নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রধানমন্ত্রীর জন্য মন্তব্যের ঘরে একটি প্রশ্ন রেখে যান।

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১২


আমাদের প্রধানমন্ত্রী আজ বিকেলে ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন। উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন। উনাকে কি ধরনের প্রশ্ন করা হবে সংবাদ সম্মেলনে তা মোটামুটি আগেই রেডি থাকে। আজকে মূলত জলবায়ু সম্মেলন, প্যারিস ও লন্ডন সফর নিয়ে উনি প্রশ্ন শুনবেন এবং উত্তর দিবেন।
আপনি যদি সেখানে উপস্থিত থাকতেন তাহলে কি জানতে চাইতেন উনার কাছে?
আপনি চাইলে উনাকে এই সম্পর্কিত প্রশ্ন বা অন্য যেকোন প্রশ্ন এখানে কমেন্ট করতে পারেন।
উত্তর দিয়ে নয় অনেক ক্ষেত্রে প্রশ্ন করা নিয়েও অনেকের বুদ্ধিমত্তা প্রকাশ পায়। আশাকরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার জানতে চাওয়া প্রশ্নটি এখানে রেখে যাবেন।

মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: জলবায়ু বিষয়ে আমাদের জন্য কি সুসংবাদ আছে?

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৮

নূর আলম হিরণ বলেছেন: উনি যা বলেছেন সবই সুসংবাদ। জলবায়ু থেকে উনি খালেদা জিয়া আর স্থানীয় নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন।

২| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৫

গফুর মিয়া১৯১ বলেছেন: বাংলায় পলিথিন এর ব্যবহার নিষিদ্ধ কিন্তু ঢাকা শহরে তাতে সয়লাব................।। সরকার তার ব্যভার কঠোর করলেই সব জনগণের তাতে অভ্যস্ত হয়ে যাবে যেভাবে অভ্যস্ত হয়ে পরছে তেলের দাম বাড়াতে

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৯

নূর আলম হিরণ বলেছেন: ভালো প্রশ্ন। উনি কিছুটা বলে এরপর হয়তো বিএনপি জামাতের আমলে পলিথিন আরো বেশি ব্যবহার হতো এসব বলতো।

৩| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: হিরণ ভাই, মনে ত অনেক প্রশ্নই আছে এবং আসে তবে জিজ্ঞাসা করার সুযোগ নাই । কেন নাই ?

এর জবাব আপনি দ্বিতীয় লাইনেই দিয়ে দিয়েছেন।

প্রশ্নদাতা-প্রশ্ন-উত্তর সব কিছুরই আগে থেকে মূল দলিল (তালিকা) তৈরী থাকে। এই দলিলের বাইরে কিছু করার সুযোগ নাই আর যদিও কেউ ভূল করে এর বাইরে গিয়ে কেউ কিছু বলেই ফেলে তাহলে এর ফলাফল কি হতে পারে তা মাথায় রেখে প্রশ্ন করার ইচছা মাটিচাপা দেয়া উচিত।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪০

নূর আলম হিরণ বলেছেন: ঠিকই বলেছেন। আমাদের বলার সুযোগ নেই। ব্লগারদের কথা শুনলে উনার উপকার হতো।

৪| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৫

রানার ব্লগ বলেছেন: আমার দুইটা প্রশ একতা প্রাসংগিক অন্যটা অপ্রাসঙ্গিক !!

০১ । জলবায়ু বিষয়ে আমরা কি অন্যদের উপর মুখপেক্ষি না থেকে নিজেরাই জলবায়ু সম্পর্কিত গ্যাপ গুলো পুরন করতে পারি না ? বনায়ন ও বনভুমি সংরক্ষন ও পরিবর্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে কি কি উদ্যোগ নিয়েছেন?

০২ । আপনি আপনার দলের সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যক্রম, ছিনতাই, রাহাজানী, খুন, চাদাবাজী, লুন্ঠন, অন্যের জমি ও সম্পদ দখল বন্ধ করতে কি কি উদ্যোগ নিবেন এবং তা কতো জলদি ? আমরা অতিষ্ঠ !!!!

