নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

অসহযোগ আন্দোলনের সুফল।

২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩১


গত দুইদিন থেকে রমার ঘরে বাতি জ্বলছে না। তার প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করতে না পারার কারণে ঘরে লাইট ফ্যান চালাতে পারছে না। পকেটে যে কয়টা টাকা ছিল সেগুলি দিয়ে কিছু বাজার সদাই করে বাসায় চলে আসছে। এদিকে বউ সমানে ঘ্যানঘ্যান করে যাচ্ছে মিটারের টাকা ঢুকাচ্ছ না কেনো?
আজকে দুইদিন থেকে অন্ধকারে সব কাজ করে যাচ্ছি!
বেচারা রমা বলল, কালকে বেতন পাবো, কালকেই রিচার্জ করে দেবো। এখন আমাকে একটু শান্তি দাও।
এদিকে তার বউ বলল আমার খালাতো বোন আসতেছে বাসায়, সে যদি এসে দেখে বিদ্যুৎ নেই তাহলে লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না।
তোমাকে নিয়ে কত বড় বড় কথা, গল্প ওর কাছে করেছি, এখন যদি এসে দেখে এই অবস্থা কি হবে ভাবছো!
রমা উদাস মনে অন্যদিকে তাকিয়ে বলল আসতে দাও সমস্যা নেই, কি বলতে হবে আমার জানা আছে।
বলতে না বলতেই মেহমান ঘরে এসে ঢুকে গেছে।
আর এসে বলল কি ব্যাপার দুলাভাই ঘর দেখি পুরো অন্ধকার, আশেপাশে তো কারেন্ট আছে, আপনার ঘরে নাই কেনো!
রমা গম্ভীর গলায় বলল দেশের তো কোন খোঁজ খবর রাখো না। কি হচ্ছে, কি চলছে জানো! কিছুই জানো না।
আমাদের নেতা তারেক জিয়া অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, বলেছে কোন বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, টেলিফোন বিল কিছুই না দিতে। তাই তার অসহযোগ আন্দোলনে আমি শরিক হলাম।
মোমবাতি আছে চিন্তার কারণ নেই।

সম্ভু আর মামলার হাজিরা আজকে সহ ৩ দিন দেয়নি। তার নামে ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছে, পুলিশ তাকে খুঁজছে। সে বাড়ি থেকে পালিয়ে এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠেছে।
বন্ধু বললো কি ব্যাপার কোনদিনও তো আমাদের বাড়িতে আসিস না, আজকে এত রাতে কি জন্য!
সম্ভূ বলল, আর বলিস না, রাজনীতি করে করে জীবনটা শেষ করে দিলাম। পুলিশ আমাকে খুঁজছে ধরে নিয়ে যাওয়ার জন্য।
সম্ভুর বন্ধু বলল কি ব্যাপার তোকে তো কখনো কোনো রাজনীতির সাথে জড়িত থাকতে দেখি নাই। হঠাৎ করে আবার কিসের রাজনৈতিক মামলা খাইলি!
সম্ভু বললো তার বউ নারী নির্যাতনের মামলা দিয়েছে, সেই মামলায় পুলিশ আমাকে খুঁজছে।
সম্ভুর বন্ধু জিজ্ঞেস করলো নারী নির্যাতনের মামলা আবার রাজনৈতিক মামলা হয় কিভাবে?
সম্ভু বললো অবশ্যই হয়, আমার শ্বশুর আওয়ামী লীগ করে।
তো যাক ভালো কথা হাজিরা দিস নাই কেনো? হাজিরা দেবো কেনো, আমাদের নেতা তারেক রহমান বলেছে কোন মামলায় হাজিরা না দিতে।
আচ্ছা ঠিক আছে ওই যে আমাদের গোয়াল ঘর আছে সেখানে গিয়ে শুয়ে থাক, আমি কয়েল নিয়ে আসছি।

