নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্টাইনদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ এখনো সুগম নয়। ★★

২৭ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩৭


দ্বিতীয় রাউন্ডে যেতে হলে এখনো আর্জেন্টিনাকে বেশ কিছু হিসাব-নিকাশের ভিতর দিয়ে যেতে হবে। তবে আবার একটি সহজ হিসাবও আছে, সেটা হচ্ছে পরের ম্যাচ যদি আর্জেন্টিনা পোল্যান্ডের সাথে জিতে যায় তাহলে সরাসরি ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানারআপ হয়ে যাবে সেটা অবশ্য পরের বিষয়। আর যদি হেরে যায় তাহলে সেখানেই মেসিদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাবে। হিসাব নিকাশটা হচ্ছে যদি পোল্যান্ডের সাথে ম্যাচটা ড্র হয়। এক্ষেত্রে অনেকগুলি জটিল হিসেবের ভেতর দিয়ে যেতে হবে তাদের।

প্রথম রাউন্ডে প্রত্যেক গ্রুপের প্রতিটি দলের শেষ খেলাটি শুরু হবে একই সময়ে অর্থাৎ এক্ষেত্রে আর্জেন্টিনা- পোল্যান্ড এবং সৌদি আরব-মেক্সিকো খেলা দুটি শুরু হবে বৃহস্পতিবার রাত ১টায়। যাতে কোন দল আগে থেকে তাদের অবস্থান জেনে খেলার পরিকল্পনা সাজাতে না পারে। আগেই বলেছি আর্জেন্টিনা পোল্যান্ড ম্যাচে যেই জয়লাভ করবে সেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। কিন্তু যদি ম্যাচটি ড্র হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে পোল্যান্ড এর পয়েন্ট সংখ্যা হবে ৫ আর্জেন্টিনার হবে ৪ এবং আর্জেন্টিনাকে অবশ্যই তখন মেক্সিকো- সৌদিআরব ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে। সেখানে কোন অবস্থাতেই সৌদি আরব যেন জয় লাভ না করে সেটার জন্য প্রার্থনা করতে হবে। আর যদি ম্যাচটি ড্র হয় সে ক্ষেত্রে সৌদি আরবের পয়েন্ট ৪ আর্জেন্টিনার পয়েন্ট ৪ ও মেক্সিকোর পয়েন্ট ২ থাকবে। এক্ষেত্রে গোল ব্যবধানে এখন পর্যন্ত আর্জেন্টিনা এগিয়ে আছে। আর্জেন্টিনার গোল পয়েন্ট +১ এবং সৌদি আরবের পয়েন্ট -১।

আর যদি ওই ম্যাচটিতে মেক্সিকো জয়লাভ করে সেক্ষেত্রে মেক্সিকো ও আর্জেন্টিনা সমান ৪ পয়েন্ট থাকবে কিন্তু এখানে দেখার বিষয় মেক্সিকো কত গোল পয়েন্ট নিয়ে জয়লাভ করে। তাদের এখন গোল পয়েন্ট -২ অর্থাৎ তারা যদি সৌদি আরব ম্যাচে জয়লাভ করে অন্তত ৪ গোলের ব্যবধানে তাহলে আর্জেন্টিনা বাদ পড়বে। আর যদি তিন গোল ব্যবধানে জিতে তাহলেও হেড টু হেডে আর্জেন্টিনা এগিয়ে থাকার কারণে কোয়ালিফাই করবে।

দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করার ক্রাইটেরিয়া মোট পাঁচটি।

১. প্রতিটি খেলায় জয়লাভ করার জন্য ৩ পয়েন্ট এবং ড্র করার জন্য ১ পয়েন্ট। এক্ষেত্রে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে।

২. পয়েন্ট তালিকায় একাধিক দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানে যে দল এগিয়ে থাকবে তারা কোয়ালিফাই করবে।

৩. এখানেও যদি দেখা যায় দুই দল বা তিন দলই সমান গোল ব্যবধানে অবস্থান করছে তখন দেখা হবে গোল কোন দল বেশি দিয়েছে এবং তাদেরকে কোয়ালিফাই করা হবে।

