নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা দেশে হাতেমতাই, হাজী মোহাম্মদ মহসিনের সংখ্যা বৃদ্ধি করছেন।

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৬


চাঁদগাজীকে মিস করছি।
হাজী মোহাম্মদ মহসিন কিংবা দানবীর হাতেম তাই এর নাম মোটামুটি সব বাঙ্গালীই শুনে থাকবেন। উনারা বড় হৃদয়ের মানুষ ছিলেন। নিজের পকেটের টাকা খরচ করে মানুষের উপকার করেছেন। আমাদের দেশে এখন কি পরিমান হাতেম তাই, হাজী মোহাম্মদ মহসিন আছে তা জানা সম্ভব নয়। তবে এবারের ইউপি নির্বাচনের কারনে একটা ধারণা পাওয়া যাচ্ছে, দেশে হাতেম তাইয়ের সংখ্যা নেয়াৎ কম নয়! নিজের ঘাটের টাকা খরচ করে আমাদের উপকার করার জন্য উঠে পড়ে লেগেছে তারা!

একজন ইউপি চেয়ারম্যান, মেম্বার নির্বাচন করার জন্য, তার ভোটারদের সেবা দেওয়ার জন্য কোটি টাকা পর্যন্ত খরচ করে ফেলছে! এদেরকে হাতেমতাই বলবেন না তো কাদের বলবেন? নির্বাচনে জয়ী হলে এরা পাঁচ বছরে বেতন বাবদ সাত-আট লাখ টাকা পাবে। এই সাত-আট লাখ টাকার জন্য তারা কোটি টাকা খরচ করে ফেলছে! দেখছেন আপনাদের সেবা দেওয়ার জন্য তারা নিজের পকেটের কাঁচা টাকা কিভাবে খরচ করছে! আপনি তাদের সেবার না নিতে চাইলেও তারা জোর করে আপনার সেবা করবে।

এসব স্থানীয় সরকার নির্বাচন গুলিতে আগে এত টাকা খরচ করা লাগত না। আমাদের শেখ হাসিনা সরকার ব্যালট পেপারে নৌকা, ধানের শীষ ছাপানোর সিদ্ধান্ত নেওয়ার পরেই এসব নির্বাচনের ব্যয় দশ গুণ বেড়ে গেছে!
যাই হোক আমাদের এলাকায় এবার নৌকা আনার জন্য একজন এক কোটি টাকা খরচ করেছে। আবার সেই নৌকাকে ডুবিয়ে আমাদের সেবা করার জন্য আরেকজন দেড় কোটি টাকা খরচ করেছে। কি সৌভাগ্য আমাদের! এত দাম দিয়ে আমাদের সেবা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। যাক শেষমেষ নৌকা ডুবে গিয়েছে এখন দেখার বিষয কি কি দামী সেবা আমাদের জন্য অপেক্ষা করছে!

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৪

কালো যাদুকর বলেছেন: প্রতিবাদের ভাষা আজ নেই। সমলোচনা ও অনুপস্থিত ৷ কেমন যেন এক পানসে পরিবেশ৷
আমাদের দেশের রাজনৈতিক অবস্থার মত ? হয়তো বা ৷ হু কেয়ারস ৷

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৩

নূর আলম হিরণ বলেছেন: সঠিক। লবন ছাড়া তরকারির মত।

২| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৯

জগতারন বলেছেন:
চাঁদগাজীকে মিস করছি।

সহমত !

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৫

নূর আলম হিরণ বলেছেন: উনার ব্লগিং সবাইকে সাহায্য না করলেও উনার উপস্থিতি ব্লগকে প্রাণবন্ত রাখতো।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৬

খায়রুল আহসান বলেছেন: স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর, ইউপি নির্বাচনেও এত কোটি টাকার ছড়াছড়ি! তাহলে জাতীয় সংসদ নির্বাচনে কি হবে, তা ভাবতে গেলে কল্পনাকেও হার মানতে হয়।

