নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

আমাদের ২৪ এর বিপ্লবীরা কেমন আছে!

২৩ শে জুলাই, ২০২৫ দুপুর ২:২৭


বিপ্লব, গণভূর্থ্যান, আন্দোলন—এসব শব্দে যতই উত্তেজনা থাকুক, বাস্তবতা বুঝতে না পারলে বিপ্লব ব্যর্থ হবেই। বিপ্লবীদের ব্যর্থ করতে প্রথম পদক্ষেপ হচ্ছে " বিপ্লবীদের মোটাতাজাকরণ প্রকল্প"।

না, এটা কোনো প্রাণী পালন বিভাগের উদ্যোগ নয়। এটি হলো ক্ষমতার ভেতর থেকে বিপ্লবীদের নিষ্ক্রিয় করে দেওয়ার সবচেয়ে কার্যকরী ও পরীক্ষিত ফর্মুলা।

ধাপ ১: পুষ্টিকর খাবার, আদর্শ-হীন জীবন।
বিপ্লবীদের সবার আগে সরবরাহ করা হয় চর্বিযুক্ত, সুস্বাদু, দামী দামী খাবার।
দিনে তিনবেলা মাংস, মাঝে মাঝে বিদেশি কফি, এয়ার কন্ডিশনড অফিস, বাসা, আরামদায়ক চেয়ার ও ডাইনিং টেবিল বসে তৃপ্তি সহকারে খাওয়া।

এক সময় যারা গলা ছেড়ে বলতো, “এটা আমাদের অধিকার!”, তারাই বলা শুরু করে “দেখেন, সবকিছুরই একটা প্রসেস আছে।”

ধাপ ২: সাপ্লিমেন্টরি ক্ষমতা: একটু একটু করে শাসক বানিয়ে ফেলা।
এরপর দেওয়া হয় সিম্বলিক অথরিটি।
পদ-পদবী দেওয়া হয়, ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হয় ‘মাননীয়’ তকমা, দেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা। তারা ভাবা শুরু করে আমাদের কথাতেই এখন দেশ চলছে!” কিন্তু প্রকৃত সত্য হলো—তাদেরকে সিস্টেমের অংশ বানিয়ে ফেলা হচ্ছে।
এবং সিস্টেমের অংশ হয়েই বলতে থাকে,
“আমরা তো চেষ্টা করছি... কিন্তু বাস্তবতা কঠিন!”

ধাপ ৩: হানি ট্র্যাপ – শেষ পেরেক
যদি কেউ এখনও সচেতন থাকেন, তাকে দেওয়া হয় হানি ট্র্যাপ।
এখানে মধু যেমন থাকে, তেমনি থাকে বিষাক্ত ফাঁদও। এই ফাঁদে পড়ে অনেক বিপ্লবী হারিয়ে ফেলেন নিজের সম্মান, পরিবার, আদর্শ, ইতিহাস সব!
তাদের ফাঁসিয়ে রাখা হয় নানা ভিডিও, স্ক্যান্ডাল, দুর্নীতির প্রমাণে। আর তারপরে তারা হন “নিরব বিপ্লবী”, যারা নখ দন্তহীন বাঘের মত।

এবার আমাদের ২৪-এর বিপ্লবীদের সাথে মিলিয়ে নেন, তৃতীয় ধাপ অর্থাৎ হানি ট্র্যাপ পর্যন্ত মনে হয় আসা লাগবেই না!
আমাদের সাম্প্রতিক ইতিহাসে যাঁরা সামনে ছিলেন—তাঁদের দেহের দিকে তাকান, কিছু কি মেলানো যায়?
বিপ্লবীদের শরীরে মেদ জমেছে, কথাবার্তা সিস্টেমের অংশের মতোই শুনায়, দেশের ইতিহাস ভুলে যাওয়া, কঠোর নিরপত্তা নিয়ে চলাচল, প্রসাশনিক ক্ষমতার ব্যবহার, দুর্নীতি সবই তাদের ঘিরে ফেলেছে এখন শুধু নাটাই টান দেওয়ার অপেক্ষায়!
(পোষ্টটি শুধু যারা ২৪ এর জুলাই/আগষ্টকে বিপ্লব মনে করেন তাদের জন্য)

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৩৪

রবিন.হুড বলেছেন: ঠিক বলেছেন

২৩ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩০

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ।

২| ২৩ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪৩

জুল ভার্ন বলেছেন: আলহামদুলিল্লাহ সবাই শৈলে-ধনে মোটা হয়েছে।

২৩ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩১

নূর আলম হিরণ বলেছেন: এখন তো এক বছর, ছয় মাসের মাথায়ই অনেক স্বাস্থ্যবান হয়ে গেছে।

৩| ২৩ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: এরা বিপ্লবী নয়। এরা জঙ্গী। জল্লাদ।

২৩ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩১

নূর আলম হিরণ বলেছেন: :( :(

৪| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মোটা তাজা বিপ্লবের অংশ নয়।

২৩ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩১

নূর আলম হিরণ বলেছেন: বিপ্লবীদের অকেজো করে দেওয়ার পদ্ধতি।

৫| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: নাহিদ বলেছে তাদের দল করার ইচ্ছে ছিলো না। তাদের দিয়ে করানো হয়েছে।

২৩ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩২

নূর আলম হিরণ বলেছেন: তারা সকল ফাঁদে পা দিয়েছে, এর থেকে বের হওয়ার সময় প্রায় শেষ হতে চললো!

৬| ২৩ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

কিরকুট বলেছেন: ভালোই চর্বি জমেছে

২৩ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৩

নূর আলম হিরণ বলেছেন: স্বাস্থ্যে চর্বি জমলে, মগজেও চর্বি জমার সম্ভাবনা থাকে।

৭| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ৯:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ক্ষমতার পালাবদল হয়েছে, আর কিছু না।

২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:২১

নূর আলম হিরণ বলেছেন: এই দেশ জাতি আসলেই হতভাগা।

৮| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ১১:৪৯

কামাল১৮ বলেছেন: ভালো নেই।

৯| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ১১:৫০

কামাল১৮ বলেছেন: দৌড়ের উপর আছে।

২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:২২

নূর আলম হিরণ বলেছেন: এই দেশে থাকলে মনে হচ্ছে সর্বদায় দৌঁড়ের উপর থাকতে হবে তাদের।

১০| ২৪ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪১

কিরকুট বলেছেন: এরা বিপ্লবী ? ভাই বিল্বব ও বিপ্লবী শব্দের অর্থ অনেক মহান এটারে কাঁচড়ায় ফেলেন না ।

২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:২৪

নূর আলম হিরণ বলেছেন: অনেকে এদেরকে বিপ্লবী মনে করে, তবে বিপ্লবী না হলেও তাদেরকে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে সমর্থ হয়েছে ক্ষমতায় যেতে চাওয়া দল গুলো ও এখন যারা কলকাঠি নাড়ছে তারা।

১১| ২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: এরা নিরপেক্ষ হলে সমস্যা ছিলো না।
এরা জামাত। এরা বিপদজনক।

২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:২৫

নূর আলম হিরণ বলেছেন: স্বাধীনতার প্রশ্নে নিরপেক্ষ থাকলে চলবে না, এরা এই জায়গায় যদি, কিন্তু, তবে লাগিয়ে বিতর্কিত হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.