| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নূর মোহাম্মদ নূরু
	দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
 
লাশ
নূর মোহাম্মদ নূরু
যে ছিলো প্রিজনের অতি আপন জন
সেই মানুষটি লাশ হয়ে ঝড়ায় ক্রন্দন,
কখন কে যে লাশ হবে নাইকো কারো জানা,
মৃত্যুৃদূত লাশ বানাতে কখন যে দেয় হানা।
রাস্তা গাড়ী আকাশ পথে নিরাপত্তা নাই,
লাশের মিছিল দিনে দিনে বাড়তে আছে তাই।
প্রতিদিনই বাড়ছে সংখ্যা সবখানেতে ত্রাস,
মানুষ হয়ে মানুষ মেরে বানায় যখন লাশ।
আজকে আমি মানুষ বটে কাল যদি হই লাশ,
দ্বায়িত্বটা কেউ নিবেনা বাড়বে দীর্ঘশ্বাস।
যাদের যাবে তারাই জানে লাশ হবার জ্বালা,
আর কতকাল লাশের তরে এমন অবহেলা।
মোটা অংকের বেতন ভাতা তুলে নিচ্ছে যারা,
নিরাপত্তা দেবার কথা ভুলে গেছে তারা
দ্বায়িত্বটা ভুলে গেলে এমনই হয় হাল,
আজ আমি লাশ হয়েছি তুমি হবে কাল।
প্রকাশ কালঃ
ঢাকা, শনিবার, ১০ মে, ২০১৪ ইং
 
১৭ ই জুলাই, ২০১৭  দুপুর ২:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: আলহামদুলিল্লাহ্ ভালো আছি কামাল ভাই,
আপনার খবর কি? রব্বানী ভাইয়ের নিমন্ত্রণ
রক্ষা করতে পারছিলেন?
ভালো থাকবেন।
২| 
১৭ ই জুলাই, ২০১৭  দুপুর ২:২৬
শাহ্জাদা আল- হাবীব বলেছেন: চমৎকার কবিতা।
 
১৭ ই জুলাই, ২০১৭  দুপুর ২:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
ধন্যবাদ শাহজাদা,
শুভেচ্ছা জানবেন।
ভালো থাকবেন।
৩| 
১৭ ই জুলাই, ২০১৭  দুপুর ২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার লিখেছেন ভাইয়া
ভাল লাগল
 
১৭ ই জুলাই, ২০১৭  দুপুর ২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
ছবি আপু
শুভেচ্ছা জানবেন,
অনেক দিন পরে আপনাদের
দেখা পাচ্ছি। জেনারেল ছিলাম কিছু দিন।
যা হোক ভালো থাকবেন।
৪| 
১৭ ই জুলাই, ২০১৭  বিকাল ৩:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: এদেশে নিরাপত্তাহীনতায় ভূগছে সবাই ।
 
১৭ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
ধন্যবাদ আনোয়ার ভাই
সত্যি তাই আমরা সবাই
ভুগছি নিরাপত্তাহীনতায়!
৫| 
১৭ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:২৫
মৌমুমু বলেছেন: দারুন লিখেছেন ভাইয়া।
প্রতিটি লাইনের কথাগুলোই চমৎকার। ভালো লাগলো।
 
১৭ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
আগ্রহ নিয়ে প্রতি্টি লাইন পড়ার জন্য।
৬| 
১৮ ই জুলাই, ২০১৭  সকাল ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: না ভাই নিমন্ত্রণ রক্ষা করা হয় নাই ![]()
 
২৩ শে জুলাই, ২০১৭  দুপুর ১:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
আমিও মিস করলাম ১১
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৭  দুপুর ২:০১
সাদা মনের মানুষ বলেছেন: কত কিছু নিয়ে ছুটছি আমরা, কখন লাশ হবো কে জানে?.......কেমন আছেন নূরু ভাই?