নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

জাতীয় ঐকমত্য কমিশন, জুলাই সনদ, গণভোট এসব বলে বিএনপিকে রাধাচক্কর দেখাচ্ছে!

৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৩০


আপনি ৮৪টি বিষয় ঠিক করলেন। ঠিক করার পর আমাকে বললেন জাতির স্বার্থে এগুলো নিয়ে আলাপ-আলোচনা করবেন। আমাকে ডেকেছেন আলাপ-আলোচনা করে বিষয়গুলোতে ঐক্যমতে আসবেন বলে।

আলোচনা শুরু হলো, ৬ মাস ধরে আলোচনা করলাম। আপনার ৮৪টি বিষয়ের মাঝে ১৯টি বিষয়ে আমি দ্বিমত করলাম। আপনি একমাস সময় বাড়ালেন আলোচনা করার জন্য, এবার আমি কম্প্রোমাইজ করে আরো ১০টি বিষয়ে আপনার সাথে একমত হলাম। ৯টি বিষয়ে কোনোভাবে একমত হতে পারলাম না আমি।
সিগনিচার করে বের হলাম, পরে দেখলাম আমি যেটাতে সিগনিচার করলাম আর আপনি যেটা প্রকাশ করলেন সেটাতে কিছু বিষয় পরিবর্তন করে দিয়েছেন! আমার আপত্তি ও মতামত গুলো সরিয়ে দিলেন,
তারপর বলছেন এই বিষয় গুলোতে শুধু হ্যাঁ অথবা না বলতে!

শুধু “হ্যাঁ” অথবা “না” তে যদি উত্তর দিতে হয় তাহলে এই ৭ মাস ধরে আলোচনা করার কি প্রয়োজন ছিল, আমার অমত ও মতামতের কি দাম রইল?
প্রথম আলোচনার দিনই বলতেন এ বিষয় গুলিতে “হ্যাঁ” অথবা “না” মতামত দিন!

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৪৪

জেনারেশন একাত্তর বলেছেন:



বিএনপি উপরে উপরে যা বলছে, উহা আসল কথা নয়; তারা জামfের সাথে মিলেই কাজ করছে ও মানুষকে দেখাচ্ছে যে, তারা জামাতের কাছে বিক্রয় হয়নি।

৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৫

নূর আলম হিরণ বলেছেন: আমারও তাই মনে হয় মাঝে মাঝে, তবে এদের কামড়াকামড়ি এতটা জঘন্য যে মনে হয় আসলেই কামড়াকামড়ি করছে!

২| ৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:০৫

সৈয়দ কুতুব বলেছেন: সবাই জুলাই সনদে একমত কিনতু আপনি সেটা বুঝতেসেন না । যখন পলিটিশিয়ান রা কোনো বিষয়ে একমত হতে পারেন না তখন ওয়াক আউট করে । বিএনপি তেমন কিছু করেছে কি ?

সব কিছু ভাগ-বাটোয়ায় বনাবনি না হওয়ার কারণে হইতেসে। ইউনুস সাহেব ফরমুলা রেডি করে রেখেছেন । ২০০-৫০-৫০ সিট ভাগ করে দিবেন সবার মাঝে ।

তবুও ইলেকশন টা হয়ে যাক । দেশের ইকোনমি ভালো না ।

৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৮

নূর আলম হিরণ বলেছেন: ইউনুসের এ ধরনের পরিকল্পনা ছিল বলে মনে হয় না। সে আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছে, সেটা থাকতে পারছে না তাই তার ব্যক্তি স্বার্থ হাসিল করাতে ব্যস্ত আছে।

৩| ৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:



ইলেকশান হবে; ইলেকশানটা সবার চেয়ে বেশী দরকার আমেরিকান দুতাবাস ও আওয়ামী লীগের।

৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৯

নূর আলম হিরণ বলেছেন: বিএনপি আওয়ামী লীগ বিহীন নির্বাচন হলে ক্ষমতায় টিকতে পারবে না।

৪| ৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বানরের পিঠা ভাগের গল্পটা পড়েছি
ছোটবেলায়,
এখন দেখছি শিয়ালের চাতুর্য,
আরও মোহনীয় !!!

৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:০০

নূর আলম হিরণ বলেছেন: একদম তাই। জাতি ধুরন্ধর সব শিয়াল এবং বানরের মুখোমুখি হয়েছে।

৫| ৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: কাতীয় ঐক্য মত কমিশন, পুরাই ফালতুই।

৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:০১

নূর আলম হিরণ বলেছেন: এরা জাতের মূল্যবান সময় এবং সম্পদ নষ্ট করতে এসব কাজকর্ম চালিয়ে যাচ্ছে।

৬| ৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৬

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামি লিগের সে সুসময় এখন আর নেই । পুরাতন ইতিহাস টেনে লাভ হবে না। ইতিহাসে বারবার একই ঘটনা ঘটে না । সারজিস আলম বলেই দিয়েছে তারা চায় বিএনপি-গামাত-এনসিপি মিলে লিগ কে ঠেকাবে তাই সবাইল মিলে মিশে ইলেকশন করবে ।

যেদিন ইনটেরিম গঠিত হয় ওয়াকার উজ জামান থেকে ১৮ মাসের সময় চেয়েছে । বাইপাস করার পসিবিলিটি ছিলো বাট ইকোনমি ডাউন হয়ে যাওয়ার কারণে আর ওয়াকার কে সরাতে না পারার কারণে ইলেকশন দেয়ার কথা বলছে ।

বিএনপি কেবল ২০০ সিটে মনোনয়ন এর কথা বলছে । বাকি সিট গেলো কোথায় ? ;)

৩১ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

নূর আলম হিরণ বলেছেন: বিএনপি ড্রাইভিং সিটে নেই, এইভাবে চলতে থাকলে বিএনপি বাকিদের থেকে সরকার গঠনের জন্য সিট চেয়ে নিবে।

৭| ০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.