নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

তোমার অকাল প্রস্থান, লজ্জা দুঃখ ক্ষোভ ও কষ্ট আমার

০৩ রা মে, ২০১৮ রাত ৯:২০

তোমার অকাল প্রস্থান, লজ্জা দুঃখ ক্ষোভ ও কষ্ট আমার
নূর মোহাম্মদ নূরু

হে বন্ধু, প্রিয় ভগ্নি, কন্যা আমার,
তোমার অকাল প্রস্থান,তোমার এই চলে যাওয়া
লজ্জা দুঃখ কষ্ট ও ক্ষোভ আমার ।

আমি লজ্জা পাই তোমার চলে যাওয়ায়
তোমার ধর্যণকারী নরপিশাচরা এখনও
ভোগ করছে পৃথিবীর আলো বাতাস।

দুঃখ তোমাকে আর ফিরে না পাবার বেদনায়
নীরবে অভিমানে তোমার চলে যাওয়ার
অব্যক্ত কষ্ট আমাকে প্রতি নিয়ত বিদ্রুপ করে।

হিংস্র নর পিশাচেরা দন্ত বিকশিত করে
হাসে ক্রুঢ় হাসি, ক্ষোভে মুষ্টিবদ্ধ হাত ছুড়ি অদৃশ্যে
আর অভিসম্পাত করি হায়েনাদের।


প্রকাশাকালঃ ঢাকা, ৩ মে ২০১৮
উৎসর্গঃ তাসফিয়াকে
ফেসবুকে বন্ধুত্ব গড়ে এক মাসের মাথায় তাসফিয়া নামে এক স্কুলছাত্রীকে শবেবরাতের রাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে ডেকে নিয়ে খুন করেছে আদনান মির্জা ও তার সহযোগীরা।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:২৬

অর্থনীতিবিদ বলেছেন: কন্যাসম মেয়েটার অকাল প্রয়াণে মন এখনও ভারাক্রান্ত। কবিতায় প্রতিবাদের ভঙ্গিটা ভালো লাগলো। কবিতায় + এবং লাইক।

০৪ ঠা মে, ২০১৮ সকাল ১০:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যাবাদ অর্থনীতিবিদ
ভালো লাগার জন্য। কিন্তু
আমরা এই ভালো লাগা
চাইনা।

২| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: হিংস্র নর পিশাচেরা দন্ত বিকশিত করে
হাসে ক্রুর হাসি, ক্ষোভে মুষ্টিবদ্ধ হাত ছুড়ি অদৃশ্যে
আর অভিসম্পাত করি হায়েনাদের।


আমাদের এর বেশি করার নেই। ধন্যবাদ নুরু ভাই।

০৪ ঠা মে, ২০১৮ সকাল ১০:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্বি ভাই,
কিই বা করার আছে আমাদের,
নিন্দা আর আক্ষেপ করা ছাড়া!

৩| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: হোক প্রতিবাদ !

এভাবে আর কত ?



জাগো স্বাধীনতা
হাফেজ আহমেদ

এই দেশ আমার,
এই দেশ তোমার,
লাখো শহীদি আত্মার এই দেশ,
এই দেশ লাঞ্চিত নিপীড়িত মজলুম জনতার।

এই দেশ আমার শরীর, আমি এ দেশের,
শরীরের অধিকার রয়েছে আমার।
হায়েনার কালো চোখ
শকুনের বিষাক্ত ছোবল
রুখে দেওয়ার অধিকার,
রয়েছে আমার।

লাখো শহীদের রক্তে রঞ্জিত বধ্যভূমির
পবিত্র মৃত্তিকায় আবারও সেই রক্তের হলি খেলায়
শিহরণ কম্পিত হয়ে উঠে,
তনুর ঘাতক নরপিচাশ ঘুরেফিরে রাজমুকুটে,
নতুন করে আবারও ওত পেতে রয় দিন দুপুরে,
এমনি করেই সম্ভ্রম হানি হয় একে একে,
ঝরে পড়ে রিশার মত পুষ্পকলিকারা,
জগতের অভিনয় রয়ে যায় আগের মতই,
দিশেহারা জাতির ফিরেনা দিশা।

শুধু চেয়ে চেয়ে দেখা, দু"কলম লিখা
তারপর নব ইস্যুর হাতছানি,
ভুলে যায় পুরোনো মায়ের আহাজারি
ভুলে যায় সেই সম্ভ্রমহানির কাহিনি,
চুপচাপ জগত
চুপচাপ তুমি, আমি।
আর কত এভাবে ?
এভাবে আর কত ?