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪১

নূর আলম হিরণ বলেছেন: দ্বিতীয় প্রশ্নটি আসলেই উনাকে জোরালো ভাবে করা উচিত।

৫| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: আমার প্রশ্নঃ
১। ম্যাডাম আপনার উপর আমার কোন আস্থা নেই। ৯ বছর আগে আপনি বলেছিলেন, একটি শিশুও রাস্তায় থাকবে না। এখনও বহু শিশু রাস্তায় থাকে। তাঁদের লেখাপড়া নেই। তাদের প্রিয় খাবার হচ্ছে ড্যান্ডি। কাজেই জলবায়ু নিয়ে আপনি যা বলবেন তা কথার কথা। মূলত আপনি ভালোবাসেন ক্ষমতা।

২। আপনি অনেক নীতির কথা বলেন। মূলত আপনি নীতিহীণ। আপনার সব লোকজন মিলিয়ন বিলিয়ন টাকার মালিক। প্রায় সকলেরই বিদেশে গাড়ি বাড়ি আছে। কালো টাকার অভাব নেই। আপনি তাদের গ্রেফতার করেন নি। আপনার শুদ্ধিঅভিযান সফল হয়নি।

৩। আজ সংবাদ সম্মেলনে কয়েকজন চাটুকার আপনাকে তেলযুক্ত প্রশ্ন করবে হাত কচলাতে কচলাতে। আপনি ভালোকরেই জানেন বাংলাদেশে কোনো সৎ সাংবাদিক নেই।

৪। বিএনপির কোমর যেমন আপনারা ভেঙ্গে দিয়েছেন। তেমনি দেশের ভালো মানুষদের কোমরও আপনি/আপনারা ভেঙ্গে দিয়েছেন। আজকাল আপনার ভয়ে কেউ সত্য কথা বলে না। সত্য বললেই তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিবেন। অথবা একেবারে গুম করে দিবেন। আপনি এবং আপনার দল বড় ভয়ঙ্কর। আরবের জল্লাদদের চেয়ে আপনার ছাত্রলীগ কম নয়।

৫। ম্যাডাম আপনি কি জানেন, চ্যাংড়া পোলাপান আজকাল ছাত্রলীগ করে? এবং তাদের অনেক ইনকাম। অজপাড়া গায়েও তাঁরা বাইক চালিয়ে ঘুরে বেড়ায়। সারা বাংলাদেশে প্রতিটা সরকারী কলেজ আপনার ছাত্রলীগওলাদের দখলে। কেউ সভাপতি, কেউ সহসভাপতি। তাদের ব্যবসা বেশ ভালো চলছে। হাতের কাছে সিদ্বেশরী কলেজ আছে। সেখানে ছাত্রলীগ সভাপতির রুমটা দেখুন। আত প্রিন্সিপ্যাল এঁর রুমটা দেখুন- তাহলেই বুঝতে পারবেন।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪২

নূর আলম হিরণ বলেছেন: আমার সুযোগ থাকলে আপনার প্রশ্ন গুলো উনার কাছে পৌঁছাতাম। ভালো প্রশ্ন করেছেন তবে আরেকটু মার্জিত ভাষায় করা যেতো।

৬| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:১১

ফুয়াদের বাপ বলেছেন: ১. আমাদের নদীর পানিগুলোকে আগের মতো কিভাবে করা যায়?
২. নদীর পানি দূষনকারী উৎপাদন প্রতিষ্ঠানের ব্যাপারে প্রশাসৈনিক কি ব্যাবস্থা নেবেন অথবা প্রতিষ্ঠানগুলোকে পানি শুধনাগার ব্যাবহারে কিভাবে বাধ্য করবেন।
৩. উন্নত ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় বর্ষায় প্রতিবছর শহরগুলো ডুবে যায় অস্থায়ী বন্যায়। এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা।
৪. মশা নিধনে সফল না হলে মৃত্যুঝুঁকির ডেংগু সহ নানাবিধ রোগ আক্রান্ত হয় প্রতিবছর। এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা।
৫. পারমানবিক বর্জের ভয়াবহতা বিবেচনায় পৃথিবীর বহু দেশ ইতিমধ্যেই সরে আসছে পারমানবিক প্রকল্প থেকে। সেখানে আমাদের মতো দেশে কিভাবে এই বর্জ ব্যাবস্থাপনা সামাল দিবে?

