নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
মন্তব্য খরা (কবিতা)
নূর মোহাম্মদ নূরু
বৈশাখের খরার সাথে, চলছে আর এক খরা,
ব্লগেতে মন্তব্য খরা! বলুন যায় কি করা!
পড়তে পারে, লিখতে পারে, মন্তব্যতে বোবা,
এমন ধারার খরার কথা, শুনছে বলো কেবা?
লেখে সবাই আশা করে, সকাল সন্ধ্যা খাটি
মন্তব্য না পেলে তাতে, সব হয়ে যায় মাটি।
যদিও সব লেখা গুলো, মানে নয়তো দামি,
সমালোচনা করতে যেয়ে, কেন যাওগো থামি!
বলতে কিছু, কলম তোমার, কেন বলো থামে?
যেনো তাতে, লেখকের মান যে নীচে নামে।
ভালো মন্দ যা্ই হোক, দিয়ো তোমার রায়,
এ আশাতেই লেখক লিখে, মন্তব্যটা চায়।
মন্তব্য না করলে হেথায়, হবে শুধু লেখা,
ব্লগেতে আসবেনা কেউ, যতই করো কা কা।
ব্লগ তখন গোত্তা খেয়ে, হবে ভূপাত তল,
খরার মাঝে কেউ দেবেনা, একটু খানি জল।
এর থেকে উত্তরণে, সবার কাছে বলি,
পড়বে যারা, মন্তব্যতে লিখবে দু'এক কলি।
তা না হলে অক্কা পাবে, আমাদের এই ব্লগ,
বন্ধ হবে ওড়া উড়ি, পড়লে ধরা ব্লক।
প্রকাশ কালঃ ঢাকা, শনিবার
২৬ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ (৯ মে'১৫ ইং)
কবিতাটি ৩ বছর আগের হলেও পরিস্থিতি ঠিক আগের মতোই আছে
গতকাল ছড়ার রাজা প্রামানিক ভাই এর আক্ষেপের প্রেক্ষিতে পুনরায় সকলের
দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সনেট ভাই
প্রথম মন্তব্য করার জন্য।
(গতকাল শরীরটা বিদ্রোহ করায়
কারো মন্তব্যের প্রতিউত্তর করতে পারিনাই বলে দুঃখিত!)
অনিচ্ছাকৃত ত্রুটি সকলে নিজ গুণে মার্জনা করবেন)
২| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০১
বিদেশে কামলা খাটি বলেছেন: ফেসবুকে বাংলা লেখার সুযোগ আসার পরে ব্লগে পাঠক ও লেখক কিছুটা কমে গেছে বলে আমার পর্যবেক্ষণ।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ বিষয়টি আপনার
নজরে এসেছে বলে।
কি আর করা ফেসবুককে তো
দূরে ঠেলে দেওয়া যাবেনা।
৩| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০২
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার ভালো লাগা আমার
আগামী দিনের পাথেয়।
৪| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ফেসবুক একটা কারণে হতেও পারে।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফেসবুক শুধু নয়
মোবাইল ফোনও কারন হতে পারে।
৫| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, পোষ্ট পড়া হচ্ছে কম, লোকজন ক্লিক করছেন, কিন্তু পুরো পোষ্ট পড়ছেন না।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটাতো ৫বছরের বাচ্চা ও বলতে পারবে!
লোকজন ক্লিকতো করছে তাই ভিউয়ার বেশী,
মন্তব্য করেনা তাই মন্তব্য কম।
এটা বোঝতে আপনার এত সময় লাগলো। আফসোস !
৬| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অথচ এক সময় ব্লগ ছিল জম জমাট।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নতুনের কাছে পুরাতনের পরাজয়,
সবসময়ই হয়। মানতেই হবে।
৭| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ব্লগ খরায় নিয়মিত জল দেয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কে কার গোয়ালে ধোয়া দেয় বলুন,
তার পরেও আশায় থাকি ।
৮| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
তারেক_মাহমুদ বলেছেন: শুভ বিকেল, নুরু ভাই,হুম সামুতে আসলেই মন্তব্য খরা চলছে,বিষয়টি কবিতার ছন্দে তুলে ধরার জন্য ধন্যবাদ।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ তারেক ভাই,
শুভেচ্ছা রইলো সাথে থাকার জন্য।
৯| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১
মাহজাবীন আলম মারিয়া বলেছেন: যথার্থ বলেছেন।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হৃদয়ঙ্গম করার জন্য
আপনাকে ধন্যবাদ।
১০| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: আশাকরি কবিতার ছন্দে ছন্দে আবারো আনন্দে মেতে উঠবে আমাদের প্রিয় প্রাণাঙ্গণ। ধন্যবাদ আপনাকে।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদেরও সেই প্রত্যাশা কবি হাফেজ
আশা নিয়েই মানুষের জীবন,
আশা না থাকলে নিরাশার
অাধারে নিমজ্জিত হতাম
আমরা।
১১| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
সনেট কবি বলেছেন:
কবি গুরু নূর মোহাম্মদ নূরু
রবীন্দ্র নাথ ফেল
কেউ বলে না এ সত্য কথা
খায় যদি আবার জেল!
