নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
আমি তখন ক্লাস অষ্টম থেকে নবমে উঠলাম, ক্লাসের ফার্স্ট বয় সবাই ভাবলো আমি বিজ্ঞান শাখায় যাবো। কিন্তু আমি চলে গেলাম বাণিজ্যিক শাখায়। আমাদের গ্রামের স্কুল গুলোতে বিজ্ঞান শাখায় যাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার মত। বিজ্ঞানের স্যাররাই বলতো বিজ্ঞানে এসে লাভ নেই আর্টসে, কমার্সে যা! তারপরেও কিছু ছেলেমেয়ে বিজ্ঞান শাখায় যেত। তখন আমাদের বিজ্ঞানের একজন শিক্ষক ছিলেন নাম সামাদ স্যার, উনি আমাদের গণিতও পড়াতেন। আমরা প্রায় সবাই উনার কাছে গণিত প্রাইভেট পড়তাম।
সামাদ স্যার বউ নিয়ে স্কুলের পাশে এক বাড়িতে থাকতো। উনার বাড়ি অন্য জেলায়। আমরা যেবার নাইনে উঠি সেবারই উনি উনার বউকে বাড়ি পাঠিয়ে দিলেন। সকাল বেলায় প্রাইভেট পড়তে গেলে প্রায় সময় বউয়ের সাথে উনার ঝগড়া শুনতাম তবে ঝগড়ার বিষয়বস্তু আন্দাজ করতে পারতাম না।
আমাদের সাথে একটা মেয়ে পড়তো নাম সায়মা। সে বলতে গেলে পিছনের ব্যাঞ্চের ছাত্রী কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে বিজ্ঞান শাখায় ভর্তি হয়ে। সায়মা সামাদ স্যারের কাছে বিজ্ঞান বিষয়ের দুই সাবজেক্ট ও সাধারণ গণিত প্রাইভেট পড়তো। প্রায়দিন দেখতাম আমরা প্রাইভেট পড়ে চলে যাওয়ার পরেও সায়মাকে স্যার ধরে রাখতেন। মেয়েটি খুবই চনমনে স্বভাবের ছিল। ক্লাস সিক্স থেকে সে সবসময়ই গণিত আর ইংরেজি ফেল করে পরের ক্লাসে উঠতো তারপরেও তাকে কখনো মনখারাপ অবস্থায় দেখতাম না। মনে হতো সে ফেল করাকে স্বাভাবিক ব্যাপার হিসেবেই নিয়ে নিয়েছে।
কিন্তু ক্লাস নাইন থেকে টেন পর্যন্ত পরীক্ষা গুলোতে সে সাধারণ গণিত ও বিজ্ঞানের সকাল সাবজেক্ট পাস করতো খুব ভালো ভাবেই! আমাদের প্রিটেস্ট পরীক্ষায় সাধারণ গণিতে আমি আর সায়মা ছাড়া সবাই ফেল করলো। আমি পেয়েছিলাম ৩৪! কিন্তু সায়মা ফেলো ৬৪মার্ক! সায়মার এমন রেজাল্টে আমরা অবাক হতাম। কিন্তু দিনদিন সায়মার চনমনে ভাব উদাও হয়ে যেতে লাগলো। এসএসসি পরীক্ষার আগে দিয়ে সে চরম আকারে ডিপ্রেশনে ভুগতে লাগলো।
পরীক্ষার কয়েকদিন আগে সে আমার কাছে এসে বললো আমি পরীক্ষা দিবো না। আমি মশকরা করে বললাম স্কুলের সেরা গণিতবিদ বলছে সে পরীক্ষা দিবে না। আমার হাঁসি না থামতেই সে বললো সামাদ স্যার একটা বেয়াদব, বদমাইশ আমার জীবনটা শেষ করে দিয়েছে। উনাকে আমি জীবনেও ক্ষমা করবো না। এই কথা তুই জীবনেও কাউকে বলবি না বলছি। আমি অনেকক্ষন ভেবে সেদিন কিছুই বুঝতে পারিনি। কিন্তু আজ আমি চোখ বন্ধ করে পরিষ্কার বুঝতে পারছি সায়মার সাথে সে সময় কি হয়েছিল!
