নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

আজকে জুম\'আ নামাজ শেষে আমাদের হুজুরের অভিনব দোয়া।

২৫ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৭


আজ জুম্মার নামাজ শেষে আমাদের মসজিদের ইমাম সাহেব এক অভিনব দোয়া করেন আল্লাহর কাছে। আমি ইতিপূর্বে কোনো দোয়ার সময় আল্লাহর কাছে এ বিষয়ে দোয়া করতে দেখিনি। হুজুরের এমন দোয়ায় আমি খুবই অবাক হই এবং মুনাজাতের ভিতরেই এই পোস্টটি লিখার কথা মাথায় আসে। হুজুর দুনিয়ার সব ভালো ভালো জিনিস উনার এবং আমাদের জন্য চাওয়ার পর বলে উঠলেন “হে পরহোয়ার দিগার আপনি বাংলাদেশের খনিজ সম্পদ বাড়িয়ে দিন, আর নিজেদের খনিজ সম্পদ নিজেদের উত্তলনের সক্ষমতা দান করুন।”
হুজুরের অন্যান্য দোয়ার সাথে সাথে আমি আমিন আমিন না করলেও এই দোয়ার সাথে জোরেই আমিন বললাম।

ব্লগারের মাঝে কেউ এমন দোয়া শুনছেন কিনা কে জানে। তবে এই প্রথম আমি এমন দরকারি দোয়া কোনো হুজুরের দোয়ায় শুনতে পেলাম। সমস্যা হচ্ছে হুজুরের এই দোয়া আল্লাহ কবুল করবে কিনা বলা মুশকিল, তবে আল্লাহর পাশাপাশি এই বিষয়ে আমাদের অনেক কিছুই করার আছে। বাকি বিশ্ব নিশ্চই আল্লাহর কাছে চেয়ে চেয়ে এইসব প্রযুক্তি নিয়ে আসেনি। নিজেদের জ্ঞান বিজ্ঞানের চর্চার মাধ্যমেই তারা এগুলো আয়ত্ত করেছে। হুজুর চেয়েছেন ভালো কথা কিন্তু আমাদের এমপি, মন্ত্রী, নীতিনির্ধারকদের যে মগজ তারা না আবার দেশের খনিজ সম্পদ বৃদ্ধির জন্য দোয়া ও মিলাদ-মাহফিল আয়োজন করে বসে!
আল্লাহর উপর দায়িত্ব দিয়ে নিজেরা অফিসে বসে খোশগল্প শুরু করে দেয়!

মানুষ জ্ঞান-বিজ্ঞান, টেকনোলজিকে প্রাকৃতিক জ্ঞানের মাধ্যমে বারংবার ব্যবহার ও চর্চা করে উন্নতি করে। আর অর্জিত টেকনোলজি দিয়ে জাতির সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করেই জাতিকে এগিয়ে নিয়ে যায়। এই ভিন্ন আর কোনো শর্টকাট নেই। নিজেদের সম্পদ নিজেদের উত্তলনের মাঝে অবশ্যই বড় ধরনের সফলতা তবে এই সফলতা ও সক্ষমতা পেতে হলে আমাদের নীতিনির্ধারকদেরই সঠিক পদক্ষেপ নিতে হবে। নিজেদের বাচ্চাদের এসব প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। খনিজ সম্পদ উত্তলনকারী কোম্পানি গুলোর সাথে এগ্রিমেন্ট করার সময় নিজেদের ইঞ্জিনিয়ারদের সাথে টেকনোলজি বিনিময়ের বিষয়টিকে জোর দিতে হবে। এর বাহিরে আল্লাহর কাছে যত ভাবেই চাওয়া হোক আল্লাহ কবুল করবে বলে মনে হয়না।
যাইহোক আমাদের হুজুর তার শিক্ষা ও সামর্থ্য অনুযায়ী তার যতটুকু করার ক্ষমতা তা করেছেন এই জন্য উনাকে ধন্যবাদ। কিন্তু যারা এসব নিজে কাজ করার কথা তারা যদি হুজুরের মতোই পদক্ষেপ নেয় তাহলে আল্লাহ দোয়া কবুল তো দূরের কথা তাদের উপর বিরক্তই হবেন নিশ্চয়।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৪

