নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয়, কেউ হয়নাঃ জীবনে সুখী হবার কয়েকটি উপায়

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫২


সবাই তো সুখী হতে চায় তবু
কেউ সুখী হয়, কেউ হয়না।
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
কপালে সবার নাকি সুখ সয় না।

সুখের পেছনে ছুটতে ছুটতেই শেষ জীবনে পৌছায় মানুষ। তবুও যেন সুখের দেখা পায়না মানুষ।বিজ্ঞজনদের মতে “সুখ আপেক্ষিক একটা বিষয়”। কে কিসে সুখী হবে তা নিয়ে নানান মত আছে, বিতর্ক আছে।
কবি বলেন, “সুখ তুমি কী বড় জানতে ইচ্ছা করে, সুখ তুমি কিশোরীর হাসি, নাকি মায়ের আদর অথবা প্রিয়তমার চুম্বন বড় জানতে ইচ্ছে করে”। তবে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। ক্ষুধার্থের কাছে পূর্নিমার চাঁদ যেন ঝলসানানো রুটি”। ক্ষুধা পেলে সুস্বাদু খাবার আমাকে সুখ দেয়, সুখ দেয় প্রিয় মানুষের চুম্বন। প্রিয় দেশের জয় আমাকে সুখ দেয় , সুখ দেয় পড়ন্ত বিকেলের রোদ।
জীবন ক্ষনস্থায়ী। পৃথিবীতে সব চেয়ে কঠিন ও সত্য কথা হলো জন্মিলে মরিতে হবে। অথচ এই অমোঘ চির সত্য কথাটি আমরা ভুলে যাই দুনিয়ার মোহে!
মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর পাক কোরআনে বলেন "তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও। বস্তুতঃ তাদের কোন কল্যাণ সাধিত হলে তারা বলে যে, এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর যদি তাদের কোন অকল্যাণ হয়, তবে বলে, এটা হয়েছে তোমার পক্ষ থেকে, বলে দাও, এসবই আল্লাহর পক্ষ থেকে। পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে, যারা কখনও কোন কথা বুঝতে চেষ্টা করে না।" (সূরা আন নিসা (মদীনায় অবতীর্ণ), আয়াত সংখ্যা ৭৮)
ক্ষনস্থায়ী জীবনে সুখ দুঃখ, পাওয়া না পাওয়ার বেদনা নিত্য সঙ্গী। তবে কিছু সাধারণ নিয়ম মেনে চললে জীবনে সুখী হলেও হতে পারেন। এর মধ্যে কয়েকটি সহজ উপায় হলোঃ
০১। সর্বাবস্থায় সৃষ্টিকর্তা ও তাঁর প্রেরিত রাসুল (সঃ) কে স্মরণ রাখতে হবে
০২। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথাটি ভুলে থাকা চলবেনা
০২। নিজের যোগ্যতা সন্বন্ধে সঠিক ধারণা থাকাতে হবে
০৩। যা থেকে পরিত্রান পাবেন না, তা সহ্য করে নিতে হবে
০৪। নিজেকে ছোট ভাবা যেমন ঠিক না ,
০৫। তেমনি নিজেকে বড় ভাবা ঠিক না
০৬। নেতিবাচক চিন্তা ও কাজ থেকে নিজেকে বদলাতে হবে
০৭। স্বীকৃতির জন্য কামনা করা পরিহার করতে হবে
০৮। ক্ষমা করে মনে রাখা যাবেনা
০৯। হিংসা কে মাটি চাপা দিতে হবে
১০। সাধ্যাতীত কাজ এড়িয়ে চলতে হবে
১১। অন্যের কাজে নাক গলানো যাবেনা
১২। মনকে শুন্য রাখা যাবেনা
১৩। অতীত নিয়ে ভাবনা ত্যাগ করতে হবে
‌১৪। আর কিছু চাইতে হলে একাগ্র চিত্তে কেবল মাত্র সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে।
বিরিয়ানী খাইলে, মায়ের ফু পাইলে , প্রিয়জন ফুল দিলে , পানে চুন দিলে ইত্যাদি ইত্যাদি – শরীরে এন্ডরফিন্স নিঃসৃত হয় ফলশ্রুতিতে আমরা সুখি হই । তবে এসব ডাক্তারী শাস্ত্রের কথা। আমরা সেই বিতর্কে না গিয়ে কিছু সাধারণ নিয়ম মেনে চললেও যে সুখী হওয়া যেতে পারে তা নিয়ে আলোকপাত করি। বিশ্বব্যাপী জনপ্রিয় ব্রাজিলীয় লেখক পাওলো কোয়েলহো বাতলে দিয়েছেন সুখী হওয়ার কয়েকটি উপায়। এ কথাসাহিত্যিক বলেছেন, প্রতিদিন এ উপায়গুলো মানলে সুখী হওয়া কঠিন কিছু নয়।