আমার নানী খুবই শক্ত প্রকৃতির মেয়ে ছিলেন। নানার বাড়িতে গেলে দেখতাম নানী সারাদিনই এই কাজ সেই কাজ করতেন। আমি যখন ক্লাস ওয়ানে ভর্তি হই তখন আমার নানা মারা যায়। অবশ্য নানা মারা যাওয়ার আগেই আমার মামারা সবাই প্রতিষ্ঠিত হয়ে যায়। সে জন্য নানীর তেমন কোনো সমস্যা হয়নি। তারপরেও নানী ছেলেদের সাথে থাকতেন না, নিজের স্বামীর ভিটেই থাকতেন। ছয় ভাই বোনের মধ্যে আমার আম্মাই সবার ছোট। আমার কাছে মনে হতো নানী বাকি সব মামাতো, খালাতো ভাইবোনদের চেয়ে আমাদের আদর করতেন বেশি। যদিও নানীর মৃত্যুর দিন সবার স্মৃতিচারণে দেখা গেলো সবাই আমাদের মতোই ভাবতো তাদেরকে নানী বেশি আদর করতো! অবাক করা ব্যাপার নানীর ভাইয়ের ছেলেমেয়েরাও এমন ভাবতো। এই নারী কিভাবে সবার মাঝে এমন ধারণা জন্ম দিয়েছেন আজো সেটা আমার কাছে রহস্য মনে হয়।
যাক ঘটনা হলো আমার ক্লাস থ্রি'র বার্ষিক পরীক্ষার পর নানী বাড়ি বেড়াতে গেলাম, সাথে আমার বড় বোন। কয়েকদিন বেড়ানোর পর যেদিন বাড়ি আসবো সেদিন সকালে নাস্তা খেয়ে রওয়ানা দিবো এমন সময় এসে নানী বললো আয় তোরে গোসল করিয়ে দিই। এই বলে আমাকে পুকুরে নিয়ে গিয়ে গোসল করিয়ে দিলো। গোসল শেষে উনার রুমে এনে জামা কাপড় পড়িয়ে মাথায় সরিষার তেল মেখে দিলেন। নানী বাড়ি থেকে কিছুদূর আসার পর দেখলাম মাথা থেকে তেল গড়িয়ে গাল হয়ে ঠোঁটে এসে লাগলো। জিহবায় লাগার পর ওয়াক, ওয়াক করতে লাগলাম! আপা বললো কিরে কি হয়েছে? বললাম নানী মাথায় কাশের সিরাপ লাগিয়ে দিয়েছে! সারা রাস্তায় আপা হাঁসতে হাঁসতে বাড়িতে এসেছে। আর আমি রাগে গজগজ করতে করতে এসেছি।
মেয়েটির নাম স্বপ্না আমাদের বাড়ির মেয়ে। কোনো অভিজাত বা উচ্চ বংশে জন্ম নিলে নায়িকা, বা মডেল হতে পারতো। স্বপ্নার দুর্ভাগ্য সে দিন মুজুর আর মানুষের বাড়ি বাড়ি কাজ করা মা-বাবার ঘরে জন্ম নিয়েছে। শান্তশিষ্ট মেয়ে ছিল, পড়ালেখা একেবারেই করা হয়নি। মায়ের সাথে এই বাড়ি ঐ বাড়ি যেতে যেতে কখন বড় হয়ে গিয়েছে বুজাই যায়নি। বড় বলতে তখনকার সময়ের জন্য আর গরিব ঘরের মেয়ে বলে বড়ই বলছি। ১২ বছর তখন তার, মা বাবা বিয়ে দেয় ময়মনসিংহের এক বয়স্ক ছেলের কাছে। ছেলেটি আমাদের গ্রামে এসে কামলা খাটতো, আর তাদের দূরসম্পর্কের কেমন একটা আত্মীয় হতো।
