নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গেরিলা যোদ্ধা শাফী ইমাম রুমীর (বীর বিক্রম) ৬৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৭


শাফী ইমাম রুমী, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের তারুণ্যদীপ্ত উজ্জ্বল বীর গেরিলা যোদ্ধা। তিনি ছিলেন শহীদ জননী খ্যাত জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী ঢাকা ক্যান্টনমেন্টের টর্চার সেলে গেরিলা মুক্তিযোদ্ধা রুমীকে অমানুষিক অত্যাচার করে। রুমীর দুই পা শিকল দিয়ে বেঁধে মাথা নিচের দিকে ঝুলিয়ে ফুটন্ত গরম পানির মধ্যে ফেলে দেয়, আবার ওপরের দিকে তুলে ঝুলিয়ে রাখে। তার পরও এ বীর মুক্তিযোদ্ধার মুখ থেকে নরপশুরা কোনো কথা বের করতে পারেনি। পরবর্তীতে নির্মমভাবে শহীদ হন রুমী। স্বাধীনতার পর শহীদ রুমী বীরবিক্রম (মরণোত্তর) উপাধিতে ভূষিত হন। জাহানারা ইমাম রচিত “একাত্তরের দিনগুলি” গ্রন্থে রুমী অন্যতম প্রধান চরিত্র। স্বাধীনতা যুদ্ধে তার মৃত্যুর জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধি পান। মুক্তি যোদ্ধা শাফী ইমাম রুমী ১৯৫২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। আজ তার ৬৪তম জন্মবার্ষিকী। গেরিলা যোদ্ধা বীর বিক্রম শাফী ইমামর রুমীর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা। শহীদ রুমী সম্পর্কে আরো জানতে ক্লিক করতে পারেন এখানে

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: সংগ্রামী শুভেচ্ছা।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিজন'দা
শুভেচ্ছা জানানোর জন্য।

২| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গেরিলা যোদ্ধা শাফী ইমাম রুমীর ৬৪ তম জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি।

ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আবুহেনা ভাই,
ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

৩| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

আরজু পনি বলেছেন:
রুমীর ছবিটা দেখলেই কেন যে চোখে পানি চলে আসে বুঝি না :(

প্রিয়তে রাখলাম না দেখা প্রিয় এই মানুষটিকে নিয়ে লেখা পোস্টটি।
লিংকগুলো্ও দেখবো।
এটা আশা করি সাময়িক পোস্ট না।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: এটাই সম্ভবত দেশপ্রেম!!
দেশের মাটিকে ভালোবেসে
যারা জীবন দিয়েছেন তাদের
প্রতি আত্মার সম্পর্ক গভীর!
এজন্যই অবচেতন মনে সর্বদা
ক্ষরণ হতে থাকে তাদের জন্য।
ধন্যবাদ আ্পনাকে চমৎকার
মন্তব্যের জন্য।

৪| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:০০

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: নিরন্তর শুভ কামনা

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই।
ভালো থাকবেন, শুভেচ্ছা জানবেন।

৫| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪০

বিপরীত বাক বলেছেন: আমি ভাবি বেঁচে থাকলে আজকে কি হতেন উনি?
ঢাকা ইউনির টিচার, টক শোর বক্তা, কোন রাজৈতিক দলের সাংগাঠনিক সম্পাদক, কোন কম্পিউটার ফার্মের মালিক,?

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: হয়তো অনেক কিছু হতে পারতেন,
তার জন্য তার পরিবার আত্মীয়স্বজন
গর্ব করতে পারতেন হয়তো। তবে
তিনি আজ সমগ্র বাংলাদেশের গর্ব!!

৬| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫২

সাগর মাঝি বলেছেন: হে বীর শহীদেরা,, আমার এ শির তোমারদের চরণে লুটাইয়া দিতে ইচ্ছে হয়।

অন্তরের অন্তস্তল থেকে তোমার প্রতি আমার হাজার সালাম ও শ্রদ্ধাঞ্জলী "শহীদ শাফী ইমাম রুমী"

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ সাগর মাঝি চমৎকার মূল্যায়নের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.