নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ভাল্লাগেনা (কবিতা) নূর মোহাম্মদ নূরু

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

ভাল্লাগেনা (কবিতা)
নূর মোহাম্মদ নূরু

===========
বাঁচতে আর সাধ জাগেনা
ভাল্লাগেনা আর কিছু।
সব কিছুই তিক্ত কটু,
ভেজাল ছারছে না পিছু।

খাটি গরুর দুধ পাওয়া যায়
যায়না পাওয়া খাটি দুধ,
ধারে টাকা যায়না পাওয়া,
পাওয়া যাবে দিলে সুদ।

ফল-মূলেতে বিষ দেওয়া হয়,
লাভের কড়ি তুলিতে।
বিষ খেয়ে যে মরছে মানুষ,
পারছিনা তা ভুলিতে।

স্বার্থ ছাড়া প্রিয়জনও,
চায়না কথা বলিতে।
টাকার লোভে মানুষ কেন,
অন্ধকারের গলিতে।

দেখে শুনে ঘৃনা লাগে,
স্বাধ জাগেনা বাঁচিতে।
সুন্দর ধরা নষ্ট হলো,
অসাধুদের দৌরত্বে।

তার পরেও বেঁচে আছি,
আছে যেমন অন্য জন।
ভেজাল প্রুফ হয়ে গেছি,
তাইতো যেন নাই মরণ।

আসবে সুদিন ঘুচবে কালো,
সেই আশাতে নিশি দিন।
অপেক্ষাতে আছি আমি,
আসাবে কবে শুভ দিন।

প্রকাশ কালঃ
ঢাকাঃ বৃহস্পতিবার
৪ জুলাই'২০১৩ইং

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

কাবিল বলেছেন: ভাল্লাগেনা কবিতা ভাল লাগলো।

২২ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই
ভাল্লাগেনা ভালো লাগার জন্য।
কিন্তু আপনি কি করে এর সন্ধান পেলেন?
এত বছর সেফ থেকে ব্লগিং করার পরেও আজ
আমি জেনারেল !! ভাবতে ভাল্লাগেনা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.