নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

স্বনামধন্য কন্ঠ শিল্পী ভূপেন হাজারিকার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬


ভারতীয় সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব এবং বিশ্বশিল্পী কিংবদন্তিতুল্য গায়ক ও সঙ্গীতনির্মাতা ভূপেন হাজারিকা। অত্যন্ত দরাজ গলার অধিকারী এই কণ্ঠশিল্পীর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। শিশু কণ্ঠশিল্পী হিসেবে অসমিয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন তিনি। মাত্র ১২ বছর বয়সেই মূর্ত হয়ে ওঠে তাঁর সঙ্গীতপ্রতিভা। ১৯৩৯ সালে তিনি অসমীয়া ভাষায় নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র জ্যোতিপ্রসাদ আগরওয়ালা পরিচালিত ইন্দুমালতী ছবিতে "বিশ্ববিজয় নওজোয়ান" শিরোনামে নিজেই একটি গান লিখে সুরারোপ করেছিলেন। পরবর্তীকালে আবির্ভূত হন অসমীয়া চলচ্চিত্রে এবং নিজেই অসমীয়া চলচ্চিত্রের একজন গুণী পরিচালক হয়ে ওঠেন। আসাম, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তাঁর চলচ্চিত্র। তবে মানুষকে তিনি সর্বাধিক আলোড়িত করেছেন তাঁর সঙ্গীত দিয়ে। অসমীয়া ভাষা ছাড়াও বাংলা ও হিন্দি ভাষাতেও তিনি সমান পারদর্শী ছিলেন এবং অনেক গান গেয়েছেন। অবশ্য এসব গানের অনেকগুলোই মূল অসমীয়া থেকে বাংলায় অনূদিত। তাঁর গানে প্রশ্ন-উত্তর-দ্বিধা-যুক্তির ছন্দে ছন্দে মানুষের কথাই ধ্বনিত হয়েছে বারবার। কিংবদন্তিতুল্য গায়ক ও সঙ্গীতনির্মাতা ভূপেন হাজারিকার আজ ৪র্থ মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের ৫ নভেম্বর তিনি মুম্বাই কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিশ্বশিল্পী ভূপেন হাজারিকার মৃত্যুদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

প্রামানিক বলেছেন: বিশ্বশিল্পী ভূপেন হাজারিকার মৃত্যুদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি

ধন্যবাদ নুরু ভাই।

০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই
কিংবদন্তি কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার
মৃত্যুদিনে তাকে স্মরণ করার জন্য।

২| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

গ্রিন জোন বলেছেন: শ্রদ্ধাঞ্জলি ভূপেন দা .........

০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: গ্রীন জোন ধন্যবাদ আপনাকেও্
শিল্পীকে শ্রদ্ধা জানানোর জন্য।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

কাবিল বলেছেন: স্বনামধন্য কন্ঠ শিল্পী ভূপেন হাজারিকার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই
কালজয়ী কণ্ঠশিল্পী
ভূপেন হাকারিকার
মৃত্যুবার্ষিকীতে
শ্রদ্ধা জানানোর
জন্য।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০০

ধমনী বলেছেন: জীবনধর্মী গানের অনন্য এ শিল্পীর প্রতি শ্রদ্ধা রইলো।

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধমনীকে অসংখ্য ধন্যবাদ
জীবনধর্মী গানের শিল্পীকে
শ্রদ্ধা জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.