১। অন্যকে ধন্যবাদ দিনঃ
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুঠোফোন, ফেসবুক কিংবা ই-বার্তার মাধ্যমে কাউকে না কাউকে ধন্যবাদ দিন অথবা তার ভালো কাজের প্রশংসা করুন। গবেষণা বলছে, এতে করে আপনার দিনটি ভালো যেতে পারে।
২। টাকা পয়সা খরচ করুন প্রিয়জনদের জন্যঃ
আপনি যাদের ভালোবাসেন, স্নেহ করেন বা শ্রদ্ধা করেন তাদের জন্য আপনার সাধ্যমত খরচ করুন। হতে পারে সে আপনার বান্ধবী,প্রিয়তমা স্ত্রী, সন্তান কিংবা পিতা মাতা। প্রিয় জনদের জন্য কিছু করতে পারলে যে আত্ম তৃপ্তি পাওয়া যায় তা স্বর্গীয় সুখের সাথে তুলনীয়।
৩। প্রিয়জনকে অন্তত ৫ বার আলিঙ্গন করুনঃ দিনেঅন্তত ৫ বার আপনার প্রিয়জনদের আলিঙ্গন করু্ন্য। আলিঙ্গন বলতে এখানে যৌনতাকে বুঝানো হয়নি। এই আলিঙ্গন ভালোবাসার, স্নেহের ও আদরের।
৪। যা ভালো পারেন তা-ই করুনঃ
যে বিষয়টি আপনি ভালো পারেন, সেটিই প্রতিদিন চর্চা করতে থাকুন। দেখবেন এ যোগ্যতা অন্যদের থেকে আপনাকে আলাদা করে তুলছে। এতে করে আপনি সারা মাসই সুখী থাকবেন।
৫। দিনে অন্তত ৫টি ভালো কাজ করুনঃ
অন্যের জন্য দিনে অন্তত ছোট্ট হলেও পাঁচটি ভালো কাজ করুন। এতে করে আপনি অনাবিল শান্তি অনুভব করবেন। দিনে না হোক সপ্তাহে অন্তত ছোট্ট পাঁচটি পরোপকারমূলক কাজ করার চেষ্টা করুন। তবে মানসিকভাবে তৃপ্ত হতে হলে জেনেশুনে ও সচেতনভাবে এ কাজগুলো করতে হবে। কাজ করার পর এ নিয়ে ভাবলে চলবে না।
৬। সানন্দে বেরিয়ে পড়ুন কোথাওঃ
এক গবেষণায় দেখা গেছে, মানুষ প্রিয় সিনেমা দেখে মূলত এন্ডোরপিন লেভেলকে বাড়ানোর জন্য। এন্ডোরপিন হচ্ছে এক ধরনের হরমোন; যা মানুষের হতাশা, কষ্ট, দুঃখ ভুলিয়ে দিতে সাহায্য করে। এ কারণে যাপিত জীবনে হাঁপিয়ে উঠলে একটু ছুটি নিয়ে নিন। ক্যালেন্ডারে কিছু দিন রাখুন, যাতে প্রিয় সঙ্গী বা বন্ধুবান্ধবকে নিয়ে কোথাও ক’টা দিন বা কয়েক সপ্তাহের জন্য বেড়িয়ে
আসা যায়।
৭। বন্ধুদের সঙ্গে সময় কাটানঃ
মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে অনেক গবেষণা রয়েছে যেখানে বলা হয়েছে, সামাজিক সম্পর্ক মানুষকে সুখী হতে সাহায্য করে। বিচ্ছিন্ন হয়ে সুখী হওয়া কঠিন বৈকি। মানুষের সঙ্গে মেশার চেষ্টা করুন। বিশেষ করে বন্ধু, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে। আপনার ভালো লাগা, মন্দ লাগা তাদের সঙ্গে শেয়ার করুন। ব্রিটিশ হাউসহোল্ড প্যানেল সার্ভেতে দেখেছি, সামাজিক সম্পর্ক বাড়লে মানসিক তৃপ্তিও বাড়ে।
৮। ঘুমানোর আগে ভালো ঘটনা লিখে রাখুনঃ
প্রতি রাতে ঘুমানোর আগে অন্তত ১০ মিনিট কাগজ-কলম নিয়ে টেবিলে বসে পড়ুন। টুকে রাখুন দিনে ঘটে যাওয়া তিনটি ইতিবাচক ঘটনার কথা। ইতিবাচক ঘটনাগুলো কখন ঘটেছে, কেন ঘটেছে ইত্যাকার বিষয়ে লিখে রাখতে পারেন। এটি কম্পিউটার বা নিজের ব্লগেও লিখতে পারেন। কোথায় লিখলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে সেগুলো লিপিবদ্ধ করে রাখা। এ তিনটি ঘটনা দুনিয়া কাঁপানো হবে তা নয়, এটি হবে সাদাসিধা। ঘটনা হবে এমন— ভাই বা বোনের চাঁদের মতো ফুটফটে পুত্র বা কন্যাসন্তান হয়েছে কিংবা স্বামী অফিস থেকে ফেরার সময় প্রিয় আইসক্রিম এনেছে ইত্যাদি।
উপরোক্ত উপায়গুলো অনুসরণ করতে পারলে সুখ পাখী আপনার কাছে ধরা দিলেও দিতে পারে।
তথ্য সূত্র 8 things to do every day that will make you happier

