নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ব্লগিয়ানা (কবিতা)

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

ব্লগিয়ানা (কবিতা)
নূর মোহাম্মাদ নূরু

ব্লগেতে ব্লগারদের আজব আচরণ
পড়ার চেয়ে লেখে বেশী কমে গেছে মান।
তথ্যবহুল অনেক লেখা ব্লগেতে আসে
সে সব ছেড়ে পাঠককুল রঙ্গরসে ভাসে।

লিঙ্গ দেখে মন্তব্য এটা নতুন নয়
পরিচিতের লেখাতেও মন্তব্য ঝড় বয়।
ভালো কিংবা মন্দ হোক বিবেচ্য নয় কিছু,
তোষামদের ফুলঝুড়ি চলে পিছু পিছু।

ভালো মন্দ বিবেচ্যনয় মুখটা হলে চেনা
তোষামদ করতে গিয়ে মুখে তোলো ফেনা।
তোষামদ করে যারা পেতে তাদের মন
লাভের বেলা অষ্টরম্ভা কমে লেখার মান।

এর থেকে উত্তরণে বোদ্ধা পাঠক চাই
সাদাকে বলতে সাদা যাদের ভয় নাই।
কালোকে কালো বলো সকল দ্বিধা ভুলে
তানা হলে শিক্ষা দিক্ষা সবই যাবে জলে।

লিখতে হলে পড়তে হবে গুণী জনে বলে
পড়ার আগে লেখার কথা ভেবোনাকো ভুলে।
আমি বাপু লিখতে যাইনা নতুন কোন কথা
গুণী জনের মাঝে থাকি নিয়ে তাদের গাথা।

তোমরা যারা ব্লগেতে গরম করো মাঠ
নুতনদের লেখা দেখে মেরো নাকো কাট।
ভালো মন্দ দু'এক কথা বলো অকপটে
বিদ্যা তোমার জাহির করো যদি থাকে ঘটে।

খোলা মনে বলি কথা কেউ করোনা রাগ,
থাকবো আমি সবার সাথে না করিলে ত্যাগ।
লিঙ্গ দেখে মন্তব্য নয় তোষামোদি ছাড়ি
সবাই সবার বন্ধু হও নইলে দেবো আড়ি।


প্রকাশকালঃ
ঢাকাঃ মঙ্গলবারঃ ২৭ মে ২০১৪ ইং

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তার কারণ নেই ভাইজান, সব ঠিকঠাক আছে।

আড়ি দিতে হবে না।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আব্দুলহাক ভাই
সাথে থাকলে আড়ি দেবার প্রশ্নই ওঠেনা।
ভালো থাকবেন

২| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতায় যথার্থ বয়ান করেছেন ভাইজান। ধন্যবাদ অবশ্যই প্রাপ্য হয়াছেন।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে সরকার সাহেব,
ধন্যবাদের প্রতিউত্তরে। সাথে থাকবেন

৩| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১১

রানা সাহেব বলেছেন: হাহাহা, এমন টাই হয়।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তবে এমনটা হোক তা কিন্তু
আমরা কেউই চাই না!!
আপনিকি চান?

৪| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিঙ্গ নিয়ে টানাটানি করা ঠিক হল কিনা বুঝতেছিনা।
লিখতে হলে পড়তে হবে গুণী জনে বলে
পড়ার আগে লেখার কথা ভেবোনাকো ভুলে।
এটা ভাল বলেছেন।
কবিতাও ভাল হয়েছে নুরু ভাই।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিপরীত লিঙ্গ নিয়ে সবারই কৌতুহল থাকে
আমিও তার ব্যতিক্রম নাই, সম্ভবত কেউই নয়।
আমার কাছে প্রতিয়মান হয়েছে যে বিপরীত লিঙ্গের
লেখাতে তুলনামূলক অধিক মন্তব্য দেখা যায়।
এটা দোষের নয় তবে স্ব-স্ব লিঙ্গের প্রতি অবিচার
যেন না হয়।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৫| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩

তারেক ফাহিম বলেছেন: ব্লগ ব্যাধি চলছে সামুতে বাস্তব চিত্র ভালো লাগলো নুরু ভাই


লিখার অপচেষ্টা সময় নিয়ে ক্লিক দিয়ে বাধিত করবেন।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তারেক ভাই ভালো থাকবেন,
সময় স্বল্পতা ও কিছু সীমাবদ্ধতার জন্য
সব সময় মন্তব্যের উত্তর দিতে পারিনা,
এ জন্য আমি ক্ষমাপ্রার্থী। ভালো থাকবেন।

৬| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৭

প্রামানিক বলেছেন: কেন করবেন আড়ি?
পোলাপানে দিতে পারে ঝাড়ি
তার চেয়ে ভাই যেমনে চলে চলুক
আমরা দু'জন চুপ হয়ে যাই যে যা বলে বলুক।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডিজিটালের পোলাপান
জানে অনেক বেশী,
দেমাগেতে অনেকসময়
দেখায় তাদের পেশী।

চুপ থাকি তাই, বিবাদ এড়াই
সময় এখন বামে,
অপেক্ষাতে বসে আছি
কখন নিবে যমে।


ধন্যবাদ প্রামানিক ভাই
সাহস ও পরামর্শ দেবার জন্য

৭| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: তোমরা যারা ব্লগেতে গরম করো মাঠ
নুতনদের লেখা দেখে মেরো নাকো কাট।
ভালো মন্দ দু'এক কথা বলো অকপটে
বিদ্যা তোমার জাহির করো যদি থাকে ঘটে। +

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আনোয়ার ভাই শুভেচ্ছা জানবেন,
আপনার (+) এর জন্য ধন্যবাদ।
শুভকামনা রইলো।

৮| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৫

সুমন কর বলেছেন: সত্য বটে !!

