![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
১| অনন্ত জলিল ভাইয়ের চাঁন কপাল,
এই গরমেও বর্ষা উপভোগ করে!
২| গরম আরো বেশি পড়লেও সেলিব্রেটিদের সমস্যা নেই, কারণ তাদের অনেক ফ্যান আছে। সমস্যা যত আমাদের মত আম পাবলিকের!
৩| --এই রোদে দাঁড়িয়ে থাকা একটা কুকুরকে কি বলবেন?
--হটডগ!
৪| যার যার সামর্থ্য অনুযায়ী প্রিয়জনকে ফ্যান, এসি, হাতপাখা উপহার দিন!
৫| গরম বেশি লাগলে অজ্ঞান হওয়ার ভান করুন, তাহলে দেখবেন দুই চার জন বাতাস করা শুরু করেছে!
৬| সৌদি আরবের মত গরম দিছো আল্লাহ এবার হেগো শেখদের মত টাকা দাও।
৭| --দোস্ত এই গরমে যদি ভূমিকম্প হয় তাহলে কি হবে?
--কি আর হবে, এখন শুধু বেইক হচ্ছি তখন সেইক এন বেইক হবো!
৮| --আচ্ছা এই গরমের কি কোনো উপকারিতা নেই?
--আছে তো, পাউরুটি নিয়ে ছাদে রেখে আসো দেখবে কি সুন্দর টোস্ট হয়ে গেছে!
১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১০
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১৪ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৮
শায়মা বলেছেন: এত মজার কৌতুকগুলো কেউ পড়লো না কেনো?
১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১১
নূর আলম হিরণ বলেছেন: একবার ভাবছিলাম ড্রাফট করে ফেলবো পরে আর করিনি। এখন দেখছি না করে ভালো করেছি আপনার মন্তব্য পেয়েছি।
৩| ১৪ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: মন্দ নয়।
১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১২
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর আপনাকে।
৪| ১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৪
শায়মা বলেছেন: আমার মন্তব্যের জন্য এত খুশি হলে ভাইয়া?
এখন থেকে সব পোস্টে চলে আসবো।
১৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৭
নূর আলম হিরণ বলেছেন: আসলে পোস্ট যদি কেউ পড়ে আর তার কাছে কিছুটা হলেও ভালো লাগছে বলে তাহলে খুশি হই। না আপু সব পোস্টে এসো না, মাঝে মধ্যে আমার দুই একটা পোস্টে ক্যাঁচাল লেগে যায়।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ১:০০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালো হয়েছে, গরম গরম মজা পেয়েছি।