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৭

নূর আলম হিরণ বলেছেন: পার্টির ফান্ড মোটাতাজা করার জন্য এই উদ্যোগ। সমস্যা হচ্ছে পার্টির ফান্ড এর সাথে সাথে প্রশাসনের লোকজনও মোটাতাজা হচ্ছে।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৫

রানার ব্লগ বলেছেন: সমালোচনা সহ্য করার ক্ষমতা যাদের নাই তাদের ব্লগিং ছেড়ে ঘর সংসারে মন দেয়া উচিত, অবশ্য ওখানে আরো বিশাল সমালোচনার মধ্যে পরে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে বনে চলে যান।

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২০

নূর আলম হিরণ বলেছেন: পোস্ট মোস্ট অনেক বেশি আসছে কয়েকজনের থেকে আজকাল, এসব পোস্ট গুলো দিয়ে বায়োগ্যাস বানানো যাবে।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: স্থানীয় সরকারের সর্ব নিম্ন স্তরগুলোর নির্বাচন পক্রিয়ায় প্রকাশ্যে টাকার উড়াউড়ি দেশের জন্য মারাত্মক খারাপ পরিস্থিতি তৈরির অগ্রিম সতর্কবার্তা ছাড়া কিছুই না।

একটি দেশের এমন নিম্ন পর্যায়ের জনপ্রতিনিধি নির্বাচনের জন্নয যদি প্রার্থী এমন টাকা ব্যায় করে তবে সহজেই বুঝে আসে সে দেশের উন্নয়নের স্পিডের মাত্রা। এই নির্বাচিত প্রতিনিধিরা জনগণের টাকা থেকে নিজেদের খরচ হওয়া কোটিকোটি টাকা উসুল পরবর্তী নিজেদের অর্থের বিপুল বাহার যে বসাবে তা তো একেবারেই পরিস্কার। অথচ এটা সর্বমহলে প্রকাশিত হওয়ার পরেও প্রশাসন এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চুপ। আমাদেরকে বুঝতে হবে, একটি নোটিশ পাঠের মাধ্যমে কখনো এই দেশে অবৈধ কার্যকলাপ বন্ধ করা সম্ভব না।

একদিকে আমাদের ছেলে-মেয়েরা শিক্ষিত হচ্ছে, অন্যদিকে দেশের মূল নিয়ন্ত্রণ ক্ষমতা চলে যাচ্ছে অসাধু কিছু অর্থলোভীদের হাতে। এখন এর সমাধান কি কেউ বলতে পারবেন?
আমরা কখন এই চক্র থেকে বেরিয়ে আসতে পারবো বলে মনে করেন? আদৌও কী আমরা বেরিয়ে আসতে পারবো?

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২২

নূর আলম হিরণ বলেছেন: সঠিক বলেছেন। এই চক্র থেকে বেরিয়ে আসা কঠিন তবে অসম্ভব নয়।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১২

জুল ভার্ন বলেছেন: স্থানীয় সরকার নির্বাচল দলীয় মোড়কে করার জন্যই এমন নৈরাজ্য!

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৬

নূর আলম হিরণ বলেছেন: আওয়ামী লীগ সম্ভবত এভাবে বেকার সমস্যার সমাধান করতে চাচ্ছে।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি দেখেই মনে করেছিলাম চাঁদগাজী বুঝি ফিরলেন। পরে ভুল ভাঙ্গলো। রাজীব নুর ও টুপি পরেছে বুঝা যাচ্ছে।

০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৪

নূর আলম হিরণ বলেছেন: চাঁদগাজী ফিরার সম্ভবনার কথা ব্লগ মডারেটর বলতে পারবেন। উনি ফিরে আসলে ভালো হয়। রাজীব নুরের ব্যাপারটা বুঝলাম না।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজনীতি এখন খুব লাভজনক ব্যবসা। জিততে পারলেই হাজার হাজার কোটি।