আজ আমি বড়ই হতভম্ব,
চরম শংকিত, মর্মাহত,
আমি নির্বাক নিস্তব্দ,
এ কোন কর্ডিয়াক এরেষ্টের থাবায়
বধ্যভূমির প্রশস্ত বক্ষ?
নেই ডাক্তার, নেই সি পি আর,
চারিদিকে শুধু
স্বার্থের কাণ্ডারি দালাল, জঙ্গিবাদ আর
হায়েনারা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমার স্বাধীনতা।

নরক বেষ্টনিতে ঢাকা পড়া
স্বাধীনতা শব্দের বর্ণমালারা
নিঃশব্দ আর্তনাদে চিৎকার করে
এই বাংলায় আজও বাংলার স্বাধীনতা চায়।

হলি অ্যার্টিজান, পিলখানা আর রানা প্লাজার
ধংশাস্তুপে চাপা পড়া অজস্র মাথার খুলি
আর ধর্ষিতা নিশুর পড়ে থাকা নিথর দেহের পাশে
আজও শহীদি আত্মারা নৈঃশব্দে
মুক্তির মিছিলে মিছিলে আওয়াজ তোলে।
কন্ঠে তাদের,
জাগো স্বাধীনতা, জাগো স্বাধীনতা... জাগো।

০৪ ঠা মে, ২০১৮ সকাল ১০:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার ঐক্যবদ্ধ চেষ্টা আর প্রতিবাদে
কেপে উঠুক পাপীদের অনন্তরাত্তা।

৪| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন:

০৪ ঠা মে, ২০১৮ সকাল ১০:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফাঁসি চাই অপরাধীদের।

৫| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:৪১

তারেক ফাহিম বলেছেন: ভারাক্রান্ত মন এখনও।
অকালে প্রান হারিয়েছে বোনের সমতুল্য মেয়ে।

কবিতায় প্রতিবাদ ভালো লাগলো।
একটার পর একটা খুন ধর্ষন আবারও মনে করিয়ে দেয়, স্বাধীনতা মানেই পুস্তকের পাতা :(

০৪ ঠা মে, ২০১৮ সকাল ১০:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেন এই নরপশুরা এই সকল ফুলের মত নিস্পাপ
মেয়েদের বোন কিংবা কন্যা ভাবতে পারেনা?

৬| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: এখানে একটা নিশ্চুপ রহস্য আছে। এই ঘটনার নিন্দা জানাই। অপরাধী সনাক্ত হোক, বিচার হোক, ফাঁসি হোক।

০৪ ঠা মে, ২০১৮ সকাল ১০:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সকল রহস্যের উন্মোচন হোক,
প্রকৃত অপরাধীকে দৃষ্টান্তমূলক
শাস্তি প্রদান করা হোক।

৭| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১২:৫০

আকতার আর হোসাইন বলেছেন: ঐ সব নরপশুদের মুখে একদলা থুতু ..

০৪ ঠা মে, ২০১৮ সকাল ১০:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
থুতুতে কাজ হবে বলে মনে হয়না,
এদের প্রকাশ ফাঁসি হওয়া উচিত।
২/১টা ফাঁসি হলে নিশ্চিত এই
প্রবণতা হ্রাস পাবে।

৮| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৩:২৬

কাওসার চৌধুরী বলেছেন: বলার কোন ভাষা নেই। শুধু ধিক্কার জানাই।

০৪ ঠা মে, ২০১৮ সকাল ১০:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চৌধুরী ভাই নিন্দা জানাবার ভাষা নাই
তবে এদের শাস্তি নিশ্চিত করতে
প্রতিরোধ গড়ে তুলতে হবে।

৯| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ১১:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাসফিয়া কাব্য বেশ হয়েছে।
ঘাতকদের শাস্তি হোক।

০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ লিটন ভাই
সহমত প্রকাশের জন্য।

১০| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই।
সব সময় যাকে কাছে পাই
সে আমাদের রাজীব ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.