নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে অনুসন্ধানী প্রতিবেদনের জনক, শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৮৭তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬


এ দেশের সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা, মুক্তিযুদ্ধের নির্ভিক সৈনিক শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেন। পাকিস্তান আমলে যে কয়জন সাংবাদিকের বলিষ্ঠ নেতৃত্বে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং বাঙালী জাতীয়তাবাদী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, সিরাজুদ্দীন হোসেন ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। ১৯৫২ সালে দৈনিক আজাদের বার্তা সম্পাদক থাকা অবস্থায় মহান ভাষা আন্দোলনের সপক্ষে তার সাংবাদিকতা বাংলাদেশের সাংবাদিকতা জগতে তার অসাধারণ কীর্তি বলে পরিগণিত। সিরাজুদ্দীন হেসেন ছিলেন দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক। ব্রিটিশ আমলের শেষভাগ থেকে শুরু করে তার সাংবাদিকতা জীবন স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ব্যপ্ত। এই পুরো সময়কালে দেশের সকল আন্দোলনের সঙ্গে তার ছিল সরাসরি যোগাযোগ। তিনি তার ক্ষুরধার লেখনির মাধ্যমে এ দেশের বঞ্চিত মানুষের কথা অসাধারণ দক্ষতায় সংবাদপত্রের পাতায় ফুটিয়ে তুলেছেন। শহীদ সিরাজুদ্দীন হোসেনের অসাধারণ শিরোনাম বাঙালি জাতির রক্তে আগুন ধরিয়ে দিত। চিনিল কেমনে, সুকুইজ্জা কডে, জয় বাংলার জয়, অবশেষে বাংলার ভাগ্যাকাশ হইতে বাস্তিলের কারাগার ধসিয়া পড়িয়াছে, জনতার জয় হইয়াছে, বিক্ষুব্ধ নগরীর ভয়াল গর্জন এবং দুই পাকিস্তানের ভারসাম্যহীনতাকে সংখ্যা দিয়ে প্রকাশ করে যে শিরোনাম করেছেন, তা পাঠককে বিষয়ের গভীরে নিয়ে যেতে সাহায্য করেছে। অনুসন্ধানী প্রতিবেদনের জনক সিরাজুদ্দীন হোসেনের আজ ৮৭তম জন্মবার্ষিকী। ১৯২৯ সালের ১ মার্চ তিনি তৎকালীন যশোর জেলার মাগুরায় জন্ম গ্রহণ করেন। শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীনের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা। শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন এখানে

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬

বিজন রয় বলেছেন: শ্রদ্ধাঞ্জলি।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ বিজন'দা
শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীনের
জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য।

২| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: একজন সত্যিকারের দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন। তাঁর জন্মবার্ষিকে শ্রদ্ধা।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ রফিক ভাই
চমৎকার মন্তব্যে শহীদ বুদ্ধিজীবী
সিরাজউদ্দীন হোসেনের জন্মবার্ষিকীতে
শুভেচ্ছা জানাের জন্য।

৩| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৮৭ তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।
ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আবুহেনা ভাই
সাথে থেকে উৎসাহিত করার জন্য।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সর্বদা।

৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন
হেসেনের ৮৭তম জন্মবার্ষিকী।
আদর্শবাদী ও নীতিনিষ্ঠ
সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের
জন্মবাষিীকীতে ফুলেল শুভেচ্ছা।
জানাই নূর মোহাম্মদ ভাই।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ইতি ভাই।
শুভেচ্ছা রইলো আপনার জন্য।

৫| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮

প্রামানিক বলেছেন: শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীনের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।
ধন্যবাদ নুরু ভাই।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রামানিক ভাই
শহীদ সাংবাদিক, বুদ্ধিজীবী সিরাজুদ্দীনের
জন্মদিনে শুভেচ্ছা জানানো্র জন্য।

৬| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

রাবার বলেছেন: শুভেচ্ছা

০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.