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৪

নূর আলম হিরণ বলেছেন: এগুলোর জন্য নির্দিষ্ট মন্ত্রণালয় আছে এরা এগুলো দেখে না। তারা সঠিক ভাবে কাজ করলে প্রধানমন্ত্রীকে এসবের কৈফিয়ত দেওয়া লাগতো না।ধন্যবাদ ফুয়াদের বাপ।

৭| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৪

চাঁদগাজী বলেছেন:



ঊপকুলের এলাকার মানুষকে লোনা পানি এলাকা থেকে হয়তো সরাতে হবে, তারা যেন আয় করতে পারে, সেই ববস্হা করতে হবে; সেটার জন্য বিনিয়োগ করতে হবে; আপনি কি আজ থেকে বিনিয়োগ করতে চান, নাকি ১০০ বিলিয়ন ডলারের 'জলবায়ু ফান্ড' থাকে ডলার পাবার পর বিনিয়োগ করবেন?

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৬

নূর আলম হিরণ বলেছেন: বরাবরের মত ভালোই প্রশ্ন রেখেছেন। উনার জন্য খুবই কঠিন প্রশ্ন হতো এটি। তবে উনি মনগড়া কিছু একটা বলে দিতেন।

৮| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনি সংবাদ সন্মেলনটা খুলনায়, কিংবা বরিশালে করলে কেমন হতো?

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৭

নূর আলম হিরণ বলেছেন: এই প্রশ্নটিকে উনি হয়তো রসিকতা হিসেবে নিতেন। উদ্দেশ্য বুজলে অন্য উত্তর দিতেন।

৯| ১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৩

জুল ভার্ন বলেছেন: যেহেতু উত্তর শোনার ইচ্ছা নাই সেহেতু আমি কোনো প্রশ্নই করতাম না।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৯

নূর আলম হিরণ বলেছেন: উনার থেকে উত্তর পাওয়ার দরকার আছে। উনার উত্তরের দাম আছে তবে উনি গৎবাঁধা উত্তর দেন বেশিরভাগ সময়।

১০| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রশ্নের উত্তর দিতে পারবেন না। চাটুকারদের প্রশ্নের উত্তর দিতে পারবেন।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৫

নূর আলম হিরণ বলেছেন: উনার উত্তর দিতে সহজ হবে এবং ভাবতে হবে না এমন প্রশ্নই উনাকে করা হয়।

১১| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার কোন প্রশ্ন নাই।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৬

নূর আলম হিরণ বলেছেন: প্রতিটি নাগরিকই প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন থাকার কথা। :(

১২| ১৮ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একটিই প্রশ্ন:
দুর্নীতি ও সমাজে বৈষম্য কমিয়ে আনতে পারবেন কি ?

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৫৩

নূর আলম হিরণ বলেছেন: উনি হয়তো বলবেন আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ছিলাম, আছি, থাকবো। :)

১৩| ১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩১

শাহ আজিজ বলেছেন: ইউ পি নির্বাচন নিয়ে মাথা ফাটাফাটি প্রমান করে দিল লীগ এখন বহু খণ্ডে বিভক্ত , প্রমান করুন এটা সত্যি নয় ।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৯

নূর আলম হিরণ বলেছেন: যথারীতি অনুপ্রবেশকারীর ঘাড়ে দোষ চাপবেন।

১৪| ১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: মজার একটা পোষ্ট ভালোলাগলো পোস্ট ও কমেন্ট... মজার একটা পোষ্ট ভালোলাগলো পোস্ট ও কমেন্ট... অনেক কথা হলো এবার একটু চা হয়ে যাক।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩০

