নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ইংরেজী সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি জন কিটস এর ১৯৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯


ইংরেজি সাহিত্যের অন্যতম রোম্যান্টিক কবি জন কিটস। লর্ড বায়রন ও পার্সি বিশি শেলির সাথে সাথে তিনিও ছিলেন দ্বিতীয় প্রজন্মের রোমান্টিক কবিদের একজন। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তার কবিতা ইন্দ্রিয় বিষয়বস্তু কেন্দ্রিক। তার কাব্যজীবন ছিল মাত্র ছয় বছর (১৮১৪-১৮১৯)। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স। তাঁর মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর সৃষ্টিগুলো প্রকাশিত হয়। তত্কালীন সমালোচকদের দৃষ্টিতে তার কবিতা খুব একটা উচ্চ মর্যাদা পায়নি। তবে তার মৃত্যুর পর তার কবিতাগুলো সঠিক মূল্যায়ন পেতে শুরু করে। ১৮১৭ সালে ৩০ টি কবিতা ও সনেটের সমন্বয়ে Poems শিরোনামে প্রকাশিত হয় কিটসের কাব্য সংকলন। এই কবিতাগুচ্ছ কিটসকে পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের পাশে স্থান দিয়েছে। কিটসের বিখ্যাত কবিতা গুলোর মধ্যে রয়েছেঃ The Eve of St Agnes, La Belle Dame Sans Merci, Ode to a Nightingale, To Autumn, Ode On A Gracian Urn ইত্যাদি। ইংরেজি ভাষায় পাঁচটি বিখ্যাত Ode এর মধ্যে Ode to a Nightingale অন্যতম। Ode On A Gracian Urn এ কিটসের একটি বিখ্যাত উক্তি হলঃ Beauty is truth, truth beauty that is all Ye know on earth, and all ye need to know. উনিশ শতকের শেষ দিকে তিনি অন্যতম জনপ্রিয় ইংলিশ কবির স্বীকৃতি পান। পরবর্তীকালে অসংখ্য কবি-সাহিত্যিকের ওপর তার প্রভাব লক্ষ্য করা যায়। হোর্হে লুইস বোর্হেসের মতে, কিটসের লেখার সাথে প্রথম পরিচয় তাঁর সাহিত্যিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ। ১৮২১ সালের ২৩ ফেব্রুয়ারি যক্ষ্মায় আক্রান্ত হয়ে ইতালীর রোমে মারা যান কবি জন কিটস। আজ তার ১৯৫তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুদিনে রোমান্টিক কবি জন কিটস এর জন্য শ্রদ্ধাঞ্জলি। জন কিটস সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহীরা এখানে ক্লিক করতে পারেন

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ‘আমাকে তুলে ধর, আমার মৃত্যু এগিয়ে এসেছে। আমি শান্তিতে মরতে চাই, তুমি ভয় পেয়ো না-ঈশ্বরকে ধন্যবাদ, অবশেষে মৃত্যু এল।’

সেই সময়ের বিবেচনায় মরণঘাতি রোগে আক্রান্ত হয়েও জন কিটস রোমান্টিক কবিতার জগতে যা লিখে রেখে গেছেন, তা' সত্যিই অবিশ্বাস্য। কলেজে কিটসের কবিতা আমাদের পাঠ্য ছিল। তাঁর ১৯৫ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আবুহেনা ভাই
সব সময় সকল লেখায় আপনার উপস্থিতি
আমাকে দারুণভাবে মুগ্ধ করে। কৃতজ্ঞতা জানবেন।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

মিজানুর রহমান মিরান বলেছেন:
কবি জন কিটস এরআজ ১৯৫তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুদিনে রোমান্টিক কবি জন কিটস এর জন্য শ্রদ্ধাঞ্জলি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ মিরান ভাই
কবিবে শ্রদ্ধা জানানোর জন্য কৃতজ্ঞতা

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:



আমার খুব প্রিয় একজন কবি। কবিকে নিয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ ভাই।
প্রিয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ অথর্ব!
চমৎকার কথামালায়
কবিকে শ্রদ্ধা জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.