![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
৮ আগস্টের পর থেকে দেশজুড়ে নানা ধরনের অপরাধ চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড যা আমরা প্রত্যক্ষ করছি, তার জন্য আমি কেনো বিএনপিকে প্রশ্ন করবো? বিএনপি এখন ক্ষমতায় নেই, রাষ্ট্র পরিচালনার দায়িত্বও তাদের হাতে নেই। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন করবো আমি তাদের প্রতি, যারা আজ সরকারে আছে, দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে।
যেদিন বিএনপি ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, সেদিন যদি এ ধরনের অনিয়ম, অপরাধ, কিংবা জনজীবনে নিরাপত্তাহীনতা দেখা দেয়, তখন আমি তাদেরকে এসব নিয়ে প্রশ্ন করবো বিনা একই ভাবে। কিন্তু আজ যারা রাষ্ট্রযন্ত্রের কর্তৃত্বে, প্রশাসনের নিয়ন্ত্রক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কমান্ডে, তাদের দ্বারাই তো এখন দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত হওয়ার কথা।
চীনা কৌশলবিদ সানজু তাঁর 'আর্ট অব ওয়ার' বইয়ে লিখেছে,
"যদি সৈন্যরা কমান্ডারের আদেশ না মানে, তবে সেটিও কমান্ডারের ব্যর্থতা।"
এই কথার মানে বুঝতে পারছেন? যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য না এলে এর দায় পড়ে জেনারেলের ওপর, সৈন্যদের ওপর নয়। কারণ নেতৃত্ব ব্যর্থ হলে, পরিকল্পনা ব্যর্থ হয়, নির্দেশনা ভেঙে পড়ে, এবং সে ব্যর্থতা পুরো কাঠামোকে নতজানু করে। এজন্য দেখবেন যুদ্ধক্ষেত্র থেকে ব্যর্থতার জন্য জেনারেলকে সরিয়ে দেওয়া হয় সৈন্যবাহিনীকে নয়।
আমাদের সমাজও আজ এক ধরনের যুদ্ধক্ষেত্র মাদক, চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি, সহিংসতা—সবই একেকটা যুদ্ধ। আর এই যুদ্ধের জেনারেল হলো ড. ইউনুস ও তার সঙ্গীরা। তারা যে সঠিকভাবে দায়িত্ব পালন না করছে না অথবা দক্ষতা দেখাতে পারছে না, তার দায়ভারও তাদেরই নিতে হবে।
সব দলের বিরোধিতা সত্ত্বেও আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতার টিকতে পেরেছে কিন্তু সব দলের সমর্থন পেয়েও ড. ইউনুস কেনো ১০ মাসে সব তালগোল পাকিয়ে ফেলেছে!
০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:১৩
নূর আলম হিরণ বলেছেন: কমান্ডার ম্যাটিকুলাস ডিজাইনের অংশ।
২| ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৪১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগ ১৫ বছর ক্ষমতায় ছিল খুন, গুম, হত্যা, ধর্ষন, আয়নাঘর এবং পুলিশকে লাঠিয়ার বাহিনী করে আর এসবই করেছে ব্যাংক ডাকাতীর পয়সা দিয়ে।
আম্লিগের হিমালয় পর্বত সমার অপরাধ রাতারাতি ঠিক হবার নয়, ব্যাংক ডাকাতীর অর্থে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করেই চলছে আমলীগ।
ভারতে পালিয়ে থেকেও বিভিন্নভাবে হুমকি ধামকী দিচ্ছে এই ভারতীয় দালালেরা।
এবার একটি হুমকি শুনি
০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৬
নূর আলম হিরণ বলেছেন: পোষ্ট তো আগে পড়বেন, তারপর মন্তব্য করবেন।
যাইহোক এমন কল রেকর্ড নতুন কিছু নয়, সাঈদী হুজুরেরও কল রেকর্ড বেরিয়েছিল, মাহমুদুল হক মান্নারও বেরিয়েছে, বিএনপির জনাব উদ্দিন ফারুক এবং খালেদা জিয়ারও বের হয়েছে ক্ষমতায় না থাকলে এমন কল রেকর্ড বের হবে। আজকে দেখলাম বিবিসি শেখ হাসিনারও একটি কল রেকর্ড ফাঁস করেছে।
৩| ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১৮
পবন সরকার বলেছেন: সব্ দোষ ডঃ ইউনুসের, ডঃ ইউনুস যদি ফকরুদ্দিনের মতো প্রথমেই পেটন দিত তাহলে এতো অপরাধ প্রবনতা বাড়তো না।
০৯ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১২
নূর আলম হিরণ বলেছেন: দেশকে স্থিতিশীল রাখার জন্য যা যা করার দরকার ছিল সবই করা উচিত ছিল তার। তিনি ব্যর্থ হয়েছেন। একজন ব্যর্থ দেশ পরিচালনাকারী দেশের জন্য অবশ্যই মঙ্গলজনক নয়।
৪| ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩১
ঢাবিয়ান বলেছেন: https://www.youtube.com/watch?v=f8tvFULp7f4
ডক্টর ইউনুসকে কাজ করতে দেয়া হচ্ছে না , এটাতো পরিষ্কার।
০৯ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৪
নূর আলম হিরণ বলেছেন: আবারো বলছি যুদ্ধক্ষেত্রে যদি সৈন্যরা কমান্ডারের কথা না শুনে তাহলে সৈন্যদেরকে সরিয়ে দেওয়া হয় না, কমান্ডারকে সরিয়ে দেওয়া হয়। ড. ইউনুস যে পরিস্থিতিতে দেশ পরিচালনার দায়িত্বে এসেছে সেটা তার মাথায় অবশ্যই ছিল। আর যদি সেটা না থাকে তাহলে দেশ পরিচালনার জন্য উনি দক্ষ নয়, অদক্ষ নেতৃত্ব দেশকে ভালো কিছু দিতে পারে না।
৫| ০৯ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
সৈয়দ কুতুব বলেছেন: বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন এক বছর প্রায় শেষ হতে চলেছে। এই সময়ের মধ্যে অন্যতম আলোচিত বিষয় হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর কার্যত স্বেচ্ছাচারিতা। প্রশ্ন উঠছে: সরকার আসলেই কি চায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে? না কি এই বিশৃঙ্খলাই আসলে তাদের একটি কৌশলগত নীতির অংশ?
০৯ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯
নূর আলম হিরণ বলেছেন: বিএনপিকে বেপরোয়া হতে তারা সাহায্য করছে কিন্তু অপকর্ম যেই করুক দায় হবে দায়িত্বশীলদেরই।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:০৮
রিফাত হোসেন বলেছেন: কমান্ডার মনে হয় জোর করে মসনদে বসেছে!