যাক বিয়ে করে আমাদের বাড়িতেই কয়েক মাস থাকলো। এরপর একদিন হঠাৎ করে স্বপ্নাকে ছেলেটি ময়মনসিংহ নিয়ে যায়। সেই সময় টেলিফোন, মোবাইল এত ছড়াছড়ি ছিলনা। মেয়েকে নিয়ে যাওয়ার পর বলতে গেলে স্বপ্নার বাবা-মা কোন যোগাযোগই করতে পারিনি। যাক এইভাবে তিন চার মাস কেটে গেলো। একদিন ভোরবেলা স্বপ্না বাড়িতে এসে হাজির, সকালবেলা তার মায়ের আহাজারি শুনে আমাদের ঘুম ভাঙ্গে। যে ছেলেটির সাথে স্বপ্নার বিয়ে দিয়েছে ছেলেটির নাকি ময়মনসিংহে আরেকটি সংসার ছিল। স্বপ্না যাওয়ার পর সে সংসারে সমস্যা সৃষ্টি হয়, তারপরও মেয়েটি সব কিছু মুখ বুজে সেখানে সংসার করতে লাগলো। কিন্তু সে গর্ভবতী হওয়ার কারণে সেখানে আর কষ্ট সহ্য করতে পারেনি। এক পর্যায়ে কাউকে কিছু না বলে সেই সুদূর ময়মনসিংহ থেকে আমাদের লক্ষ্মীপুর চলে আসে। শত দুঃখ কষ্ট সহ্য করে নিজের বাবার ঘরেই তার প্রথম সন্তান জন্ম দেয়। সন্তানের যখন ১ মাস বয়স, তখন আরেক দিন সকাল বেলা স্বপ্না আর তার মায়ের চিৎকারে আমাদের ঘুম ভাঙ্গে। গিয়ে দেখলাম তার ছেলেটি মরা পড়ে আছে!
কিভাবে কি হয়েছে জিজ্ঞেস করে জানতে পারি, বাচ্চা ছেলেটির শরীরে খাজুড়ে গুটি(চামড়ার উপরে এক ধরনের চুলকানো গুটি) হয়েছিল। তখন এই রোগের জন্য টেট্রাসল নামের একটা লিকুইড ওষুধ দেওয়া হতো। গরম পানির সাথে হালকা মিশিয়ে দুই তিনদিন গোসল করলে সেরে যেতো। অশিক্ষিত স্বপ্না তার ছেলের সারা শরীরে পানি দিয়ে না মিশিয়ে সরাসরি বাচ্চাটির শরীরে মেখে দিয়েছে রাতে। আর সকালে উঠে দেখে বাচ্চাটি আর নড়াচড়া করছে না! গাঁ থেকে বিকট আকারে টেট্রাসলের গন্ধ বের হচ্ছে!
স্মৃতি থেকে যেসব আজো ভাবায় আমায়(৩)
০২ রা জুন, ২০২২ রাত ১০:৪০
নূর আলম হিরণ বলেছেন: এমন ঘটনা আমাদের সকলের জীবনেই কিছু না কিছু থাকে। ধন্যবাদ প্রিয় ব্লগার।
২| ০২ রা জুন, ২০২২ রাত ১০:৩৭
সোনাগাজী বলেছেন:
স্বপ্নার বিয়ে, বাচ্চা, ইত্যাদি কোন সালের দিকের ঘটনা?