মরা মানুষের কাহিনী লিখে
ক্লান্ত হয়ে শেষে
কবিদের ভাত মারতে
কবিতা লেখেন হেসে।
কি বলব কাব্যতে তাঁর
রং ধরল ঢের
জানি না তিনি কোন পর্যন্ত
টানেন এর জের।
কবে আবার সনেট ধরে
আমারে করে ফতুর
সেই ভয়েতে ছড়া লিখে
হচ্ছি আমি কাতর।
তবু বলি গুরুরে আমার
লিখুন ঝড়ের বেগে
যে যা বলুক দিবেন না কান
যাবেন না মোটেই রেগে।
শত বর্ষ পরে আপনার কবিতা
পাঠক পড়ে হবে অস্থির
বলবে তারা কবিতা রাজ্যে
কে যে আসল বীর।
সকলে ছেড়ে পাঠকে ফিরবে
মহাগুরু নূরুর পিছে
বলবে সকলে, নূরুই সত্য
আর সব হলো মিছে।
বিঃদ্রঃ আগের মন্তব্যে ভুল থাকায় সেটা মুছে দিন।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবি গুরু নূর মোহাম্মদ নূরু
রবীন্দ্র নাথ ফেল
আশা করি উপহাস নয়
নয়কো এটা তেল!!
গুলিয়ে ফেলি ছড়ার মাঝে
আপনার লেখা সনেট,
গাড়ির ইঞ্চিন খুলতে গিয়ে
খুলে ফেলি বনেট।
তাইতো আমি দূরে থাকি
কাব্য চর্চা করিনা !
তার পরেও ইস্যু পেলে,
কাউকে কিন্তু ছাড়িনা।
১২| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ব্লগে আষাঢ় মাস আসুক,
বৃষ্টি হোক, পুকুর ঘাট ভরুক,
আমি মাছ চাষ করমু।।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বড়শি নিয়ে বসে আছি
ধরবো আপনার কৈ!
গাছে তুলে দিয়ে কিন্তু
সরাইবেন না মই !
১৩| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
প্রামানিক বলেছেন: হা হা হা - - -
নুরু ভাই ছড়া লিখেছেন না পড়ে কি পারি?
যা লিখেছেন সবই সত্য নয় তো বাড়াবাড়ি।
মন্তব্যতে লাগছে খরা কি আর যাবে করা
সবাই মিলে উচিৎ হবে ব্লগে লেখা পড়া
যে যাই পারেন দু'কলম ভাই লিখে যাবেন শেষে
লিখতে পড়তে মাথা খাটাবেন বিজ্ঞ লোকের বেশে।
দেখবেন একদিন আপনাআপনি ব্লগ হবে খাড়া
অযোগ্যরাও যোগ্য হয়ে দিবে লেখায় সারা।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মতো আমিও ভাই
আশায় গুনি দিন,
তার পরেও আশার আলো
হয়ে যাচ্ছে ক্ষীণ !
১৪| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
নূরু ভাই ইয়া বড় বড় পোস্ট লিখে।
অতকিছু পড়া যায়??
আপনার রম্যই ভাল। চাঁদগাজী সারা জীবনেও এমন রম্য লিখতে পারবে না।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পড়তে যদি কষ্ট লাগে
অসুবিধা নাই
সব সময় সকল লেখায়
উপস্থিতি চাই।
গাঁজীসাব, বাপরে বাপ, ওনার কথা ছাড়েন
যত পারেন, যখন পাবেন সুরসুরি মারেন।
১৫| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মন্তব্য করার জন্য কয়েকজনের সাথে ক্যাচাল বেঁধে আছে।(আমার) আপনি সন্ধি করে দিন।
কালকে রবী ঠাকুরকে নিয়ে লিখবেন।।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সন্ধি আমি করিনা যারা ক্যাচাল করে,
এড়িয়ে চলেন, দেখবেন তারা এমনি যাবে সরে।
সবার সাথে ক্যাচাল করা যদিও নয় ভালো
কারা আপনার সাথে বলেন মুখ করেছে কালো?
১৬| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১০
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার অভিমান মিশ্রিত কবিতা। আমিও চাই কমেন্ট আরো বেশী হোক এতে লেখকরা অনুপ্রাণিত হবে।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ চৌধুরী ভাই,
মন্তব্য ভালো লাগলো।
তবে তাই হোক
আশায় বাধি বুক।
১৭| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
প্রামানিক বলেছেন: নুরু ভাই গেলেন কই
এদিকে তো হই চই
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুঃখিত ভাই হঠাৎ করে
চলে যেতে হলো,
মিস করেছি খুব তাদের
যারা এলো কে গেল !!