জুল ভার্ন বলেছেন: মনে হয় স্বাধীনতা পদকের লোভে পরেছে। =p~

২৫ শে মার্চ, ২০২২ রাত ১১:২২

নূর আলম হিরণ বলেছেন: স্বাধীনতা পদক খুব সহজলভ্য হয়ে যাচ্ছে মনে হচ্ছে।

২| ২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৪

ছদকার ছাগল বলেছেন: হুম।

২৫ শে মার্চ, ২০২২ রাত ১১:২৩

নূর আলম হিরণ বলেছেন: যাক মন্তব্য তো হলো।

৩| ২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:৫০

জগতারন বলেছেন:
দো'আ দিয়ে সব কিছু হয় না।
সেই সাথে যে কর্ম, পরিকল্পনা, নীতি নির্ধারন, শিক্ষা,
ইত্যাদী প্রয়োজন তা মোল্লা হুজুর'রা বুঝলে আম-মুসলমানদের অনেক ভালো হইতো।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ৭:৪৮

নূর আলম হিরণ বলেছেন: সঠিক বলেছেন প্রিয় জগতরন ভাই।

৪| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১০:২৫

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: মসজিদে অসংখ্য মুসল্লীর মাঝে একজন নেক বান্দা অবস্যই আছেন, তার অসিলায় দোয়া কবুল হইলেই চলবে , অত দরবারের প্রয়োজন পড়বে না ।
হুজুরের দোয়ায় ' আমিন ' না বলে ' সহমত ' বললেও পারতেন!

২৬ শে মার্চ, ২০২২ সকাল ৭:৫০

নূর আলম হিরণ বলেছেন: আমিন না বলে সহমত :)

৫| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১২:৩৩

সোবুজ বলেছেন: দোয়া করতে বেশি কিছু জানা লাগে না।টেকনোলজি জানতে অনেক কিছু জানতে হয়।এতো বড় মহা বিশ্ব যে হও বললেই হয়ে গেল তার কাছে এই খনি মনি বাম হাতের খেল।তার কাছেই তো চাইতে হবে।মনে প্রানে চাইলে সোনার পাহার দিয়ে দিতে পারে।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ৭:৫১

নূর আলম হিরণ বলেছেন: তাও অবশ্য ঠিক বলেছেন।

৬| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:

হুজুর খনিজের দিকে নজর দিলো কেন? চিন্তার বিষয়।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ৭:৫৩

নূর আলম হিরণ বলেছেন: হুজুরদের নজর কোন সময় কোন দিকে যায় বলা মুশকিল। তবে এই হুজুর অবশ্য ভালোর জন্যই আল্লার কাছে এমন দোয়া করেছে।

৭| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ৯:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খনিজ সম্পদের প্রতি হুজুরের হঠাৎ আগ্রহের কারণ জানতে চান নি?

২৬ শে মার্চ, ২০২২ সকাল ৯:৩২

নূর আলম হিরণ বলেছেন: একসময় হুজুররা নিজেদের গন্ডির বাহিরে বেশি কিছু জানতো না। এখন অনেকেই নেট, ফেইসবুক চালায় তাই কিছু কিছু দরকারি বিষয় জানতে পারছে সহজে। আর সেটাই হুজুরের দোয়ায় এসেছে।

৮| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৪

সোনাগাজী বলেছেন:


কামাল আতাতুর্ক হুজুরদের দোয়া মোয়া পছন্দ করতেন না; আমাদের শেখ কোনদিন কামালের জীবনী পড়ার সময় পাননি।

২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১২:০১

নূর আলম হিরণ বলেছেন: আমাদের শেখ সাহেব উনার মেয়ে দুইজনেই ব্যালেন্স করে দেশ চালাতে পছন্দ করে।

৯| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: না এরকম শুনি নি।
আধুনিক হুজুর।

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০১

নূর আলম হিরণ বলেছেন: মনে হয় অনেকেই শুনেনি এমন দোয়া।

১০| ২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৫

জিয়াউর রহমান ফয়সাল বলেছেন: আমরা নিজেরা খনিজ সম্পদ উত্তোলন করতে গেলে, চোরের অভাব হবে না। একটা বালিশ উঠাতেই লাগে লাখ খানেক টাকা, আর খনিজ সম্পদ উত্তোলনে তো হাগার হাগার কোটি টাকা এসপার থেকে উসপার হবে।

২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:২২

নূর আলম হিরণ বলেছেন: দুর্নীতি হবে তবুও দেশের টাকা দেশে থাকবে। চায়না, জাপানিজরা, কানাডিয়ানরা বস্তা ভরে ডলার নিয়ে যায় এসব উত্তলন করতে গিয়ে। তবে দুর্নীতি যেন না হয় সেটা দেখভাল করাই সরকারের কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.