০২ রা জুন, ২০২২ রাত ১০:৩৮
নূর আলম হিরণ বলেছেন: এটা ৯৯ সালের দিকের ঘটনা।
৩| ০২ রা জুন, ২০২২ রাত ১০:৪৭
সোনাগাজী বলেছেন:
৯৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় ছিলো; স্বপ্নার বয়স যখন ৭ ছিলো, তখন বেগম জিয়া ক্ষমতায়; স্বপ্না যখন ৬ বছরের তখন এরশাদ ছিলো ক্ষমতায়। এই ৩ কম-মগজের লোকগুলো যদি স্বপ্নাকে স্কুলে পাঠিয়ে দিতো, মেয়েটার একটা জীবন হতো; এই ৩ কম-মগজের লোকগুলো বাংলাকে শ্মশানে পরিণত করেছে।
০২ রা জুন, ২০২২ রাত ১১:০০
নূর আলম হিরণ বলেছেন: নাগরিকদের মৌলিক অধিকার কাগজে কলমে আছে বাস্তবে সবাই সে অধিকার পায় না।
আপনি যথার্থই বলেছেন, কম মগজধারীরা আমাদের শাসন করে যাচ্ছে।
৪| ০৩ রা জুন, ২০২২ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: আপনার নানীর সাথে আমার নানীর কিছুটা মিল খুঁজে পেলাম।
স্বপ্ন কথার জেনে ভালো লাগলো।
০৩ রা জুন, ২০২২ রাত ১২:২৭
নূর আলম হিরণ বলেছেন: স্বপ্নার জীবনটাই দুঃখে দুঃখে কাটলো।
৫| ০৩ রা জুন, ২০২২ সকাল ৮:৩৭
জগতারন বলেছেন:
স্মৃতি থেকে যেসব আজো ভাবায় আমায়,
আপনার ফেলে আসা দিনের স্মৃতির কথাগুলো আমাকেও ভবায়।
হায়রে আমাদের সমাজ!
হায়রে সার্থপর মানুষ!!
আর তাদের কর্ম কান্ড!!!
আপনার আজকের পোষ্টটিতে লাইক দিলাম
আমার পড়ে খুব ভালো লাগলো।
০৩ রা জুন, ২০২২ সকাল ৯:০০
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ প্রিয় জগতরন ভাই। আপনি বরাবরই মনোযোগী পাঠক।
৬| ০৩ রা জুন, ২০২২ সকাল ৯:১০
শেরজা তপন বলেছেন: প্রথম আর শেষের ঘটনাটা কষ্টের- আর মাঝেরটা বেশ মাজার। আমার নানা-নানী দাদাকে আমি দেখনি, আফসোস হয়
*শেষের দিকে লেখায় তাড়াহুড়োর ছাপ!
০৩ রা জুন, ২০২২ সকাল ৯:১৪
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ শেরজা তপন ভাই। আমি শুধু আমার দাদাকে দেখিনি আসলে উনাকে আমার মাও দেখেনি। শেষের ঘটনাটি লিখতে গিয়ে নিজেরও কষ্ট লাগছিলো হয়তো তাই তাড়াহুড়ো হয়ে গেছে।
৭| ০৩ রা জুন, ২০২২ সকাল ১০:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সপ্নার ঘটনাটা খুবই বেদনাদায়ক। পড়তে পড়তে মনে হচ্ছিল, আমি আমার ছোটো বেলাকার (৭০-এর দশকের) গ্রামীণ সমাজের কোনো ভাগ্যবিড়ম্বিতা সপ্নার কথা পড়ছি। ১৯৯৯-এর ঘটনা!! আমাদের ভাববার আছে কত কিছু- ২০৯৯ সালেও হয়ত এরকম কাহিনি ঘটতে থাকবে।
০৩ রা জুন, ২০২২ দুপুর ১:৪৮
নূর আলম হিরণ বলেছেন: আমাদের মত দেশ গুলো সবসময়ই বাকি আধুনিক বিশ্ব থেকে পিছিয়ে থাকে। মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় গীতিকার, সুরকার ব্লগার।
৮| ০৫ ই মে, ২০২৪ বিকাল ৩:৩৫
আরাফআহনাফ বলেছেন: পাঁচমিশালী গল্প শুনে ভালোই লাগলো।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০২২ রাত ১০:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো পড়তে।