৪. এখন দেখা গেল গোল দেওয়ার ক্ষেত্রেও দুই দলই সমান তখন এপ্লাই করা হবে চার নম্বর ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া হচ্ছে হেড টু হেডে কে এগিয়ে আছে সেটা দেখা। এক্ষেত্রে যদি তিন নম্বর ক্রাইটেরিয়ায় দুইয়ের অধিক দলই গোল ব্যবধানে একই অবস্থায় আছে তাহলে ৪নং ক্রাইটেরিয়া প্রযোজ্য হবে না। সর্বশেষ ক্রাইটেরিয়া ৫ নং ক্রাইটেরিয়ায় মীমাংসা হবে।

৫. এই ক্রাইটেরিয়া হলো ফেয়ার প্লে পয়েন্টে কারা এগিয়ে আছে। ফেয়ার প্লে পয়েন্ট নির্ধারিত হয় এইভাবে

•একটি হলুদ কার্ডের জন্য -১ পয়েন্ট।
•দুটি হলুদ কার্ড এবং এরপর লাল কার্ড দেখানো হলে -৩ পয়েন্ট।
•সরাসরি লাল কার্ড দেখানো হলে -৪ পয়েন্ট ।
•একটি হলুদ কার্ড দেখানোর পরেই যদি লাল কার্ড দেখানো হয় তাহলে -৫ পয়েন্ট।
যাইহোক প্রিয় দল আর্জেন্টিনা এত হিসেবে নিকেশের ভিতর দিয়ে যাবে না। পরবর্তী ম্যাচ জয়লাভ করেই দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হবে।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


২য় রাউন্ডে উঠলে ফ্রান্স/অস্ট্রেলিয়া-ডেনমার্ক।

২৭ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২১

নূর আলম হিরণ বলেছেন: দেখা যাক চ্যাম্পিয়ন হয়ে উঠে নাকি রানারআপ হয়ে ।

২| ২৭ শে নভেম্বর, ২০২২ রাত ১০:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোলান্ড-৪,
আর্জেন্টিনা-৩
সউদি আরব-৩
মেক্সিকো-১

এটা আপাতত ডেথ গ্রুপে পরিণত হয়েছে। কারোই পরের রাউন্ডে যাওয়া এখনো নিশ্চিত হয় নি, আবার যে-কোনো দলই পরের রাউন্ডে চলে যেতে পারে।

খেলাধুলায় সবকিছু সহজ হিসাবে যাবে না, যদি যেত তাহলে কোনো টুর্নামেন্টের প্রয়োজন পড়তো না, র‍্যাংকিং অনুযায়ী কাপ দিয়ে দেয়া হতো :)

জটিল হিসাবটাই কল্পনা করুন। পরের ২ ম্যাচে সবচাইতে অপ্রত্যাশিত ঘটনা যদি ঘটে :

পোলান্ড হারিয়ে দিল আর্জেন্টিনাকে। পোলান্ড চলে যাবে ২য় রাউন্ডে
সউদি আরব হারালো মেক্সিকোকে - সউদি আরব ২য় রাউন্ডে

অথবা,

আর্জেন্টিনা হারিয়ে দিল পোলান্ডকে। আর্জেন্টিনা চলে যাবে ২য় রাউন্ডে। পোলান্ডের পয়েন্ট -৪
সউদি আরব হারালো মেক্সিকোকে - সউদি আরব ২য় রাউন্ডে

অথবা,

আর্জেন্টিনা হারিয়ে দিল পোলান্ডকে। আর্জেন্টিনা চলে যাবে ২য় রাউন্ডে। পোলান্ডের পয়েন্ট -৪
মেক্সিকো হারালো সউদি আরবকে -মেক্সিকোর পয়েন্ট হবে ৪। তখন মেক্সিকো আর পোলান্ডের গোল ডিফারেন্স দেখা হবে।


