
২১| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৯
উলডুমা কেরামত বলেছেন: অভিনন্দন।
উপদেশ একটাই- "স্ত্রীকে সবসময় হ্যাঁ বলুন"।
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২০
নূর আলম হিরণ বলেছেন: হাহাহা, হুম এই ট্রিক্সটা পুরনো এবং বেশ কার্যকর।
২২| ২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
বিয়ের সংবাদ জেনে খুব ভালো লাগলো। আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২১
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ ঠাকুরমাহমুদ আপনাকে।
২৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো একটা কাজ সমাধা করেছেন। চাকরিজীবীদের মেডিকেল নিয়ে বিয়ে করাটা একপ্রকার আবশ্যিক হয়ে গেছে। আপনি সেখানে সুস্থ আছেন জেনে অবাক হলাম। যাইহোক এমন হাসিখুশি প্রানবন্ত হয়ে বাকি জীবনটা উপভোগ করুন কামনা করি।
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২২
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে। দোয়া রাখবেন।
২৪| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন
আগে ছিলেন জীবিত
এখন হলেন বিবাহিত হা হা হা
সূখী হোক দাম্পত্য জীবন। সু-সন্তানে ভরুত গৃহকোণ
চুপি চুপি বলা কথাটা যেন জীবনের শেষ ক্ষনেও বলার প্রেমানুভব অটুট থাকে-
সেই শুভকামনা
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৩
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ ভাই।
২৫| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: আপনাদের একটা ছবি দেখতে ইচ্ছা করছে।
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৮
নূর আলম হিরণ বলেছেন: আপনার ইমেইল এড্রেস দিয়েন।
২৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
অভিনন্দন রইল ।
সূখী হোক দাম্পত্য জীবন।
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৮
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে। দোয়া রাখবেন।
২৭| ২২ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:২৯
সোহানী বলেছেন: আপনার বিয়ের খুশিতে কাভা ভাই ফেসবুকে পোস্ট দিলো। সেটা দেখেই অভিনন্দন জানাতে আসলাম। অভিনন্দন।
যেহেতু এ ব্যাপারে দীর্ঘদিনের অভিজ্ঞতা তাই বলছি একটি মেয়ে এতো বছরের শিকড় ছেড়ে নতুনভাবে বাঁচবে নতুন পরিবেশে সেটা অবশ্যই মনে রাখবেন। তার স্যাক্রিফাইসটা যদি মনে রাখেন দেখবেন অনেক কিছুর সমাধান হয়ে যাবে। ভালো থাকুন।
২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য। আপনার পরামর্শ মনে রাখবো।
২৮| ২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কয়েকদিন ধরে খুব নাটক দেখছিলাম ইউটিউবে, সেই নাটক আমার স্বপ্নেও আছর করেছিল। পোস্ট পড়তে পড়তে মনে হচ্ছিল- নাটক না, হুমায়ূন আহমেদের কোনো রোমান্টিক গল্প পড়ছি। 'ভাইয়া, আপনি কি আমার নাম জানেন না?' এখানে এসে তো রোমান্টিকতা চূড়ান্ত রূপ পেল। বুঝতে পারছিলাম না- সত্য বিবাহের ইতিহাস পড়ছি, নাকি গল্প
অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা। আপনাকে বিশেষ অভিনন্দন 'ম্যারিড ক্লাবে' যোগ দেয়ার জন্য।
সবাই সুখে থাকুন চিরকাল।
২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬
নূর আলম হিরণ বলেছেন: মন্তব্য এবং শুভকামনা জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র ব্লগার।
২৯| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭
মিরোরডডল বলেছেন:
অভিনন্দন পরে, আগে দুটো বকা দিয়ে নেই
হিরণ যদি জানেই যে সেকেন্ড কনেকেই পছন্দ তাহলে কেনো শুধু শুধু প্রথম মেয়েটাকে দেখতে গেলো ! একটা মেয়ে বা তার পরিবার যখন কনে দেখায় তখন তাদের মাঝে কিছু সময়ের জন্যও একটা হোপ তৈরি হয় , কেমন হবে কি হবে এটা সেটা আরও কতো কি ! আয়োজন করতেও কতো ঝামেলা হয় । তারা অবশ্যই চায় মেয়েটাকে ভালো লাগবে পছন্দ করুক । no one want to be rejected.
নিতুকে যেখানে বলছে ভালোবাসি তারমানে মনের মধ্যেই নিতুই ছিলো । কারো রিকোয়েস্ট রাখতে হলেও এভাবে যাওয়া ঠিক হয়নি যেহেতু হিরণ জানতো যে এখানে সে হ্যাঁ বলবে না । এটা হয়ে গেছে জেনেশুনেই ফর নো রিজন একজনকে অকারনে হার্ট করা । আই’ম স্যরি হিরণ কথাগুলো বলেই ফেললাম ।
Saying all these I want to congratulate you & your wife and wish you all the very best. যেমন রোম্যান্টিক করে শুরু হয়েছে, বাকি জীবন যেনো ঠিক এরকমভাবেই হাসি আনন্দে খুনসুটিতে কেটে যায় । অনেক অভিনন্দন !
২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৬
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে। তবে মেয়ে দেখতে গেলে এমন অনেক মেয়েই দেখতে হয়। আমি হয়তো দুই জায়গায় দেখে এক জায়গায় হয়ে গেছে। অনেকের আবার বহু জায়গা দেখেও মিলাতে পারেনা। নিতুকে আমার পছন্দ হবে জানতাম কিন্তু ফ্যামিলি থেকে পছন্দ করবে কিনা, আমার এবং ওদের ফ্যামেলিও সেটা নিয়ে কনফিউশনে ছিলাম। দুইজনের ফ্যামিলি রাজি না হলে তো আর হতো না।
৩০| ২৩ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৩৩
মোড়ল সাহেব বলেছেন: শুভ কামনা রইলো দাদা
২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৬
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ দাদা।
৩১| ২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৩
ইসমাঈল আযহার বলেছেন: বাসায় যখন সবাই একজায়গায় হয় আমি শুধু বিয়ের কথা টেনে তুলি। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করে না। খুব কষ্ট হয়।
শুভকামনা রইল
৩২| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অভিনন্দন ।
৩৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৩
শোভন শামস বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৫
অজ্ঞাতকুলশীল বলেছেন: আলহামদুলিল্লাহ,
শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।