নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯


আমরা কিছু করতে পারি বা না পারি অপরের কাজের সমালোচনায় পঞ্চমুখ। বুঝি বা না বুঝি অপরের কাজের মন্তব্য করা চাই ই চাই। তবে সে মন্তব্য যে আমার অজ্ঞতাকে প্রকাশ করে দেয় তা ও বুঝতে সক্ষম হইনা।
একবার স্কুলের এক ইচড়ে পাকা ছেলে শিক্ষকের পাঠে মনোযোগ না দিয়ে তার সহপাঠির মনোযোগে বিঘ্ন ঘটাতে তৎপর। যা শিক্ষকের দৃষ্টি গোচর হলে তিনি ওই ইচড়ে পাকা ছাত্রকে পাড়ার বিষয়ে প্রশ্ন করে। কিন্তু যে হেতু পাঠে তার মনোযোগ ছিলনা তাই সে শিক্ষকের প্রশ্নের উত্তর দানে অপারগ হয়। কিন্তু এমন ভাব দেখায় সে সব বুঝেছে।
তখন শিক্ষকের মন্তব্য " তুমি যে বোঝ নাই , তা যে আমি বুঝেছি, তাও তুমি বোঝ নাই।"
তেমনি আমাদের এই সামুতে কিছু সংখ্যক সম্মানীত পাঠক, লেখক ও মন্তব্যকারী আছেন যারা কিছু বুঝুক আর না বুঝুক মন্তব্য করতে হয় বলেই মন্তব্য করেন। তা সংশ্লিষ্ট পোস্টের বিষয় বস্তুর সাথে সম্পৃক্ত হোক বা না হোক। তা ছাড়া একই গোত্রের কিছু ব্লগার আছেন যাদের একজন একটি মন্তব্য করলে সেই গোত্রের সকল ব্লগার সরব হয়ে ওঠেন এবং প্রায় একই ধরণের মন্তব্য করতে থাকেন। তাদের এই মন্তব্যে তাদের দ্বিমুখী চরিত্র ফুটে ওঠে তাদের অজান্তে।
উদাহরণ স্বরূপ কেউ হয়তো কোন একটি পোস্টের প্রশংসা করে মন্তব্য করলেন অথচ পরক্ষনে তাদের গোত্রের কেউ যদি সেই একই পোস্টে নেতিবাচক মন্তব্য করেন আর তা যদি তার নজরে আসে তখন সে তার পূর্বের করা মন্তব্যের কথা ভুলে গিয়ে সেখানে নেতিবাচক মন্তব্য করে বসে। যা তার নির্বুদ্ধিতার পরিচায়ক।
আমরা নিজেদের ভুল কখনোই স্বীকার করার মানসিকতা নিয়ে এখানে লিখিনা বা মন্তব্য করিনা। আমরা বুঝাতে চাই আমি সর্বজ্ঞ। রিপোস্ট আর আপডেট যে এক কথা নয় এই সাধারণ কথাটি না বুঝতে পেরে আমরা নিজে কোন পোস্ট না লিখে অপরে কি লিখলো, কেন লিখলো, সেটা আপডেট না রিপোস্ট তার বিশ্লেষণ করতে বসি। এমন কি তার বিপক্ষে নতুন একটা পোস্ট দিয়ে তার চরিত্র হননে পিছপা হই না। এই বিষয়ে সংশ্লিষ্ট লেখকের কোন মন্তব্য থাকতে পারে সে বিবেচনা না করে তার মন্তব্য করার অধিকার হরণ করে বসি। অর্থাৎ তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগও দেই না।