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ চায়ের জন্য।

১৫| ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
উনি বাংলার শত বছরের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি লাইভ প্রেসকনফারেন্সে সরাসরি জবাব দেন।
এছাড়া সংসদ চলাকালে প্রতি মংগলবার প্রশ্নউত্তর পর্বে যে কোন বিরোধী সদস্য সরাসরি প্রশ্ন করতে পারে, উনি সংগে সংগে লাইভ জবাব দেন, টেকনিকেল প্রশ্ন আসলে নোটিস দিয়ে জেনে নিয়ে পরে সপ্তাহে জবাব দেন।
এটাও বাংলাদেশে অন্য কোন রাষ্ট্রপ্রধান করত না।
অনেকে তেলিং করা প্রশ্ন করে শত্য। তবে বহুবার অনেকেই বিব্রতকর প্রশ্ন করেছে। উনি চেষ্টা করেন জবাব দিতে।
বিদেশী বিমানবন্দরেও সাংবাদিকরা ঘিরে ধরে। তখনো ওদের কে বিব্রতকর প্রশ্ন করার সুযোগ দেন।
উনি বিবিসি আলজাজিরা ভয়েস অব আমেরিকা সিএনেন সহ অনেক মাধমে লাইভ সাক্ষাৎকার দিয়েছেন।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৫

নূর আলম হিরণ বলেছেন: উনি উনার পছন্দসই সাংবাদিকদের প্রশ্ন করার জন্য বেশি পিক করেন। প্রশ্নের উত্তরে উনি সেদিকে জামাত বিএনপি নিয়ে আসবেন। উনার চেয়ে উনার বাবা আরো বেশি সুযোগ ও স্বাধীনতা দিতেন সাংবাদিকদের।

১৬| ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭

সাাজ্জাাদ বলেছেন: জলবায়ু দূষণ প্রতিরোধ আর সংরক্ষনের ব্যাপারে বাংলাদেশের নিজস্ব প্ল্যান কি আর তাতে কি কি পরিকল্পনা আছে?

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৭

নূর আলম হিরণ বলেছেন: ভালো প্রশ্ন করেছেন।

১৭| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২৭

মেহেদি_হাসান. বলেছেন: বাংলাদেশে বেকার সমস্যা কি কখনো দূর হবে না?

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৮

নূর আলম হিরণ বলেছেন: এই প্রশ্ন উনাকে বারবার করার প্রয়োজন।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৯

নূর আলম হিরণ বলেছেন: আর বেকার থাকাকে উনার সরকার আধো সমস্যা মনে করে কিনা সেটাও পপ্রশ্ন রাখা যায় আগে।

১৮| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২৩

জ্যাকেল বলেছেন: যদি নিশ্চয়তা দিতে পারেন এই প্রশ্নগুলা উনার কাছে যাইবে, তাহা হইলে একটা প্রশ্ন করার ছিল।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৪১

নূর আলম হিরণ বলেছেন: উনার কাছে যাওয়ার সম্ভাবনা নেই, তবে আমি ব্লগারদের প্রশ্ন করা আর উনার সামনে থাকা সাংবাদিকদের প্রশ্নের সাথে পার্থক্য বুঝার চেষ্টা করছি।

১৯| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:


দেশে থাকলে আমি যেতাম

১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩০

নূর আলম হিরণ বলেছেন: উনার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাওয়া কঠিন। আপনি গেলে ভালো হতো।

২০| ১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

মিরোরডডল বলেছেন:

দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই । আমরা কি দেখে যেতে পারবো ?

২১| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১০

সোহানী বলেছেন: প্রশ্ন রেখে লাভ নেই কারন উত্তর পাবো না।

কিন্তু জলবায়ু নিয়ে আমার একটু ভাবনা বলি। কারন উন্নত বিশ্বে থাকি বলে এদের টোনটা বুঝি।

জলবায়ুর পরিবর্তনের প্রধান ভিক্টিম আমরা। এবং বড় বড় মাথাওয়ালারা যেমনই হোক টাকা দিতে রাজি আছে। কিন্তু কাকে দিবে, কিভাবে দিবে তা এখনো তেমন নির্ধারন হয়নি। এ সুযোগ আমরা কাজে লাগাতে পারি। আমরা যদি প্রচুর হাউকাউ করি তাহলে তারা দিবে। কিন্তু এপর্যন্ত আমাদের হাউকাউ কেউ শুনে নাই..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.