নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

প্রিয়ার ঐ চাঁদ মুখের একটি কালো তিলের জন্য বিলিয়ে দেবো সকল তারা!

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১


প্রিয়ার চিবুকের একটা কালো তিলের বিনিময়েদুই নগর সমরখন্দ আর বুখারা লিখে দিতে চেয়েছিলেন জগদ্বিখ্যাত কবি-দার্শনিক ওমর খৈয়াম! আর জনৈক কবির ভাষায় প্রিয়ার ঐ চাঁদ মুখের একটি কালো তিলের জন্য বিলিয়ে দেবো সকল তারা! আর কবিরাই পারে এমন ভাবতে। তবে তিলকে তাল নয়, বরং শরীরের কোনো এক কোণে লুকিয়ে থাকা একখুদি ছোট্ট তিলই নাকি বলে দেবে আপনি কেমন! কীরকম? এমনটিই জানিয়েছেন তিল বিশারদরা। এবার জেনে নিন কোথায় কোন তিল কি অর্থ বহন করে।
আঙুলঃ এরা বেশ সাহসি। কোনো বাধার সামনা-সামনি হতে ভয় পান না।
হাতঃ এরাও সাহসী। সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
পাঃ এদের পায়ে সরষে ফুল লাগানো। বেড়াতে পেলে আর কিছু চায় না।
কপালঃ এদের সঙ্গে জুড়ে থাকে নাম, অর্থ, সাফল্য।
চোখঃ আগ্রাসী, সহজে উপার্জনক্ষম।
ভ্রুঃ বুদ্ধিমান ও শৈল্পিক।
নাকঃ কথায় কথায় ফ্লার্টে এরা সিদ্ধহস্ত। তবে, এরা রগচটাও।
কানঃ বিশ্বাসী হন।
গালঃ (ডান) অনুভূতিপ্রবণ। (বাঁ) এরা মনের কথা মনেই রাখতে ভালোবাসেন।
ঠোঁটঃ (উপরের) পরোপকারী, সুবক্তা, সামাজিক, সেক্সি, বৈভবপ্রিয়। (নীচের) পড়ুয়া, শান্ত স্বভাবের, যৌন আবেদনপূর্ণ। (ভেতরে) খেতে ভালোবাসেন।
থুতনিঃ বেশ ব্যালান্সড লাইফ এদের। জীবনে সফলতা নিয়ে এরা নিশ্চিন্ত।
গলাঃ রাশভারী ব্যক্তিত্ব।
কাঁধঃ দায়িত্বজ্ঞানসম্পন্ন। বাস্তবোচিত সিদ্ধান্ত নেন। খুব অনুভূতিপ্রবণ এরা।
বুকঃ আলসেমি, কুঁড়েমি এদের রক্তে। তবে, বৈভবে এদের আসক্তি।
হাতের তালুঃ অর্থাগম নিশ্চিত।
এবার মিলিয়ে নিন আপনার তিল! সমাধান করুন আপনার তিল রহস্য!
সূত্রঃসাতলা নিউজ২৪.কম

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

বিজন রয় বলেছেন: নুরু ভাই হঠাৎ এমন লেখা?

দারুন তো!!

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: একটু বৈচিত্র !!

২| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪

শায়মা বলেছেন: তিল কাহানী!!!!!!!

আমার

গালঃ (বাঁ) এরা মনের কথা মনেই রাখতে ভালোবাসেন।

B:-)


সত্যি নাকি!!!!!!!!!!!!

আমি তো মনে কথাই রাখি না সবই বলে দেই ভাইয়া।

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: কিছুই তো জানতে পারিনাই আপু!!!
এমন কো্ন কথাই কি নাই মনের
গহীন কোনে যা এখনো কাউকে বল হয়নি,
আর বলা হবেও না কোন দিন (!!)?-
ধন্যবাদ আপনাকে
মন্তব্যের জন্য।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যাপারটা ভাল্লাগসে!

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমারও ভাল্লাগসে সাধু ভাই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.