নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণকারীদের অভায়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশঃ ধর্ষণের বিস্তার রোধে নরপশুদের ফাঁসি চাই

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০০


প্রকাশ কালঃ ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১, ২০১৭ সালেও একই চিত্র
=============================================
আইনের যথার্থ প্রয়োগ না হওয়া, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দানে অপারগতা কিংবা অবহেলা, রাজনৈতিক ছত্রছায়ায় নিরাপদে অবস্থান কিংবা প্রভাবশালী বিধায় ধর্ষণকারীর বিচার না হওয়ায় নরপশুরা দোর্দণ্ড প্রতাপে চালিয়ে যাচ্ছে তাদের অপকর্ম। ধর্ষকদের মনে একটা কথা এখন বিশ্বাসে পরিণত হয়েছে যে , ধর্ষণ করলে কিছুই হয় না। গণধর্ষণে বড়জোড় জরিমানা হয় কিংবা দোররা অথবা হাজার দশেক টাকা জরিমানা । আর ভিক্টিম মারা গেলে হয়তো বড় জোড় জেল হবে । আবার এসব কিছুই হবে না যদি ধর্ষকদের মামা – চাচা (!) থাকে । আর যদি রাজনৈতিক কর্মী হয় , তাহলে তো উল্টো ভক্টিমের পরিবারকেই হেনস্থা হতে হয় ! যে কারনেই এইসব নরপশুদের সাহস এতো বেড়ে গেছে । ডাঃ সাজিয়া আক্তার ইভার হত্যাকারী ,কিংবা ধর্ষক পরিমল অথবা মডেল তিন্নির হত্যাকারী এবং এরকম হাজারো ঘটনার নরপশুদের কেউ কেউ ধরা পড়লেও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি।

তাই আগে যা হতো লোকচক্ষুর আড়ালে রাতের অন্ধকারে তা এখন প্রকাশ্যে অনেকের সামনে দিনের আলোয় সংঘটিত হচ্ছে। অভিজাত ভাষায় বলা হয় যাকে বলা হয় গণধর্ষণ। কয়েকটি সারমেয় মিলে এক যোগে একটি কিশোরী কিংবা তরুণীর দেহ ছিন্ন ভিন্ন করে। এখানেই ক্ষ্যান্ত হয়না তারা, নারী দেহ নিয়ে হায়নাদের সেই বিভৎস উল্লাস ক্যামেরা বন্ধী হয়ে তা ছড়িয়ে দেয় বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে। যার চিত্রায়ণ দেখে তাদের স্বজাতিরা কামাতুর হয়ে তৃপ্তির ঢেকুর তোল; প্রলুব্ধ হয় এমন একটি কচি শরীর বাগে আনতে। ধর্ষিতা শত হাজারবার ধর্ষিতা হয় তার অজান্তে। এমনি ভাবে দিনে দিনে ধর্ষণকারী হিংস্র নরপশুদের সংখ্যা বেড়েই চলছে। এদের হাত থেকে নিস্কৃতি পায়নি ৫ বছরের শিশু থেকে শুরু করে কিশোরী, তরুণী, গৃহবধু, শিক্ষিকা, আইনজীবী, ডাক্তারসহ ৬০ বছরের বৃদ্ধাও। একাধিক নরপশুরা একই সাথে ছিন্নভিন্ন করছে ৫ বছরের কোমল শিশুর শরীর। এমনি হাজারো ঘটনা ঘটেছে আমাদের এই দেশে যেমনঃ
বাঁশখালীতে যুবতী ধর্ষণের ঘটনা ধামা চাপা দেয়ার চেষ্টা, মাতবরেরাই ধর্ষণের ঘটনা নিষ্পত্তি করেন কুলিয়ারচরে, কুতুবদিয়ায় ১০ বছরের শিশু ধর্ষণের ঘটনা ধামা-চাপা, ঈশ্বরদীতে ছাত্রী ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টার অভিযোগ, চবি ছাত্রীকে ধর্ষণের ঘটনা। অভিযুক্ত শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে শিশু হত্যা, বরিশালে গৃহবধূকে-ধর্ষণের-ঘটনা-ধামাপাচা-দেয়ার-চেষ্টা, রামগঞ্জে শিক্ষক কতৃক ছাত্রী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, ফতুল্লায় নববধূকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার তৎপরতা, চাঞ্চল্যকর আরও ছয়টি রেইপ এর ঘটনা, তুমা চিং মারমাকে ধর্ষণের পর হত্যা, কেন্দুয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনা, রাঙামাটিতে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ভিকারুন্নেসায় ছাত্রী নির্যাতন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ভট্রসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর এক ছাত্রী ধর্ষণ, ডা. সাজিয়া আরফিন ইভাকে ধর্ষণে বাধা দানে হত্যা, ৬ বছরেও তিন্নি হত্যা, মীরসরাইয়ে ৬ বছরের শিশু ধর্ষণ ইত্যাদি।