কি ব্যাপার মন্টু মিয়া কালকে যে অনলাইন মিটিংয়ে আসো নাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
আচ্ছা তুমি তো কখনো অনলাইন মিটিংয়ে অনুপস্থিত থাকো না, কাল কি হল? নেতা তোমার কথা কয়েকবার জিজ্ঞেস করেছে।
কি আর হবে মিটিং এ তো আসতে চাচ্ছিলাম কিন্তু নেতা বলল ইন্টারনেট বিল না দিতে। বিল না দেওয়ার কারণে ইন্টারনেট লাইন কেটে দিয়েছে, তাহলে মিটিংয়ে আসবো কিভাবে?
মূলত মন্টু মিয়ার শ্যালিকাকে ছেলেপক্ষ দেখতে আসছে কাল। বউয়ের পীড়াপিড়িতে সেখানে তার যেতে হয়েছে। তাই নেতাকে বুঝ দেওয়ার জন্য সে বলেছে নেতারা অসহযোগ আন্দোলনে সেও শামিল হয়েছে।
মন্টুমিয়া এক ঢিলে দুই পাখি মেরেছে।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
রিক্সাওয়ালাকেও মনে হয় ভাড়া দিবে না। বলবে অসহযোগ আন্দোলনে চলছে।

২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৬

নূর আলম হিরণ বলেছেন: আসলে বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের অসহযোগ আন্দোলন করার মত শক্তি সামর্থ্য ও পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান নয়। তারেক জিয়া কি মনে করে এ ধরনের অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে!

২| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৬

মোগল সম্রাট বলেছেন:

আশি নব্বুইয়ের দশকের অসহযোগ আর ২০২৪ এর অসহযোগ আন্দোলন বিরাট তফাত। এখন ডিজিটাল বাংলাদেশের সব স্বয়ংক্রিয়। অসহযোগ করলে সহযোগ বন্ধ। ভালোই বিশ্লেষণ করছেন।

২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৮

নূর আলম হিরণ বলেছেন: সেটাই আপনি আমি না দিতে চাইলেও সরকার স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছ থেকে ভ্যাট ট্যাক্স বিভিন্ন মাধ্যমে নিয়ে যায়।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৯

সামরিন হক বলেছেন: ভালো লাগলো লেখাটা।
শুভেচ্ছা।

২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২

নূর আলম হিরণ বলেছেন: শুভেচ্ছা।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২০

বিজন রয় বলেছেন: তিনটি ঘটনার উদাহরণ দিয়েছেন দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে।
বিএনপি তাহলে করবেটা কি?

২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯

নূর আলম হিরণ বলেছেন: বিএনপির করার অনেক কিছুই আছে। তাদের এখন উচিত দলীয় কাউন্সিল করা। তারেক জিয়ার ভুলভ্রান্তি গুলি তার সামনে তুলে ধরা। তাকে সঠিক পথে নিয়ে আসা, আর না হলে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া। আসন্ন নির্বাচনে তারা ভুল কৌশলে পিছনে পড়ে গেছে, এখন আর তাদের কিছু করার সুযোগ নেই। দলকে সুসংগঠিত করে তারপরে আওয়ামী লীগের সাথে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা। বিশ্বে এখন অবাধ তথ্য প্রবাহের কারণে তাদের ভুল সিদ্ধান্ত গুলি মানুষের নজরে খুব সহজে আসে, এসব অসহযোগ মসহযোগ দিয়ে কাজ হবে না। ফুটবল খেলতে হলে, গোল দিতে হলে সর্বপ্রথম মাঠ তৈরি করতে হবে। এরপর ফুটবল নিজেদের পায়ে নিতে হয়। আস্তে আস্তে প্রতিপক্ষের গোলপোস্টের সামনে যেতে হয় তারপর গোলপোস্টের ফাঁকা জায়গায় শুট আউট করতে হয়, এরপর গোল হয়। এসব না করে দোকান থেকে বল কিনেই দোকানের সামনে থেকেই বলে লাথি মেরে গোল গোল করে চিৎকার দিলে লাভ হবে না।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৩

গেঁয়ো ভূত বলেছেন: কিএকটাঅবস্থা!! =p~

২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪২

নূর আলম হিরণ বলেছেন: রিক্সাওয়ালাকে রিকশা ভাড়া দিয়ে হেঁটে হেঁটে বাসায় আসার মতো অবস্থা :)

