নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কিংবদন্তি আফ্রো-আমেরিকান মানবাধিকার কর্মী কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র এর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২


নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত কিংবদন্তি আফ্রিকান-আমেরিকান মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়র। যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাসে যে সব ব্যক্তিত্বরা নির্যাতিত, অত্যাচারিত নিপিড়ীত আর অধিকার বঞ্চিত মানুষদের জন্যে সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন মার্টিন লুথার কিং ছিলেন তাদের মধ্যে অন্যতম। মার্টিন লুথার কিং ই প্রথম মানুষ যে আমেরিকায় কালো মানুষদের প্রতি বৈষম্যের জন্যে প্রতিবাদ শুরু করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নির্যাতিত মানুষের জন্যে লড়াই করে গেছেন। তিনি গান্ধীর অহিংস আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে ১৯৫৯ সালে গান্ধীর জন্মস্থান ভারত সফর করেন। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন মার্টিন লুথার কিং জুনিয়র। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। গরিব এবং কৃষ্ণাঙ্গদের আর্থিক ন্যায্যতা নিশ্চিত করতে পুওর পিপলস ক্যাম্পেইন সংগঠিত করেছিলেন তিনি। আজ এই কৃষ্ণাঙ্গ নেতার ৪৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৬৮ সালের ৪ এপ্রিল আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই কৃষাঙ্গ মহানায়ক। বিখ্যাত মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়র এর মৃত্যু দিনে শ্রদ্ধাঞ্জলি। কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কে আরো জানতে চাইলে ক্লিক করতে পারেন এখানে

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিখ্যাত মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়র এর মৃত্যু দিনে শ্রদ্ধাঞ্জলি।

আপনার নিয়মিত এই স্মরণ ব্লগ আমাদের অনুপ্রাণীত করে। ধন্যবাদ অনেক অনেক...

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৃগু'দা
ভালো লাগলো প্রতিদিন গুণীজনদের
সাথে থাকার জন্য।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৪

মুসাফির নামা বলেছেন: আরো কিছু কি লিখতে পারতেন না।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: মুসাফির ভাই
দয়া করে লিংকে ক্লিক করু্ন
আশা করি আরে কিছু জা্নতে পারবেন।
এত আলসেমী কেন?

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২

মুসাফির নামা বলেছেন: তাহলে ব্লগ না লিখে লিংকটাই দিয়ে দিতেন।আমি ওনার সম্বন্ধে কিছুটা জানি।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ, আপনাকে মুসাফির ভাই,
লিংকটাতো দিয়েই দিয়েছি!
কিংবদন্তি এ্ই নেতার সম্পর্কে
অনেকেই জানে, যেমন জানেন আপনি!
তবে সবাই স্মরেণে রাখেনা।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৮

অরূপ সরকার বলেছেন: মারটিন লুথার কিং এর প্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ আপনাকে অরূপ সরকার,
কিংবদন্তি এই নেতাকে শ্রদ্ধা জানানোর জন্য।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং এর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ আবুহেনা ভাই
খুব ভালো লাগলো আপনাকে পেয়ে।
শুভেচছা জানবেন।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭

Safin বলেছেন: ছোটবেলা থেকেই কৃষ্ণাঙ্গদের ওপর শ্বেতাঙ্গদের নির্যাতন দেখতে দেখতে বিদ্রোহী হয়ে ওঠেন!

মার্কিন কৃষ্ণাঙ্গদের তাঁর ওপর আজীবন ঋনী থাকা উচিত।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: হুম, যথার্থই বলেছেন।
ধন্যবাদ আপনাকে।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৩

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: খুব ভাল লেগেছে।ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ পারভেজ ভাই।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

রাবার বলেছেন: বিখ্যাত মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়র এর মৃত্যু দিনে শ্রদ্ধাঞ্জলি।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ রাবার
ভালো থাকবেন।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

বিজন রয় বলেছেন: শ্রদ্ধাঞ্জলি।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ বিজন'দা
ভালো থাকবেন।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

বিজন রয় বলেছেন: এই পোস্টে আমি ছাড়া বশে কয়েকজন এসেছেন।

কারণ কি জানেন?

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: না !! জানিনাতো ভাই !!
কারণ কী?

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪২

নেক্সাস বলেছেন: লুথার কিংয়ের জন্য শ্রদ্ধা

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.