নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

মারা গেলেন আলিফ লায়লার সিন্দাবাদ!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৪


কত অপেক্ষা থাকা হতো এই সিরিজটির এক একটি পর্ব দেখার জন্য। ভয়, কৌতুহল, আনন্দ, চমক সব কিছু আচ্ছন্ন করে রাখতো শুক্রবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত! তিব্বত টেলকম পাউডার, কেয়া লেমন সোপ আর কুল শেভিং ক্রিমের বিজ্ঞাপন যেন শেষই হতে চাইতো না।
বিজ্ঞাপন শেষে যখন উপস্থাপিকা বলতো এখন দেখবেন আলিফ লায়লা তখনও বুক দুরুদুরু করতো। আর যখন বাজা শুরু হতো,
আলিফ লায়লা
আলিফ লায়লা,
আলিফ লায়লাআআআআআআআআ
দেখ সব নতুন কাহিনী
মন ভরে দেয় তার বাণী,
কত যুগ পেরিয়ে গেছে
নতুন তবু রয়ে গেছে।
পরীদের ধরে এনেছে,
জ্বীনকেও বেঁধে রেখেছে,
কিসে আজ শক্তি এত
সব মনে করে রাজত্ব।
আলিফ লায়লা ওওওও...
সে এক অন্য রকম অনুভূতির জন্ম দিত!
গতকাল এই আলিফ লায়লার অন্যতম চরিত্র সিন্দাবাদ মারা গেছেন। যার আসল নাম ছিল শাহনেওয়াজ প্রধান।
মুম্বাইয়ের একটি লাইভ অনুষ্ঠান চলাকালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যু কালে তার বয়স ছিল ৫৬ বছর। ৯০ দশকের ছেলেমেয়েদের এক মায়াবী মোহাচ্ছনন করে রাখা এই গুণী অভিনেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
এই আলিফ লায়লা নিয়ে অনেকেরই অনেক মজার স্মৃতি আছে নিশ্চয়ই?

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: আপন্নি পোষ্টের সাথে যে ছবি দিয়েছেন, ইনি আলিফ লায়লা সিরিয়ালে অভিনয় করেন। কিন্তু উনি সিনবাদ ছিলেন না। সিনবাদে অন্য একজন ছিলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২১

নূর আলম হিরণ বলেছেন: উনি সম্ভবত আবু তালিব নামে ছিল, এখন ঠিক আছে? ধন্যবাদ রাজীব নূর আপনাকে।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০২

সোনাগাজী বলেছেন:



ভারতের অনেক অভিনেতা, অভিনেত্রী, গায়ক, কম বয়সে মৃত্যু বরণ করছেন; ভারতে এদের জীবন কি কষ্টকর?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৭

নূর আলম হিরণ বলেছেন: সিনেমা ইন্ডাস্ট্রির মানুষেরা একটা সময় এসে নেইম, ফেইম কমে গেলে চরম হতাশাগ্রস্ত হয়ে। পরে সেখান থেকে বিভিন্ন সময় আত্মহত্যার মতো ঘটনাও ঘটে। এদের খাদ্যাভ্যাস অনেক সময় অস্বাস্থ্যকর হয়, শরীর আকর্ষণীয় রাখতে অনেক সময় কৃত্রিমাতার আশ্রয় নেয়। পরবর্তীতে এগুলি প্রাণঘাতীতে রূপ নেয়।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উনি সম্ভবত আবু তালিব নামে ছিল, এখন ঠিক আছে? ধন্যবাদ রাজীব নূর আপনাকে।

হ্যাঁ এখন ঠিক আছে।
এর আগে যার ছবি দিয়েছিলেন- সে এখন ১৮+ ওয়েব সিরিজ করছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৪

নূর আলম হিরণ বলেছেন: সেটা অবশ্য আমর জানা নেই। ধন্যবাদ আবারো।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৬

শায়মা বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৪

নূর আলম হিরণ বলেছেন: আমরা কেউই ভুল ত্রুটির উর্ধ্বে নয়। আল্লাহ সকলকে ক্ষমা করুক।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫৫

জগতারন বলেছেন:
জীবনে অনেক গল্প, কাহিনী, নাটক, সিনেমা দেখেছি কিন্তু
আলিফ লায়লা'র মতো এতো বৈচিত্র, এতো এতো ঘটনা,
এতো ভয়, এতো রোমাঞ্চ, এতো হাসি তামাসা আমি আর কিছুতে পাই নি।
এই গল্পের বিষেত্বঃ
এতো বিভিন্ন ঘটনা যার মূল ভিত্তি এসে মিল হয়য়ে যায় ঐ একই গল্পের সাথে।

সত্যিই অসাধারন কিচ্ছাও গল্পের গল্প এই আলিফ লায়লা।

এই পোষ্টটি লাইক দিলাম।
এই পোষ্টোটি দেবার জন্য নূর আলম হিরণ-এর সুভেচ্ছা ও অভন্দন জানাই

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৪২

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ প্রিয় জগতরন ভাই।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ইন্না-লিল্লাহ.....

উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

আলিফ লায়লা নিয়ে অনেক স্মৃতি ছিলো। সব ভুলে গিয়েছি। শুধু গানটা মনে আছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৩

নূর আলম হিরণ বলেছেন: গানটার সুর, কথা আসলেই মনে রাখার মত।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তখন দেখা বাচ্চা ছেলেদের হাতে সোলেমানি তলোয়ার দেখতাম।
এই সোলেমানি তলোয়ার তোকে টুকরো টুকরো করে ফেলবে শয়তান !
একচোখা কেহেরমান ডাকাত আর সিন্দাবাদের সুলেমানি তলোয়ার।

বোকাবাক্সে বন্দি স্মৃতি গুলো দারুন ছিল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০০

নূর আলম হিরণ বলেছেন: নস্টালজিক!

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২২

বিটপি বলেছেন: বিরক্তিকর লাগতো এর অভিনয়। সিন্দবাদের গল্প কি পড়েছিলাম আর সিরিয়ালে কি সব আবোল তাবোল দেখিয়েছিল! বিটিভি ছাড়া বিনোদনের আর কোন উৎস না থাকায় কিশোর বয়েসে এসব অখাদ্য গিলে সময় নষ্ট করতে হয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৪

নূর আলম হিরণ বলেছেন: প্রতিটি পর্ব ছিল ২০ থেকে ২২ মিনিটের মত ছিল। বিজ্ঞাপন সময় বাদ দিলে ১৫-১৬ মিনিটের মত হবে। আপনি সম্ভবত তখন কিশোর বয়স পার করে ফেলেছিলেন এজন্য এটাতে বিনোদন খুঁজে পাননি।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩

রেজাউল৮৮ বলেছেন: রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উনি সম্ভবত আবু তালিব নামে ছিল, এখন ঠিক আছে? ধন্যবাদ রাজীব নূর আপনাকে।

হ্যাঁ এখন ঠিক আছে।
এর আগে যার ছবি দিয়েছিলেন- সে এখন ১৮+ ওয়েব সিরিজ করছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৪

নূর আলম হিরণ বলেছেন: সেটা অবশ্য আমর জানা নেই। ধন্যবাদ আবারো।



হাহাচেপগে।
আসলেই যার যেটা জানা দরকার , সে সেটার খবর রাখে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৫

নূর আলম হিরণ বলেছেন: ১৮+ মানেই সব নিষিদ্ধ নয়, বা খারাপ কিছু এমন নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.