![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
জামায়াতে ইসলাম সবসময় তার রাজনৈতিক আদর্শ নিয়ে এক ধরনের দোদুল্যমানতায় ভোগে। তাদের মৌলিক রাজনৈতিক আদর্শ কখনোই একটি নির্দিষ্ট অবস্থানে স্থির থাকতে পারে না। যেমন—দলীয় ফোরামে তাদের রাজনৈতিক আদর্শ কঠোর ধর্মীয় অনুশাসনের মধ্যে চর্চা করা হয়, কিন্তু জাতীয় রাজনীতিতে সেটি কিছুটা শিথিল রূপ নেয়। জোটবদ্ধ রাজনীতিতে তা আরও শিথিল হয়, আর আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরার প্রয়োজন হয়, তখন তাদের অবস্থান প্রায় লিবারেল বলেই মনে হয়।
এভাবে মৌলিক আদর্শ সর্বক্ষেত্রে সমানভাবে ধরে রাখতে না পারাই তাদের রাজনৈতিক স্থিতিশীলতাকে দুর্বল করে। ফলে বাহ্যিকভাবে জামায়াতকে যতটা শক্তিশালী মনে হয়, বাস্তবে রাজনৈতিক ঝড় এলে দলটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
বর্তমানে জামায়াত বাংলাদেশের রাজনীতিতে অতীতের যেকোনো সময়ের তুলনায় নিজেদেরকে অনেক বেশি লিবারেল রূপে উপস্থাপন করার চেষ্টা করছে—দেশে ও বিদেশে। সম্প্রতি তারা দলীয় লোগো থেকে ধর্মীয় বার্তা বহনকারী প্রতীকগুলো সরিয়ে নিয়েছে। এমনকি বিভিন্ন সভা-সেমিনারেও তারা সরাসরি ধর্মীয় রাজনীতিকে এড়িয়ে যেতে চাইছে।
তাদের এই ধরনের রাজনৈতিক আরেকটি নতুন অবস্থা তাদেরকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে যেতে পারবে বলে কি মনে করেন?
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৬
নূর আলম হিরণ বলেছেন: রাজনীতিতে দলের আদেশ গোপন রাখলে এগুনো যায়না বেশিদূর। কিছু বিষয়ে একেবারে ওপেন থাকতে হয়।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩৫
নতুন বলেছেন: "আব আয়া উট পাহাড় কা নিচে"
এখন নামের ইসলাম আছে আর দুইজনের দাড়ী টুপি আছে।
নিবার্চনে জিততে, ক্ষমতায় আসতে দলের লগো থেকে আল্লাহের নাম সরানো একটা হালাল কৌশল মাত্র। হাদিসে আছে..... ...
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৮
নূর আলম হিরণ বলেছেন: এটাই মূল বিষয়। তারা এইদেশের ও বিশ্ব রাজনীতির সাথে খাপ খাওয়াতে হয় তাদের মৌলিক আদর্শ জলাঞ্জলি দেয়, অন্তত বাহ্যিক ভাবে হলেও।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৬
আমি নই বলেছেন: হুমম, ক্ষমতায় আসার কত চেষ্টা। তবে আসার কোনো সম্ভাবনাই নেই।
তবে রাজনৈতিক ঝড় এলে তাসের ঘরের মত ভেঙে পরে কথাটা ভুল। জামাতের উপর যেই পরিমান দমন/ঝড় গেছে তা অন্য দলের উপর চললে নেতা-কর্মিই খুজে পাওয়া যেতনা। ভেতরে ভেতরে জামাত অনেক বেশি শক্তিশালী।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪০
নূর আলম হিরণ বলেছেন: আমি ভেঙ্গে পড়তে বলতে তাদের সারভাইভাল এর কথা মিন করছি না। রাজনীতি থেকে ছিটকে পড়ার কথা বলতে চেয়েছি।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
জেনারেশন একাত্তর বলেছেন:
এরা হচ্ছে বাংলাদেশের ব্রাদারহুড, হামাস, হেজবুল্লা, হুতি, লস্করে তৈয়বা, জোশ মোহাম্মদ, তালেবান, হিজবুত তাহেরী, আইএস, ইত্যাদির সন্মিলিত ও সমবেত একটি ভয়ংকর জংগী গোষ্ঠ।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪০
নূর আলম হিরণ বলেছেন: ওরে বাবা
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪১
রাজীব নুর বলেছেন: জামাত বাংলাদেশের জন্য অভিশাপ।
০৩ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:১৭
নূর আলম হিরণ বলেছেন: রাজনৈতিক অভিশাপ।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৩
বিজন রয় বলেছেন: বদেরা বাদমাইশি করবে এটাই স্বাভাবিক।
সুযোগ পেলে আরো করে, আর শেষে ধ্বংস হয়।
০৩ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:১৭
নূর আলম হিরণ বলেছেন: মানুষ একটা সময় এদের থামিয়ে দিবেই।
৭| ০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৩ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:১৮
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ।
৮| ০২ রা অক্টোবর, ২০২৫ ভোর ৫:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই প্রথম বারের মতো জামাত বাংলাদেশের ক্ষমতার খুব কাছে অবস্থান করছে।
আর আলীগ এই প্রথম ১৯৭৫ সালের চেয়েও কঠিনতর বিপদে পড়েছে।
০৩ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:১৯
নূর আলম হিরণ বলেছেন: জামায়েতও ৭১ এর পরের চেয়ে বেশি দুর্দশায় পড়তে যাচ্ছে।
৯| ০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ৭:১০
ক্লোন রাফা বলেছেন: জামাত হলো বাংলাদেশের রাজনৈতিক ব্যশ্যা। প্রচন্ড রকমের উগ্র মতবাদে বিশ্বাসী। অথচ ভরং ধরে অত্যন্ত সহনসীল।তার পথে কেউ বাঁধা হলে, একেবারে কতল। অর্থনৈতিকভাবে অকল্পনীয় অসৎ। অথচ শ্লোগান দেয় সৎ লোকের শাসন চাই। একাত্তরের পর থেকে আধ্যাবদি তারা বিভিন্ন প্রজেক্টের কথা বলে ।মুসলিম দেশ গুলো থেকে টাকা এনে আত্মসাৎ করছে। সেই টাকায় দলের লোকদের বেতন দিয়ে কাজ করতে কিনে নিয়েছে। এই কাজের জন্য আহাম্মক শ্রেণীর লোক জন তাদের প্রশংসা করে ‼️
০৩ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:২১
নূর আলম হিরণ বলেছেন: তারা যে অসৎ ও হিপোক্রেট এটা তাদের সমর্থকরা ধরতে পারে না। যে একবার ধরতে পারে তাকে আর জীবনে জামায়েতের ছায়াতলে আনা যায় না।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০৬
সৈয়দ কুতুব বলেছেন: জামাতের এ ছাড়া উপায় নাই । টারকির একেপি কিংবা তিউনিশিয়ার আন-নাহদা কে ফলো করা ছাড়া । গুপতো পলিটিক্স এর মজাই আলাদা।