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুরাটা না হলেে আংশিক সত্যি বটে!!
ধন্যবাদ সুমন'দা

৯| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ভালো লেখেন। আপনার প্রথম দিককার প্রায় সব লেখাই পড়তাম শুধু জ্ঞান লাভের জন্য এবং কমেন্টও করতাম। কিন্তু আপনার একটা বিরক্তিকর বৈশিষ্ট্য হলো- কমেন্টের উত্তর না দেয়া। আমি কমেন্টে কিছু প্রশ্নও করতাম। আপনি উত্তরই দেন না, তো রাগ তো মানুষেরই থাকে। রাগ করেই আর আপনার ব্লগে আসি নি। ভালো লাগছে এটা দেখে যে এই পোস্টে আপনি উত্তর দিচ্ছেন। কবে থেকে এই ধারা শুরু করলেন? :) রাগ ভেঙে আজ আমি আপনার শন কনারির পোস্টে কমেন্ট করেছি দেখার জন্য, আপনি জবাব দেন কিনা।

সাদাকে সাদা বলার অভ্যাস আমার বাল্যকাল থেকে। তাই বললাম।

আপনার বক্তব্য ভালো, কিন্তু কবিতা সাবলীল হয় নি।

ভালো থাকবেন নূরু ভাই। শুভ কামনা।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সু-স্বাগতম হে গুণীজন,
অসংখ্য ধন্যবাদ অভিমান/রাগ ভুলে আমার ব্লগে ফিরে এসে সৌজন্যতা প্রকাশের জন্য।
আমি নিজেকে কখনোই মাহান বা দেমাগী বলে মনে করিনা। বছরের প্রতিটি দিনই কোন না
কোন কারণের জন্য স্মরণীয়। সেই দিনকে সকলের স্মরণে রাখার জন্য আমি চেষ্টা করি প্রতিটি
দিন নিদেন পক্ষে একটি পোস্ট উপস্থাপন করতে। যার কারণে পোস্ট প্রকাশিত হবার পরে আমার
দ্বায়িত্ব শেষ ভেবে পরবর্তী দিনের জন্য প্রস্তত হই আরও একটি পোস্ট প্রকাশ করার জন্য। সে কারণে
অনেক সময় সবার পোস্টে মন্তব্য করার ইচ্ছা থাকলেও সময় স্বল্পতা ও সীমাবদ্ধতার জন্য মন্তব্য করা হয়ে ওঠেনা।
এটা আমার ব্যর্থতা তাই বলে দেমাগ নয়। ব্লগে সময় দেয়া বা ব্লগ লেখা আমার পেশা নয়। সুতরাং পেশাকে প্রধান্য দিতে
গিয়ে কারো প্রতি অনিচ্ছাকৃত অবহেলা হয়ে গেলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আপনি ব্লগে একজন বিদগ্ধ পাঠক ও কোবিদ ব্লগার। সুতরাং রাগ/অভিমান আপনাকে মানায়না। ভুল আমরা করতে পারি কিন্তু আপনি নন। আপনার পরামর্শ ও উপদেশ আমরা প্রত্যাশা করি। সাদা কথা বলা আপনাকেই মানায়।
পরিশেষে বলবো, আমি কবি নই, কবিতা আমার হয়না জানি, তার পরেও চেষ্টা করি সমসাময়িক বিষয় নিয়ে দু'একটি কথা বলতে। যেখানে একটা উপসংহার থাকে। আশা করি ভুলত্রুটি ক্ষমা সুন্দর ভাবে দেখবেন।
আবারও আপনাকে ধন্যবাদ আপনার সাদা বক্তব্য তুলে ধরার জন্য। ভালো থাকবেন। সাথে থাকবেন আগামীতেও........

১০| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি জনাব, অনেক সু্ন্দর লিখেছেন।


লিখতে হলে পড়তে হবে গুণী জনে বলে
পড়ার আগে লেখার কথা ভেবোনাকো ভুলে।


আপনারা লিখুন আমরা পড়ি, অগ্রজদের কাছে আমরা অনেক ঋনী। শুধুকি সবসময় ঋণের বোঝা নিয়ে ঘুরবো তাই একটু শোধ করা চেষ্টা।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকেও
পড়ুন,শিখুন, লিখুন। অন্যকেও
পড়ার, শিখবার ও জানার সুযোগ দিন।

১১| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫০

আজীব ০০৭ বলেছেন: +++

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকেও অসংখ্য +++

১২| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৮

ওমেরা বলেছেন: বেশীর ভাগ লেখায় কিছু না কিছু শেখার বা জানার থাকে হোক সেটা মানী লেখা বা মানহীন লেখা । তাই সব লিখাই পড়া উচিত ।

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যথার্থই বলেছেন ওমেরা ! (আপু)
শিখতে হলে পড়তে হবে তার পর
লেখার চর্চা করতে হবে। পড়ার কোন
বিকল্প নাই জানতে হলে।
মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.