এই কারণে সামুর অনেক বিজ্ঞ ও স্বনামধন্য ব্লগার সামুকে গুডবাই জানিয়েছেন এবং তাদের পদাঙ্ক অনুসরনের অপেক্ষায় আছেন অনেকে। সামু একটা মুক্ত মঞ্চ। এখানে কথা বলার অধিকার লেখার অধিকার সবার যদি সে সামুর সর্ত পালন করে থাকে। লেখকের সাথে সবার মতের মিল হবে এমন আশা করা বাতুলতা। দ্বিমত থাকতেই পারে। তখন মন্তব্য কারী তার সুচিন্তিত মতামত দান করে তার শিক্ষার স্বাক্ষর রাখতে পারেন। কিন্তু তা না করে যখন সেই লেখকের পেশা বা তার চরিত্র নিয়ে কটাক্ষ করে তখন সংশ্লিষ্ট মন্তব্যকারীর শিক্ষার প্রমান রাখেন তার অজান্তে যা কোন ভাবেই তার সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেনা।
কোন একটি ঘটনা যদি ঘটেই যায় যা সামাজিক অবক্ষের কারণ তা সকলের দৃষ্টিগোচরে আনার জন্য মিডিয়া কাজ করে। ঘরের দরজা জানালা বন্ধ রাখলেই যে ঝড়ো বাতাস বইবে না, কিংবা সূর্য়ের আলোয় আলোকিত হবেনা বিশ্ব এই ধারণা যাদের তারা বোকার স্বর্গে বাস করে।
আমাদের সমাজে যেমন আছে সুশীল মানুষ তেমনি আছে গুটিকতক মানুষ নামধারী সারমেয়। যাদের ঘৃন্য ও পাশবিক নির্যাতনে ছন্দ পতন হচ্ছে আমাদের স্বাভাবিক জীবন, কলুশিত হচ্ছে সমাজ। এই মানুষ নামধারী কুকুরদের মুখোশ খুলে দেবার জন্য যারা কাজ করেন তাদের বিরুদ্ধে সব সময়ই বাধা আসে সেই সকল সারমেয়দের যারা তাদের অজান্তে এই ন্যাক্কারজনক কাজকে সমর্থন করে। তারা প্রতিনিয়ত চেষ্টা করে অন্তরালে থেকে এই ঘৃন্যকাজ চালিয়ে যেতে। তারা নাখোশ হয় যখন ওই সকল অন্যায় ও পৈশাচিক ঘটনা প্রকাশ পায়। তাই তারা সোচ্চার হয় যেন এই সকল অন্যায় ও নিন্দনীয় কাজের খবর যেন প্রকাশিত না হয়। কিন্তু বিধিবাম! সত্য প্রকাশ হয়েই পড়ে। তখন তারা স্বচেষ্ট হয় সেই ঘটনা প্রকাশকারীর বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য। কিন্তু তারা সফল হয়নি কোন কালেই, হবে ও না। কেউ কেউ এমনও আছেন যে সমাজ থেকে সকল অন্যায় ও নিন্দনীয় কাজের মূলউৎপাটনের জন্য অনবরত কাজ করে যাচ্ছেন। সংবাদ কর্মীরাও সেই দলের। যতদিন সমাজে অন্যায়,অত্যাচার ও নৃশংস ঘটনা ঘটতে থাকবে ততদিন তারা তা প্রকাশ করেই যাবে। এ জন্য কারো গাত্রদাহকে তারা পরোয়া করে না। নজরুলের ভাষায়, "আমি সেই দিন হব সান্ত, যবে অত্যাচারীর খড়গ কৃপান আকাশে আর রণিবেনা, নির্যাতিতের দীর্ঘ নিঃশ্বাস আকাশে বাতাসে ধ্বনিবেনা"
আর এই কাজে পাছে লোকে কিছু বলে, তার পরোয়া করতে যেন হয়না কোন দিন।
নিন্দুকের নিন্দায় কোন মহৎ কাজ থেমে থেকেছি কোন দিন।
কবি গুরুর ভাষায়ঃ
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।
সবাই মোরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,
সাধক জনে নিস্তারিতে তার মত কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুকে সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে;
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনি আসলে অনেক আজগুবি ভাবনা ভাবেন; কমেন্ট না পেলে ব্লগারের হতাশ হওয়া স্বাভাবিক; কিন্তু আপনার কথায় মনে হচ্ছে, কমেন্ট করাও দোষ, আজগুবি কথাবার্তা। আমার পোষ্টে অনেকে আমার লেখার উপর ক্ষোভ প্রকাশ করেন, কিন্তু উহাতে কোন দোষ আমি দেখিনি; আমি চেষ্টা করি নিজের অবস্হান ব্যাখ্যা করতে।

কোন ব্লগার অন্য ব্লগারদের কারণে ব্লগ ছাড়ছে, এই ধরণের কথা আপনার কাছে শুনলাম প্রথম; আপনার ভাবনা-চিন্তা আসলেই আজগুবি ধরণের।

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মনোভাব প্রকাশিত হলো।
দেখি কত জন আপনার দলে !

২| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন,
"আপনার মনোভাব প্রকাশিত হলো।
দেখি কত জন আপনার দলে ! "

-আমার দলেও কেহ নেই, আপনার দলেও কেহ নেই; ব্লগারেরা এখন অনেক শক্ত ব্লগার, ম্যাঁওপ্যাঁও করার মত ব্লগার এখন আর নেই!

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা হলে তো স্বীকার আপনাকে করতেই হবে যে
অনেক ব্লগার বিদায় নেয়েছে হয়তো আপনার
নয়তো আমার কারনে।

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:

লেখক বলেছেন,
"তা হলে তো স্বীকার আপনাকে করতেই হবে যে
অনেক ব্লগার বিদায় নেয়েছে হয়তো আপনার
নয়তো আমার কারনে। "

-কেহ কারো কারণে বিদায় নেয় না, যাকে যেতে হয়, নিজ কারণেই যেতে হয়।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কত হাজারবার ভেবেছি – কাকের কর্কশ
গলা টিপে কি বন্ধ করার কোনও উপায় অাছে?
না নেই। প্রকৃতির রাজত্বে কাকের অবাধ বিচরণ।
নিরুপায় হয়ে তাই কাকের কা-কা বাসিয়াছি ভালো

৪| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নূরু ভাই! ব্লগে চাটুকারের চাইতে সমালোচকদের প্রয়োজন বেশী।

তাই ব্যাক্তিগত আক্রমন নয়, গঠনমূলক সমালোচনা করতে হবে।।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গঠনমূলক সমলোচনার সংজ্ঞা তা হলে
নতুন করে লিখতে হবে।
আসলেই কি উপরের
সমালোচনাগুলো
গঠনমূলক !

৫| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তব উদাহরণ দিলে সুবিধা হত। তবে অনেক সময় একই মননের ব্লগারের কমেন্ট অন্য ব্লগারকে প্রভাবিত করতেই পারে - এটা দোষের কিছু না। তবে একই পোস্টে দুইবার বিপরীতমুখী অবস্থান আসলেই কাম্য নয়...

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অথচ এখানে তা অহরহ ঘটছে
এবং একটি নেতিবাঁচক মন্তব্য হলেই
কাকের মতো কা কা রবে নরক গুলজার
করার ঘটনা প্রায়শই ঘটে।

৬| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ব্লগ একটি মুক্ত মঞ্চ।
এখানে যারা এসেছে নিজের ইচ্ছায় এসেছে, আবার যারা গিয়েছে নিজের ইচ্ছায় গিয়েছে।
এই যাওয়া আসা ব্লগে চলতেই থাকবে। কাজেই কাউকে দোষ দেওয়া ঠিক হবে না।
তবে যারা গিয়েছে, গিয়ে ভালোই হয়েছে। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তাদের সবার ইতিহাস আপনি হয়তো জানেন না।

ভালো থাকুন। আর শুনুন রাগ কমান। রাগটাকে দূরে রেখে সবাইকে ভালোবাসতে চেষ্টা করুন।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি রাগিনা, রাগ মন্দ অভ্যাশ
তবে কেউ অন্যায়ভাবে ফ্লোর দখল
করে শূণ্যে গোল দিবে আর তা হজম
করতে হবে আমি সে দলের নই।
তবে নাই মামার চেয়ে কানা মামা
অনেক ক্ষেত্রে ভালই হয়।

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইমন জুবায়ের এর মতো ব্লগাররা এখানেই ছিলেন। মানুষের মনে দাগ কাটতে পারা খুব কঠিন কাজ।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু জুবায়ের ভাই কেন
আরো অনেক জ্ঞানী ও প্রজ্ঞাবান
ব্লগাররা নিজেদের সম্মান রক্ষার্থে
এখান থেকে বিদায় নিয়েছেন কিছু
অর্বাচীন ব্লগারের কারনে।
ধন্যবাদ আপনাকে সাজ্জাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.