![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
জিপিএ ভাবনা (কবিতা)
নূর মোহা্ম্মদ নূরু
হাজার লাখো ছাত্র-ছাত্রী পরীক্ষাতে পাস,
জিপিএর ছড়া ছড়ি ব্যাপক উল্লাস।
হাজার স্কুল পাশ করেছে নিয়ে শত ভাগ,
প্রশ্নবিদ্ধ জিপিএতে বাড়ছে শুধু রাগ।
পিতা মাতা প্রশ্ন খুঁজে পরীক্ষার আগে,
জিপিএটা যদি জোটে ছেলে মেয়ের ভাগে।
জিপিএর মর্যাদা তাই গেছে ক্ষুন্ন হয়ে,
ফাঁস করা প্রশ্নপত্রে পরীক্ষাটা দিয়ে।
আগে ছিলো বিভাগ শ্রেনী এখন জিপিএ,
সোনা রূপা মিলে মিশে এক হয়েছে গিয়ে।
তাইতো এখন সোনা রূপা রাংতা দিয়ে মোড়া,
বাজারেতে বিকাচ্ছে তা গাধার দামে ঘোড়া।
এমনি করে দিনে দিনে কমছে শিক্ষার মান,
জিপিএতে মুখে হাসি ভিতরটা ম্লান।
আগের মতো কেউ হাসেনা পরীক্ষা পাশ করে,
উচ্চ শিক্ষার আকাংখাটা তাই যাচ্ছে মরে।
উপায় আছে শিক্ষার্থীদের রাখতে ধরে পাঠে,
অসাধুদের ধরতে হবে নামতে হবে মাঠে।
আগের রাতে প্রশ্ন পত্র হয় না যেনো ফাঁস,
ব্যর্থ হলে ছাত্র-ছাত্রী দেশের সর্বনাস।
সময় আছে আগে ভাবো করনীয় কী,
তানা হলে ছাইয়ের মাঝে পড়ে যাবে ঘী।
গাধা দিয়ে হয়না কভু ঘোড়ার কর্ম করা,
সার শূণ্য জিপিএ তো জীয়ন্তে যে মরা।
প্রকাশকালঃ
ঢাকাঃ সোমবারঃ ৭ মে’ ২০১৮ইং
গতকাল প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার রেজাল্ট
০৮ ই মে, ২০১৮ সকাল ১১:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সনেট কবি
আমার লেখাটি কবিতার স্বীকৃতি
দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।
২| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
আগের "ডিভিশন" পদ্ধতি থেকে জিপিএ পদ্ধতি সঠিক।
০৮ ই মে, ২০১৮ সকাল ১১:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাক্যটি হবে
"আগের ডিভিশন পদ্ধতি থেকে বর্তমান জিপিএ পদ্ধতি উত্তম"
৩| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবাই পাস করুক। কেউ যেন ফেল না করে। শিখতে হবে সবাইকে। শেখাতে হবে সবাইকে। সবাই ভালো জীবন লাভ করুক।
০৮ ই মে, ২০১৮ সকাল ১১:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানতে হবে, বুঝতে হবে,
শিখতে হবে। জানার, শেখার
কোন বয়স নাই।
৪| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৩
সনেট কবি বলেছেন:
প্রাণ ছুঁয়েছে মন ছুঁয়েছে
কাব্য কথা পড়ে
কোখায় যেন হারিয়ে গেছি
ছন্দ বায়ু ঝড়ে।
শুরু থেকে শেষ অবদি
ভাঙ্গাচুরা নেই।
পরিপাটি কাব্য গাঁথা
কথার মালাতেই।
দরকারী সব কথা জোড়া
গড়তে নৈতিকতা
জন মঙ্গলেতে কবি
ভাঙ্গে নিরবতা।
গুণী নিয়ে লিখতে লিখতে
হলেন নিজে গুণী
কাব্যে তাঁর আমরা কত
দারুন কথা শুনি।
০৮ ই মে, ২০১৮ সকাল ১১:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সনেট কবি শেষে কিনা ছড়াকার হলেন,
মন্দ নয় সহজ ভাষায় যা কিছুই বলেন।
শব্দ বুঝতে ডিকসনারি যদি লাগে ভাই
এত কষ্ট করার মতো পাঠক যে আর নাই।
৫| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
ব্লগার_প্রান্ত বলেছেন: I am GPA 5
০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৬| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
এম আর তালুকদার বলেছেন: চমৎকার
০৮ ই মে, ২০১৮ সকাল ১১:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ তালুকদার ভাই
শুভেচ্ছা রইলো।
৭| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: জিপিএ পদ্ধতি ঠিক আছে কিন্তু প্রশ্নচুরিই প্রধান সমস্যা। আর শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আরো সচেতন হতে হবে। সেই সাথে শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী ( আধুনিক) পদ্ধতি চালু করতে হবে। ভালো লিখেছেন। ধন্যবাদ।
০৮ ই মে, ২০১৮ সকাল ১১:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ হাফেজ ভাই
শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী ( আধুনিক)
পদ্ধতি চালু করতে হবে।
৮| ০৭ ই মে, ২০১৮ রাত ৮:৩৮
শামচুল হক বলেছেন: দারুণ ছড়া।
০৮ ই মে, ২০১৮ সকাল ১১:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ শামচুল হক ভাই
(ছড়া!) ভালো লাগারজন্য।
৯| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:৩৫
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার লেখা।
০৮ ই মে, ২০১৮ সকাল ১১:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ চৌধুরী ভাই
উৎসাহিত হলাম।
শুভেচ্ছা রইলো।
১০| ০৮ ই মে, ২০১৮ ভোর ৫:৫৮
প্রামানিক বলেছেন: নুরু ভাই গেলেন কই?
০৮ ই মে, ২০১৮ সকাল ১১:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আছি আসে পাশে
দেখি কে এলো!
আপনি না এলে কিন্তু
মুখ হতো কালো।
১১| ০৮ ই মে, ২০১৮ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
০৮ ই মে, ২০১৮ সকাল ১১:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই
কবিতাটি ভালো লাগার জন্য
১২| ০৮ ই মে, ২০১৮ দুপুর ২:০৩
প্রামানিক বলেছেন: ছড়া তো ভালই লেখেন
থাকেন না ক্যান বাড়ি
আপনার জন্য অন্যের কাছে
খেতে হয় যে ঝাড়ি।
০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এইনা হলে বন্ধু কিসের
দোষ নিবেন না গায়?
পরে কি আর বুঝতে পারে
যেমন বোঝে মা'য়।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৫
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।