![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
কবি উপাখ্যান (একটি রম্য কবিতা)
নূর মোহাম্মদ নূরু
কাক ও কবির সংখ্যা নাকি সমানে সমান
হিসেব তার কষতে গিয়ে হচ্ছি পেরেশান।
খাতা কলম যোগ বিয়োগে সকাল সন্ধ্যা রাতে
ভুলে গেছি নাওয়া খাওয়া আধার দেখি প্রাতে।
ভালো ছিলাম নিরাপদে জন্ম মৃত্যু নিয়া
হঠাৎ করে কবি হবার খায়েশ জাগায় হিয়া।
কবি হওয়া ব্যাপরতো নয় ভাবি মনে মনে
যে ভাবে বাড়ছে কবি প্রতি ক্ষনে ক্ষণে।
কোমর বেধে লেগে পড়ি হতে হবে কবি
কিন্তু একি দেখতে যে পাই শুধু কাকের ছবি।
কাক ও কবি সমান তালে পাল্লা দিয়ে বাড়ে
কাক হবো না কবি হবো কে যেতে কে হারে।
হিসাব কষি তাইতো আমি কার সংখ্যাটা বেশী
উত্তরটা জানতে পেরে পাচ্ছে শুধু হাসি।
কবি হবার খায়েশ নাই আর খাতা কলম ছাড়ি
জন্ম-মৃত্যু নিয়ে থাকি কবির সাথে আড়ি।
কবি হতে বিদ্যা লাগে যেটা আমার নাই
কবির কাছে আমি তাইতো ক্ষমা চাই।
কাকের মতো কবি হয়ে যায়না পাওয়া মান
কবি হতে জ্ঞানের ছুরি দিতে হবে সান।
কবি হতে পড়তে হবে গুণী কবির লেখা
তানা হলে কবি হবার পথটি হবে বাকা।
কাকের সাথে কবির সংখ্যা বাড়িয়োনা ভাই
কারো মনে কষ্ট দিলে ক্ষমা আমি চাই।
প্রকাশ কালঃ
ঢাকাঃ মঙ্গলবার ২০ মে, ২০১৪ ইং
লেখাটি ৪ বছর আগের হলেও বর্তমানেও সমানভাবে প্রযোজ্য
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ শাহিন ভাই,
প্রথমেই একটি ইতিবাচক মন্তব্য করার জন্য।
আমি ভয়ে ভয়ে ছিলাম হয়তে পণ্ডিত সাব
কোন ভুল ধরে বেঞ্চের উপর দাড় করিয়ে না রাখে!!
আমি আপনার একটা লাইকেই হাজারটার
ফ্লেবার পেলাম। ধন্যবাদ
২| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
ব্লগার_প্রান্ত বলেছেন: লক্ষ্য করছি, আপনি একজন দারুন স্বভাব কবি।
নুরু ভাই চালিয়ে যান
মিষ্টি জর্দার পান খান
আমার হাবিজাবি
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মিষ্টি খাই জর্দা না
বয়স হযেছে তামাক না
৩| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
বুঝে না বুঝে পোষ্ট দেন বেশীরভাগ সময়; কবিদের কাকাের সাথে তুলনা করা বুদ্ধিমানের কাজ নয়।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আইসা পড়ছে পণ্ডিত সাব
ভাবছিলাম চোখের অবস্থা খারাপ
দেখতে পাবেনা, তার পরেও ধরা খাইলাম।
বেঞ্চের উপর দাড়ামু !!
৪| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু ,
নূর মোহাম্মদ নূরু
এমন রম্য পড়তে গিয়ে কুঁচকে গেলো ভ্রু .....
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কুঁচকে গেলে ভ্রু
রাগ করবেন গুরু,
তারে আমি ডরাই
কেয়ার করি থোরই !!
৫| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
ঢাবিয়ান বলেছেন: কাক ও কবির সংখ্যা নাকি সমানে সমান
=p
এক্করে হাচা কথা
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আস্তে হাসেন,
পণ্ডিতসাব রাগ করবেন।
আমি নাকি কবিদের ....................
৬| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সনেট কবি বলেছেন: নূরু ভাইয়ের কবিতা দেখে মনে হয় কবিতা লেখা সহজ। সেজন্য কবি সংখ্যা বেড়ে গেছে। তা’ আপনার লেখাতো পাঠকরা পড়ে তবে আর কবিদের হিংসে করা কেন?
০২ রা মে, ২০১৮ রাত ৮:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কবিতার ব্যাকারণ বুঝিনা, মানিও না
তাই আমার কাছে কবিতা লেখা সহজ, পানি ভাতের মতো!!