০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৬

নূর আলম হিরণ বলেছেন: জিতার আগেই অনেক টাকা খরচ করে ফেলে সেগুলো জিতার পরে উঠানোর চিন্তায় কাজে মন বসে না।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: বিএনপি-জামাত ভোটের মাঠে নেই । জাতীয় পার্টি এবং বাসদ টিকে আছে সরকারের দয়ায় তবে তারাও নেই স্থানীয় সরকার নির্বাচনে । নিরপেক্ষ ভোট হলে বাসদ শতভাগ জামানত হারাবে , জাতীয় পার্টি বিএনপির বর্তমান আসনের সমান বা কিছু কম বেশী পেতে পারে তবে দেশের প্রধান বিরোধী দল হওয়ার কথা তারা স্বপ্নে ও ভাবতে পারবেনা ।

কাজেই , সরকার দলীয় টিকেট পাওয়া মানে নব্য হাতেমতাঈ দের দেশের-জনসেবা করে পূন্য কামানোর সুযোগ। যার ফলে তারা পেতে পারেন দুনিয়ায় :P নিজের কল্যাণের সাথে সাথে পরলোকে যাওয়ার পরও তার উত্তরসূরীদের জন্য অসীম সম্পদের সাথে সাথে সীমাহীণ সম্ভাবনা রেখে যাওয়ার সুযোগ।

কাজেই এরকম সুযোগ কেই বা হারাতে চায় বলেন ভাই ?

০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৬

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনার আওমীলীগ সব হযবরল করে ফেলছে।

১০| ০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৬

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলেই একটা দুঃখজনক ঘটনা এভাবেই জনগণ ধ্বংস মিলমহাবত শেষ আর কি হবে জানি না ভাবতে ভয় লাগে-----

০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৭

নূর আলম হিরণ বলেছেন: জনগণের ভয় পাওয়াই এখন রাজনীতিবিদদের প্রধান পুঁজি।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫০

জ্যাকেল বলেছেন: হুম, যেই সন্দেহ করেছিলাম তাহা অমূলক নহে।

০৯ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫১

নূর আলম হিরণ বলেছেন: আপনি অহেতুক ব্লগে বিশৃঙ্খলা বাড়াচ্ছেন।

১২| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:১৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: টাকা পয়সা কোনো ব্যাপার না , সন্মানটাই আসল ,নামের পেছনে মেম্বার মেয়র চিয়ার্মেন টাইটেল !
এইগুলারে দেখলেই মনে হয় পাপী দেখতেছি শয়তান দেখতেছি ।

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৭

নূর আলম হিরণ বলেছেন: কিছু মানুষ আছে টাকা খরচ করার জায়গা না পেয়ে এমন টাইটেল পাওয়ার জন্য খরচ করে। এরা রাজনীতি না বুঝে জনগণের ক্ষতি করে।

১৩| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবি দেখে ভাবছিলাম ব্লগার চাঁদগাজী ফিরে এসেছেন।

১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:১০

নূর আলম হিরণ বলেছেন: উনাকে ফিরিয়ে আনা উচিত। ছবিটি উনার বলতে গেলে ট্রেডমার্ক হয়ে গেছে। উনি ফিরে আসলে এটা এডিট করে দিবো।

১৪| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৮

জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন: আপনি অহেতুক ব্লগে বিশৃঙ্খলা বাড়াচ্ছেন।

আপনি এক বিশৃংখল লোককে ব্লগে আবার আলোচনায় আনার চেস্টা করতেছেন। এটা বিশৃংখলা করার ইচ্ছা। আর আমাকে বলতেছেন? কনফ্লিক্ট হইতেছে কেন?

১২ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৬

নূর আলম হিরণ বলেছেন: উনার ব্লগ ফিরিয়ে আনা হয়েছে। উনি না থাকলে ব্লগে উনার অনুপস্থিতি টের পাওয়া যায়, শূন্যতা তৈরি হয়।

১৫| ১২ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শুণ্য জায়গা প্রকৃতি পছন্দ করে না।

দেশে হাতেম তাই নেই বলেই শূন্যতা পূরণ করা হচ্ছে।

১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৫

নূর আলম হিরণ বলেছেন: আওমীলীগের এসব হাতেমতাই আওমীলীগকে তাদের সমর্থকদের থেকে আলাদা করে দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.