বাংলাদেশে প্রতি বছর গড়ে ৩০০০ থেকে ৪০০০ ধর্ষণের ঘটনার রিপোর্ট হয় । যা সরকার স্বীকার করে । অন্য সুত্রগুলো বলে এই সংখ্যা ১০,০০০ এর কাছাকাছি থাকে গড়পড়তা। ২০০৫ সালে বাংলাদেশে রেইপের ঘটনা ঘটেছে ১১,২৯১। ২০০৬ সালে ১১,৬৮২ টি খেয়াল করুন এইগুলা সবই রিপোর্টেড ঘটনা । রিপোর্টেড নয় এমন ঘটনা যোগ করলে এই সংখ্যা কতো হবে ধারনা করতে পারেন। প্রথম আলোর তথ্য অনুযায়ী ২০০৭ সালে দেশে তিন হাজার ৫৮৪টি ধর্ষণ এবং ২০০৮ সালে তিন হাজার ৪৬২টি ধর্ষণের ঘটনা ঘটে। ২০০৯ সালের ৯ মাসে এক হাজার ৪৭৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে ।জাতীয় মহিলা পরিষদের ২০১২সালের ডিসেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী বিজয়ের মাসে ৪০০-এর ওপর নারী ধর্ষিত হয়েছেন। এছাড়াও ঘটে বিভিন্ন নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনাও। টাঙ্গাইলে স্কুল ছাত্রীর হণ ধর্ষনের ঘটনা, বাগেরহাটে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ , গোবিন্দগঞ্জে শিক্ষক কর্তৃকছাত্রীধর্ষণ , রাজধানীতে ধর্ষণের পর ৪র্থ শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে হত্যা, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ভট্রসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর এক ছাত্রী ধর্ষণ, সাভারে গণধর্ষণ; ভিডিও ধারন, শিশু চাঁদনী ধর্ষণ, বনানীতে ২ শিক্ষার্থী ধর্ষণ।

সচেতনাতার অভাব কিংবা সামাজিক লোকলজ্জার ভয়ে অনেকেই হয়তো বিচার প্রার্থী হতে পারেনা বা হয়না। তাই দেশের ধর্ষণজনিত ঘটনার কিয়াদংশই আমাদের গোঁচরে আসে। প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া ধর্ষণের খবর রসিয়ে রসিয়ে প্রচার করেই নিজেদের দায়িত্ব শেষ করে, কখনো্ কখনো ধর্ষীতার ছবি ও নাম পরিচয় প্রকাশ করে তাকে দর্শকদের দ্বারা ধর্ষণ করায় যা নৈতিকতা বিরুদ্ধ। সম্প্রতি ভারতে বাসে ধর্ষীতার নাম পরিচয় ও ছবি প্রকাশ না করার যে দৃষ্টান্ত ভারতীয় সংবাদ মাধ্যম দিয়েছে তার অনুকরণীয়। ভিক্টিমের পরিচয় গোপন করে সংবাদ প্রচার করে ধর্ষনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবার দ্বায়িত্ব প্রচার মাধ্যমের।

বেশ কয়েক বছর আগে '' এসিড সন্ত্রাস '' এতোটাই ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিল যে , প্রতিদিন পত্রিকা, টিভি খুললেই গড়পড়তা ৫/৬ টা এই ধরনের ভয়াবহ নিউজ আসতো । এই এসিড সন্ত্রাস এতোটাই ভয়াবহ আকার ধারন করেছিলো যে তখন নারী ও শিশুনির্যাতন বিষয়ক দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত এবং কঠোর শাস্তির ব্যাবস্থা করা হয়েছিলো , আজ কিন্তু এসিড সন্ত্রাস প্রায় নেই বললেই চলে। জনগণ প্রতিবাদী হয়েছিলাম বলেই আমরা এসিড সন্ত্রাস রুখতে পেরেছিলাম। বর্তমানে ধর্ষণ, গণধর্ষণ, সন্ত্রাস আজকে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যার বিরুদ্ধে সমগ্র জাতির পক্ষ থেকে একটা বড় ধরনের প্রতিবাদ প্রতিরোধ আবশ্যক এখনই।

ধর্ষণ প্রতিরোধে আমরা কিছু প্রস্তাবনা তুলে ধরতে পারি যেমনঃ
১। ধর্ষণের বিস্তার রোধে ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে। সেই ফাঁসীর খবরগুলোর মিডিয়াতে ফলাও করে প্রচার করতে হবে যাতে করে সেইসব নরপশুদের মনে মৃত্যুর ভয় ঢুকিয়ে দিতে হবে।
২। বিকল্প হিসেবে ধর্ষনকারীদেরকে নপুংশক করা যেতে পারে। সম্প্রতি কোরিয়াতে এই আইন পাশ করা হয়েছে।
৩। ধর্মীয় অনুশাসন, প্রচলিত আইন, রীতি নীতি মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে সবাইকে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনার প্রস্তাবনাগুলো করতে হলে, মনে হয়, সংবিধান বদলাতে হবে; এখন সরকার নির্বাচনের দিকে যাচ্ছে।

অন্য সমাধান বের করুন।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রস্তাবনাকে সমর্থন অথবা
অগ্রাহ্য করার ক্ষমতা আপনার আছে।

২| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৬

বারিধারা বলেছেন: ধর্ষণের অভয়ারণ্য কি করে হল? ধর্ষণকারীরা তো আর বাড়ি বাড়ি গিয়ে ধর্ষণ করে আসছে না, বিয়ের প্রলোভনে পড়ে যারা জন্মদিনের দাওয়াত খেতে যায়, তাদের গুরুপাক হজমে একটু 'এক্সারসাইজ' করানো হয়।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু সবই জোর পূর্বক ধর্ষণ ।

৩| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩

রিএ্যাক্ট বিডি বলেছেন: ফাঁসির চাই কিনটু হোবে না

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
না হলে আর কি করা !!
তবে চাইতে দোষ কি?

৪| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: পর পর দুটি পোষ্ট দিলেন ভাইয়া। একটু আগে একটি কবিতাও দিয়েছিলেন মনে হয়।
যায় হোক ব্লগে এমন পোষ্ট দিলে সেটা ভাল দেখায় না।
কিছুটা সময় নিয়ে পোষ্ট দিলে মনে হয় ভাল দেখায়।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জেনারেলের কারাগার থেকে আজই মুক্ত হয়ে সেফ হলাম,
বহুদিন পর মুক্ত পরিবেশে বাঁধ ভাঙ্গা জোয়ারের অপরিমিত উচ্ছ্বাস !!
দোষ নিয়েন না !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.