ডাক্তার অপারেশনের আগে রোগীর নাড়ি নক্ষত্রের খোঁজ নেয়।
আমার অত হিসেব নিকাশের দরকার নাই, কারন আমি কবি হবনা !
ধন্যবাদ সনেট কবি, কবিতা নিয়ে তারাই থাকুক যাদের মানায়।
৭| ০২ রা মে, ২০১৮ রাত ৮:০১
তারেক ফাহিম বলেছেন: শাহিন ভাই;র মত আমারও আক্ষেপ সুযোগ থাকলে আরও দুটি লাইক বাড়িয়ে দিতাম।
০২ রা মে, ২০১৮ রাত ৮:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ঝুলিতে অনেক জমা হলো,
তবে কারো কারো হিংসা হচ্ছে,
হিংসার অনলে জ্বলতে না চাইলে
লাইকের সংখ্যা আর বাড়িয়েন না।
ভালো থাকবেন ফাহিম ভাই।
৮| ০২ রা মে, ২০১৮ রাত ৮:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিদের এইভাবে "কাউয়া" বলিয়া ডাক দিলে
কেউ আর কবিতা লেখার সাহস করবে না ভাই ।।
০২ রা মে, ২০১৮ রাত ৮:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি সত্যি মনে প্রাণে চাইনা
কবিরা কাকের সংখ্যার মতো
বাড়তে থাকুক। কবিরা কবিতা
লিখবে, কাকের মতো কা কা করবেনা
এ্টাই আমার মনোস্কামনা!
৯| ০২ রা মে, ২০১৮ রাত ৮:১৫
কাওসার চৌধুরী বলেছেন: আপনি তো চমৎকার রম্য কবিতা লেখেন। জানা ছিল না। সত্যি মুগ্ধ করার মত একটি রম্য।
০২ রা মে, ২০১৮ রাত ৯:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ চৌধুরী ভাই
আপনার ইতিবাচক মন্তব্য
সবসময় উপভোগ করি।
কৃতজ্ঞতা জানবেন।
১০| ০২ রা মে, ২০১৮ রাত ৮:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা কী???
ব্লগে কপি-পেষ্ট সম্পদনার পাশাপাশি....
আপনিও চাইলে কবিতা লেখা শুরু করতে পারেন,
আমরাও চাই কা কা ডাক না শুনে কবিতা পড়তে।।
০২ রা মে, ২০১৮ রাত ৯:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শাহরিয়ার ভাই
আমি কখনোই নিজেকে কবি বলে ভাবিনা
কারন কবি হবার কোন যোগ্যতাই আমার নাই।
কবিরা শ্রদ্ধেয় তাদের সমতূল্য ভাবার ধৃষ্টতাও আমার নাই।
তবে বাস্তবতার নিরিখে নিজের কিছু কথকতা তুলে ধরি
কারো ভালো লাগে, কেউ সমালোচনা করে, ব্যাপার না।
মনের খুশিটাই বড় কথা। আমি লিখি আমার খুশিতে !!
১১| ০২ রা মে, ২০১৮ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: আপনার এবং চাঁদগাজীর ভালোবাসাময় যুদ্ধ ভালো লাগে।
আপনারা কি জানেন আপনারা দুই জন দুইজনকে খুব পছন্দ করে।
০২ রা মে, ২০১৮ রাত ৯:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি তাকে একটুও পছন্দ করিনা রাজীব ভাই,
তবে সে আমাকে খুবই পছন্দ করে হয়তো ভালোও বাসে
তা না হলে আমার প্রায় সকল পোস্টেই তার একাধিক
মন্তব্য থাকতো না। হয়তো বয়স হয়েছে তাই একটু
উপদেশ দেন, ব্যাপার না, বড় হলে আমিও দিবো!
১২| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৫৮
সুমন কর বলেছেন: দারুণ এবং এ কবিতা আগামীতেও প্রযোজ্য......
+।
০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সুমন'দা
আমরও তাই মনে হলো
তাই তো ৪ বছর পরে আবার.............
১৩| ০২ রা মে, ২০১৮ রাত ১০:০৩
নূর-ই-হাফসা বলেছেন: আপনি যা লিখেছেন তা কিন্তু মন্দ লিখেন নি । ছন্দ ভাব দারুণ লাগলো।
যা বুঝাতে চেয়েছেন বুঝতে পেরেছি ।
০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ হাফসা বহেন
সত্যি খুশিতে আপ্লুত হলাম
বুঝতে পারার জন্য।
১৪| ০২ রা মে, ২০১৮ রাত ১০:২৮
শামচুল হক বলেছেন: নুরু ভাইয়ের কবিতা
রসে ভরা সবি তা।
০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হয়েছে নাকি যাতা
মোটেই নয় কবিতা।
গাজীসাবের বচন
কে করে খণ্ডন!!