৬| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: ভালো বলেছেন।

আমি ভেবে পাই না। তারেক জিয়ার মাথায় এত গোবর কেন!!
অবশ্য এই দেশের মানুষের মেধাস্তরের লেভেলটা তো অনেক তলানিতে।

দেশের প্রায় অর্ধেক মানুষ বিএনপিকে সমর্থন করে, এত সমর্থন নিয়েও ব্যাটা কিছু করতে পারলো না।
আফসোসসসসস।

রাষ্ট্রনায়ক হতে হলে অন্যরকম যোগ্যতা লাগে, তারেকের তা আছে বলে মনে হয় না।
.

২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮

নূর আলম হিরণ বলেছেন: এটা ঠিক বলেছেন। এত পরিমান জনসমর্থন থাকার ফলে সঠিক পরিকল্পনা নিতে পারলে শেখ হাসিনা সরকার কখনো এত দীর্ঘ সময় ধরে স্টাবেল থাকতে পারত না।
তাই স্পষ্ট বুঝা যায় বিএনপি'র নেতৃবৃন্দ আসলে তারেক জিয়ার নির্দেশনায় যে পরিকল্পনা গুলি নেয় সেগুলি আসলে শুধুমাত্র তারেক জিয়ার নেতৃত্ব বাঁচিয়ে রাখার জন্য নেওয়া।

৭| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৭

শেরজা তপন বলেছেন: আন্দোলনের সব রকম সিস্টেমে মুখ থুবড়ে পড়ছে একটার পর একটা!! এখন এইটাই বাকি ছিল- কি আর করবে?

২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

নূর আলম হিরণ বলেছেন: কোন ধরনের আন্দোলনের কর্মসূচি ডাক দেওয়ার আগে নিজেদের শক্তি সামর্থ্য এবং পারিপার্শ্বিক অবস্থান ভেবে ডাক দিতে হয়। এ ধরনের অহেতুক আন্দোলন ডাক দিয়ে যেটা বাস্তবায়ন করা যাবে না সেটা পরবর্তীতে কর্মীদের মনোবল ভেঙ্গে দেয়।
চরম পর্যায়ে গিয়ে রাজনৈতিক দলগুলি অসহযোগ আন্দোলনের ডাক দেয়। এটা ব্যর্থ হলে পরবর্তীতে কি ধরনের আন্দোলন নিয়ে আসবে বিএনপি এখন সেটাই দেখার বিষয়।

৮| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগের বুদ্ধির কাছে বিএনপি ধরা খেয়েছে।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩৯

নূর আলম হিরণ বলেছেন: এর সাথে বিএনপির দেশে বিদেশে মিত্রের সংখ্যাও কমে গেছে তাদের ভুল কর্মকাণ্ডের জন্য।

৯| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২১

কামাল১৮ বলেছেন: ইলেকশনের আগে আরো কিছু ঘটনা ঘটলে ইলেকশনের পর বিএনপি নিষিদ্ধের তালিকায় চলে যাবে।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪০

নূর আলম হিরণ বলেছেন: বিএনপিকে সাবধান হতে হবে। আওয়ামী লীগ মনে হয় বিএনপিকে সেই দিকে নিয়ে যেতে চাচ্ছে।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আফসোস!

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩০

নূর আলম হিরণ বলেছেন: :(

১১| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২২

প্রামানিক বলেছেন: আইন তার গতিতে কাজ করে

২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১

নূর আলম হিরণ বলেছেন: ্যাট ট্যাক্স কিছু কিছু ক্ষেত্রে বাসার হোল্ডিং ট্যাক্স এগুলি এখন স্বয়ংক্রিয়ভাবে সরকার নিয়ে যায়। এগুলি বর্জন করলে সরকার খুব একটা বেশি বিপদে পড়বে না।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




লোকটি বুড়ো ভাম হয়ে গেল!
কবে প্রধানমন্ত্রী হবে!?

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:০৮

নূর আলম হিরণ বলেছেন: সে পথ বহুদূর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.