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:

সুখী হতে হলে কি করতে হবে? লেখক লিখেছেন,
"ক্ষনস্থায়ী জীবনে সুখ দুঃখ, পাওয়া না পাওয়ার বেদনা নিত্য সঙ্গী। তবে কিছু সাধারণ নিয়ম মেনে চললে জীবনে সুখী হলেও হতে পারেন। এর মধ্যে কয়েকটি সহজ উপায় হলোঃ
০১। সর্বাবস্থায় সৃষ্টিকর্তা ও তাঁর প্রেরিত রাসুল (সঃ) কে স্মরণ রাখতে হবে
০২। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথাটি ভুলে থাকা চলবেনা
০২। নিজের যোগ্যতা সন্বন্ধে সঠিক ধারণা থাকাতে হবে
০৩। যা থেকে পরিত্রান পাবেন না, তা সহ্য করে নিতে হবে
...
১৩। অতীত নিয়ে ভাবনা ত্যাগ করতে হবে
‌১৪। আর কিছু চাইতে হলে একাগ্র চিত্তে কেবল মাত্র সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। "

-এরপর, সুখী হওয়ার জন্য ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহো'র বাণী দিয়েছেনলেখক।

লেখক পাওলো কোয়েলহো নিজের ধারণার কথা বলেছেন, আল্লাহ রসুলের কথা তো বলেনি? আপনি কোনটা মেনে চলছেন?

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গন্তব্যে পৌছানোর জন্য ২টি পথের সন্ধান দেওয়া হয়েছে
মহান আল্লাহতালা আপনাকে জ্ঞান দান করেছেন ,
যেটা ভালো লাগবে সেই পথে অগ্রসর হোন
গন্তব্যে পৌছাতে পারবেন। আমি আল্লাহর নির্দেশিত
পথে চলার চেষ্টা করবো। মিঃ জন তো আর আল্লাহর
কথায় চলবেনা।

২| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনি এই গ্রহের সবচেয়ে সুখী ব্যক্তি, হয়তো!

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্বি আমি নিজেকে সুখী মানুষ মনে করি
আপনিও সুখী হতে পারেন যদি নিজেকে
সুখী মানুষ ভাবেন।
things to do every day that will make you happier

৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

ANIKAT KAMAL বলেছেন: খুবই সুন্দর If possable call me fn 01931212324

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

Thank you Anikat Kamal,
I will.

৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

মলাসইলমুইনা বলেছেন: খুব সংক্ষেপেই বলি -আপনার লেখাটা খুবই ভালো লাগলো | আল্লাহর উপর ভরসা রাখতেই হবে জীবনটা সুখী করতে হলে | চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছেই চাইতে হবে | পাওলো কোয়েলহোর কথাগুলোও খুব ভালো লাগলো | এ লোক সম্পর্কে কিছু জানিনা, কিন্তু মনেই হচ্ছে এই লোক জীবনটাকে সব দিক থেকে দেখতে পেরেছে খুবই অর্থপূর্ণ ভাবে | সুন্দর লেখার জন্য ধন্যবাদ নেবেন

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ মলাসইলমুইনা
চমৎকার মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

আমার আব্বা বলেছেন: Theory Maintain impossible for me thanks for this post

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Virtually nothing is impossible in this world
if you just put your mind to it and
maintain a positive attitude.

Thank you very much
for your comments.

৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

চাপা আর্তনাদ বলেছেন: লেখাটি পড়ে একটু সুখী ভাব এলো, মনে আমার!

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার অনুভূতির প্রকাশ।
নিজেকে সুখী ভাবা সৃষ্টিকর্তার
প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্য নাম।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

তারেক ফাহিম বলেছেন: ভালো লাগলো সুখি হওয়ার লজিকগুলো।


আত্মতৃপ্তির চেয়ে পরম সুখ আর কী হতে পারে??

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করে দেখুন সুখী হলেও হতে পারেন।
তবে বিষয়টা আপেক্ষিক। কে কোনটাতে সুখী
হবে তা একান্ত তার নিজের স্টাইলে।
কেউ দুধ বিক্রি করে মদ খায়, আবার
কেউ মদ বিক্রি করে দুধ।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: এত সহজ নারে ভাই।

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিকই বলেছেঁন রাজীব নূর।
জীবনটা এত সহজ না।

কারন অন্ধকার আছে বলেই আমরা আলোর মুল্য বুঝি,
প্রকৃতপক্ষে আলো-অন্ধকার একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত,
রাতে শেষে যেমন সূর্যের হাসির ঝলমলে দিন আসে,
তেমনি দুখের কালো বাদল সরে গেলে আপনি ঠিকই
পরিষ্কার আকাশ দেখতে পাবেন , আপনার মনে সৃষ্টিকর্তার উপর
পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে তিনি যা করেন ভালোর জন্যই করেন ,
এখন আপাতভাবে আপনি কষ্ট পেলেও পরে ঠিকই আপনি
সুখ নামক সোনার হরিন খুঁজে পাবেন, তাছাড়া জীবন এত কঠিন না হলে ,
সব কিছু খুব সহজেই হয়ে গেলে জীবনটা নিরর্থক হয়ে যেত
"তাই মনের আশা পূর্ণ হওয়ার খুশি সঠিকভাবে উপলব্ধি
করতে হলে আপনাকে কিছু অপূর্ণতার দুঃখ পেতে হবে ,,

৯| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: এইসব উপদেশ পাঠ্যপুস্তক এ মানায়??? আপনি নিজে এর কতগুলো মেনে চলেন? আপনি দিনে কয়টি ভালো কাজ করছেন,
প্রিয়জনের পিছনে কতটাক্বা খরচ করেছেন??

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি সব না পারলেও অধিক সংখ্যক উপদেশ মেনে চলার চেষ্টা করি।
দিনে ভালো কাজ করি কিনা জানিনা তবে মন্দকাজ এড়িয়ে চলার চেষ্টা করি।
কারণ উদয় অস্ত পরিশ্রম করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে চেষ্টা করি,
নিশ্চয়ই এটা মন্দ কাজ নয়!
আমার আয়ের সিংহভাগই আমার প্রিয়জনদের জন্য ব্যায় করি। সন্তানদের
ভরণপোষণ, লেখাপড়ার খরচ অবশ্যই এর আওতায় পড়ে তাইনা?

১০| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর পোষ্ট, ভালো লাগলো আলোচনা।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর নয়ন,
সাথে থেকে উৎসাহ যোগানোর জন্য।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু ,




সন্দেহ নেই, সুন্দর একটি পজেটিভ লেখা । যদি কেউ এ থেকে জীবনে কিছুটা মেনে চলতে পারেন তবে লাভ বই লোকসান নেই ।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জী এস ভাই
ধন্যবাদ আপনাকে
চমৎকার মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.