১৫| ০২ রা মে, ২০১৮ রাত ১১:৪৯
অর্ক বলেছেন: আপনি ঠিকপথে আছেন প্রিয় নূরু ভাই। আপনাকে দিয়েই কবিতা হবে। নিয়মিত আপনার কবিতা চাই!
অনেক অনেক আন্তরিক শুভকামনা ভাই।
০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অর্ক ভাইয়া শুভেচ্ছা আপনাকে
ইদানিং আপনার পিছেও লেগেছে দেখলাম
ভয় পাওয়ার কিছু নাই, আমি সাথে আছি
নিয়মিত কবিতা আমাকে দিয়ে হবেনা
তবে মাঝে মধ্যে দু'একটির চেষ্টা থাকবে।
১৬| ০৩ রা মে, ২০১৮ ভোর ৪:১৬
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা............ একবারেই খাটিঁ কথা!!!!!!!!
০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই মানি কথা খাটি
তার পরেও কথার কাটা কাটি।
সবার কথায় কান দিলে
দিনটিই হবে মাটি।
১৭| ০৩ রা মে, ২০১৮ সকাল ১০:৫২
নতুন নকিব বলেছেন:
কবি উপাখ্যান পড়লাম। ধন্যবাদ।
০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নকিব ভাই
সাথে থাকার জন্য শুভেচ্ছা।
১৮| ০৩ রা মে, ২০১৮ সকাল ১১:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি যখন কবি হলেন
কাকের সংখ্যা অমনি গেলো কমে
হাত পা খুলে লিখতে থাকুন
গাজীর কথায় যান না যেন দমে
০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবরে থোরাই ডরাই
বিষ নাই তার ছোবলে,
সবাই জানি ব্লগে তিনি
অপ্রসাঙ্গিক কথা বলে।
১৯| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৪৫
প্রামানিক বলেছেন: কাকের চেয়ে কবি বেশি এইটা যদি ধরেন
বর্তমানের কবির কবিতা মনোযোগে পড়েন।
কি লিখেছে কি বলেছে যায়না কিছু বোঝা
তারপরেতেও সবাই বলে কবিতা লেখা সোজা।
০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিওতো তাই বলেছি আমার কবিতায়
যা কিছু লেখেই কি কবি হওয়া যায়?
কাকের মতো কবি হয়ে যায়না পাওয়া মান
কবি হতে জ্ঞানের ছুরি দিতে হবে সান।
কাকের সাথে কবির সংখ্যা বাড়িয়োনা ভাই
কারো মনে কষ্ট দিলে ক্ষমা আমি চাই।
।
২০| ০৩ রা মে, ২০১৮ দুপুর ২:২৩
আখেনাটেন বলেছেন: হা হা হা; নূরু ভাইয়ের মনে হচ্ছে ব্লগের অপেশাদার কবিদের প্রতি চরম ক্ষোভ। গুণী মানুষ আপনি। মাফ করে দেন বেচারাদের।
০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাফ করিবার ক্ষমতা কি আমার আছে ভাই
কারো মনে কষ্ট দিলে ক্ষমা আমি চাই।
২১| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: নূর ভাই গতকাল একবার কমেন্ট করেও পৌছায়নি।পরে দেখি আন্তরজাল পরিসেবায় বিঘ্ন আছে। আজ আর রাস্তাঘাটে নেই।আশাকরি আজ কমেন্ট পৌছাবে। বেশ ভাল হেসেছি।আপনার কবি প্রতিভার পরিচয় পেয়ে আনন্দ পেলাম।চলতে থাকুক এ প্রচেট।
অনেক ভাল লাগা আপনাকে।
২২| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:৫৫
সৈয়দ তাজুল বলেছেন: ব্যাপক রস দিয়ে লিখলেন
ভাল লাগলো অসম্ভব।
২৩| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
অর্থনীতিবিদ বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
ভাই, কবিতা পড়ে ব্যাপক মজা পেলাম।
কবিতায় +
আপনাকেও +
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১১
শাহিন-৯৯ বলেছেন: ১) অনেক পুরানো একটি কবিতা আমাদের পড়ার সুযোগের জন্য ধন্যবাদ। আসলে কবিতাটি শেক্সপিয়রের নাটকের মত সর্বদা সমকালীন মনে হয়।
২) আজকাল কবিরা শুধু ভালবাসা নিয়ে বেশি ব্যস্ত থাকে (দুই-একজন বাদে), সবাই শুধু নির্মেলেন্দু গুন হতে চায়।
৩) কবিতাটি ছন্দে অনেক মিল হয়েছে, সুযোগ থাকলে লাইক আরো দু'টি বাড়িয়ে দিতাম।