অথবা,

পোলান্ড হারিয়ে দিল আর্জেন্টিনাকে। পোলান্ড চলে যাবে ২য় রাউন্ডে
মেক্সিকো হারালো সউদি আরবকে -মেক্সিকো চলে যাবে ২য় রাউন্ডে

আমি তো শুধু জয়-পরাজয় দেখাইলাম, ১টা খেলা ড্র, কিংবা ২টা খেলাই ড্র হতে পারে। তখন অপশনগুলো কী হবে, ওটা আপনি হিসাব করে দেখান :)


ভালো লিখেছেন।

২৭ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২৩

নূর আলম হিরণ বলেছেন: ড্র হলে আর্জেন্টিনার কি হবে সেটা অবশ্য বলেছি। সেখান থেকে বাকিদের অবস্থা বুঝা যায়। আসলেই এবার বেশিরভাগ গ্রপেই জটিল সমীকরণে চলে গেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

৩| ২৭ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এইবার হিসাব পরিষ্কার বুঝা গেলো। জয় পেলে হিসাব নিকাশ পানির মতো পরিষ্কার। অন্য কিছু হলে পানি ঘোলা হবে।

২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:০১

নূর আলম হিরণ বলেছেন: জয় পেলে হিসেব পরিষ্কার, হারলেও হিসেব পরিষ্কার।
পোল্যান্ডের সাথে জিতা একবারে সহজ হবে না।

৪| ২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৩১

বিটপি বলেছেন: সব সময়েই আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে উঠতে গিয়ে কষা পায়খানা হয়ে যায়। অথচ ব্রাজিল প্রথম রাউন্ড হেসে খেলে পার করে দ্বিতীয় রাউন্ডে গিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠেও যে খুব স্বস্তিতে থাকবে, তা কিন্তু নয়। সামনে পড়বে ফ্রান্স। এই দলটা সামনে পড়লেই তাদের ঠ্যাং কাপাকাপি শুরু হয়ে যায়।

২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:০২

নূর আলম হিরণ বলেছেন: ফ্রান্সের সামনে পড়লে ঘোর অন্ধকার। গ্রুপ চ্যাম্পিয়ন হলে পড়বে না ফ্রান্সের সামনে।

৫| ২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সবচেয়ে সহজ হিসেবে আর্জেন্টিনা পোল্যান্ড কে হারিয়ে পরের রাউন্ডে যাক। পোল্যান্ডের খেলা খুব ভালো লাগেনি।

২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:২২

নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ, জয় দিয়েই আর্জেন্টিনা সব হিসেব সহজ করে দিবে।

৬| ২৮ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

অপু তানভীর বলেছেন: প্রতিবার আর্জেন্টিনা যাই করুন দর্শকদের সমীকরণে পারদর্শী করে তোলে !
জার্মানের অবস্থাও মোটামুটি একই রকম এইবার !
বিশাল হিসাব কিতাবের ব্যাপার !

২৮ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৬

নূর আলম হিরণ বলেছেন: এবার রেঙ্কিংয়ে নিচের দিকে থাকা কয়েকটি দল বড় দলগুলোকে হারানোর কারণে কয়েকটি গ্রুপ, ডেথ অব গ্রুপে পরিণত হয়েছে।

৭| ২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আজ ব্রাজিল হারলেই ১৬ কলা !

২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৪২

নূর আলম হিরণ বলেছেন: ব্রাজিল হারবে বলে মনে হয়না। ড্র হতে পারে।

৮| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: আর্জেন্টিনা ২য় রাউন্দে যাবে। আপনি নিশ্চিত থাকুন জনাব।

৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৫৯

নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ, সেটা না হলে বিশ্বকাপের আমেজ অর্ধকে হয়ে পড়বে।

৯| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হিসাব ক্লিয়ার। যেমন খেলেছে তাতে সেমি নিশ্চিত।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৭

নূর আলম হিরণ বলেছেন: সেটাই মনে হচ্ছে এখন। তবে সেমি খেললে ফাইনাল ও খেলবে।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৩

নূর আলম হিরণ বলেছেন: এটাই যেন হায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.