নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কিংবদন্তি সানাই বাদক ওস্তাদ বিসমিল্লাহ খানের শততম জন্মবার্ষিকী আজ

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০


উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম ওস্তাদ বিসমিল্লাহ্ খান। তিনি একজন ভারতীয় সানাই বাদক। সানাইকে ভারতের উচ্চাঙ্গ সঙ্গীত জগতের যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করার একক কৃতিত্ব ভারতের উচ্চাঙ্গ ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের। তাঁর যোগ্যতায় সানাই এবং ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব সমার্থবোধক হয়ে গেছে। সনাইকে উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের মর্যাদায় অধিষ্ঠিত করে এই অমর শিল্পী ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে ওস্তাদ উপাধিতে ভূষিত হয়েছেন। এতো সুনাম এবং অর্জন সত্ত্বেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন খান সাহেব। সবসময়ই ছিলেন বারাণসীর পুরোনো পৃথিবীতে। সাইকেল রিকশাই ছিল তাঁর চলাচলের মূল বাহন। অত্যন্ত অন্তর্মুখী বিনম্র এই সঙ্গীত গুরু বিশ্বাস করতেন যে সঙ্গীত শোনার বিষয়, দেখার বা দেখাবার নয়। আজ এই কিংবদন্তি সানাই বাদকের শততম জন্মবার্ষিকী। ১৯১৬ সালের ২১ মার্চ ভারতের বিহারের জন্মগ্রহণ করেন সানাইয়ের দিকপাল ওস্তাদ বিসমিল্লাহ্ খান। জন্মদিনে ওস্তাদকে স্মরণ করছি ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায়। কিংবদন্তি সানাই বাদক ওস্তাদ বিসমিল্লাহ খান সম্পর্কে আরো জানতে ক্লিক করতে পারেন এখানে

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫১

এম মিজানুর রহমান বলেছেন: সত্য কথা বলতে কি আমরা গুণীর কদর করতে ভুলেই গেছি । আর যারা একটু ভাবি তারাই বা গুণীদের নিয়ে ভাবতে কতটা জ্ঞান রাখি । আপনাকে ধন্যবাদ এমন একজন গুণীর বিষয় তুলে ধরার জন্য ।

২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ মিজান ভাই
সত্য কথনের জন্য।
ভালো থাকবেন।

২| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওস্তাদ বিসমিল্লাহ খানের শততম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি ফুলেল শুভেচ্ছা। তাঁর সানাই বাদনের কিছু অডিও ও ভিডিও আছে আমার কাছে। মাঝে মাঝে শুনি। সত্যি কথা বলতে কী ওই সময় আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই।
ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই।

২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আবুহেনা ভাই
চমৎকার মন্তব্যে গুণীকে শুভেচ্ছা্
জানানোর জন্য।

৩| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৪

বিজন রয় বলেছেন: শ্রদ্ধাঞ্জলি।

২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ বিজন'দা
সাথে থেকে গুণীকে
স্মরণ করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.