১৮| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
নুরু ভায়ের লেখায় মন্তব্য করতে
বুক করে দুরু দুরু,
কাঁচা লেখা পড়তে কিন্তু
কুচকাবেনা ভ্রূ।
নুরু ভাই আর প্রামাণিক ভাই
ছড়ার জগতে হিরো,
আমরা যারা পুচকে বালক
তাদের কাছে জিরো।
নিজাম ভায়ের গান Gun
রাজিব ভাই নুরের আলো,
নবীন হয়ে আমরা আছি
দিনেও দেখায় কালো।
মন্তব্য নিয়ে আর লিখতে
হবেনা পালিয়ে যাবে খরা,
আড়মোড়া ভেঙ্গে জাগলে সবাই
কেটে যাবে জ্বরা।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজেকে এমন ভাবে
ছোট ভাবতে নেই,
সবার তরে সবাই মোরা
হাত বাড়াবো যেই।
জ্বারা খরা কেটে গেলে
হাসবে ব্লগ বাড়ি
তাইতো বালি কারো সাথে
কেউ দিয়োনা আড়ি।
১৯| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:২৫
সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা পড়েও বেশ মজা লাগল আর অন্যদের মন্তব্যগুলোও ছিল বেশ ভালো।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সফেদ বিহঙ্গ
এনজয় করার জন্য।
২০| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:৪৩
মাআইপা বলেছেন: ৩ বছর আগের কবিতা এখনও তার দাবী বহন করে চলছে।
এখানে অনেকেই আছেন যারা মন্তব্যের উত্তর দেন না। কারণ কি বুঝি না।
মন্তব্যের উত্তর না দেয়া ব্লগারের লিস্ট আছে আমার কাছে। তাদের লেখা পড়ি কিন্তু মন্তব্য করি না। আপনার যে লেখা আমার প্রথম পড়া প্রিয়তে নেয়া-
“মুষ্ঠিযুদ্ধের কিংবদন্তি, সর্বকালের সেরা মুষ্ঠিযোদ্ধা মোহাম্মদ আলীর ৭৬তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা”
নো কমেন্ট লিস্টে কিন্তু আপনার নাম নেই।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ মাআইপা,
যতদূর মনে পড়ে আপনার কোন
লেখায় আমার মন্তব্য ছিলো।
আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।
২১| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
খুবতো রম্য লিখলেন? এখন সবাইকে লাইন ধরে দাঁড় করিয়ে রেখেছেন!!!
প্রতিউত্তর না করলে কমেন্ট করার কোন দরকার আছে??
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাগ করা ভালো নয়
গুরু জনে বলে,
কাঙ্গালের কথা কিন্তু
বাসি হলে ফলে।
আপনাকে সর্বাধিক প্রতিউত্তর করেছি !!
কারণ আপনাকে পছন্দ করি বেশী!!
কারন কিন্তু ওনি!!
২২| ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: মোটেও মন্তব্যের খরা না।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারও তাই ধারণা
মোটেও মন্তব্য খরা না!!
২৩| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৭
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মন্তব্যর উত্তর না দিয়ে পালিয়ে গেলেন নাকি? আজ আবার দুপুর ২-১২ একটা পোস্ট করেছেন কিন্তু এই পোস্টের মন্তব্যর উত্তর না দিয়ে। আবার বলছেন মন্তব্যরর খরা !!""""""!!!!!!"
০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি কিন্তু যুক্তি মানলেন না.
দুপুর ২:২৪ মিনিটে এই পোস্টের
সনেট কবির প্রথম মন্তব্যে যুক্তি
দিয়ে বলে ছিলাম মন্তব্যের প্রতিউত্তর
না করার কারণ। কিন্তু আপনি যুক্তি
না মেনে অভিযোগের কাঠগড়ায়
দাঁড় করিয়ে দিলেন!! আপনি
"যুক্তি না মানলে যুক্তি দিন"
২৪| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৯
এম আর তালুকদার বলেছেন: এত কবির লেখার মাঝে
কি আর লিখবো কথা !
পোষ্টে মন্তব্য না থাকায়
আমার মনেও ব্যাথা।
নুরু,প্রামানিক,সনেট কবির
লেখা পড়তে লাগে ভালো
অনেক ব্লগারের লেখার ফলে
ব্লগে ছড়ায় আলো।
পড়ার পরে ভাল মন্দ
মন্তব্য কিছু করলে
লেখকের লেখার মান
আরো বেশি বাড়বে।
০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই কথাটা ব্লগাররা কেন বুঝতে চায়না
মন্তব্য করলে কিন্তু কম পড়ে যায়না।
মন্তব্যে বোঝা যায় কে কেমন বোঝে,
গোবরা পোকা গু'য়ের গন্ধ ভ্রমর মধু খোঁজে!
২৫| ০৭ ই মে, ২০১৮ রাত ৮:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
খরা কোথায় খরা?
মন্তব্যেতে পোষ্টটি দেখি ভরা
কাটুক খরা এমনি করে
সকল লেখায় পড়ুক সাড়া।
০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও তাই চাই
সাথে যদি পাই
সকলকে ভাই
দেখবে খরা নাই
২৬| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখায় তো আর খরা না। খরা থাকে আমার।
০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খরা খরা করতে এতবার নদে এলো বান
শিবের গীত গাইতে এবার কেউ ভানে ধান।
ধান ভানিতে কেউবা আবার ধরে খুশরি গান
মানি লোকের মান রাখিতে কারো যায় জান।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০১
সনেট কবি বলেছেন: খাসা।