নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বন্ধু হতে বন্ধু পেতে (কবিতা)

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯


বন্ধু হতে বন্ধু পেতে (কবিতা)
নূর মোহাম্মদ নূরু

বন্ধু হবে তুমি আমার ? বন্ধু আমার প্রাণের,
সুখ দুঃখ ভাগা ভাগি, সুর হবে কী গানের ?
বন্ধু হবে ফুলের মতো, শুভ্র জমিন বুকের,
বন্ধু হবে সুখের সময় থাকবে সাথে দুঃখের?

শীতের রাতে ওমের মতো বন্ধু হবে তুমি?
নকসী তোলা কাথার মতো বন্ধু যে চাই আমি।
শিউলি ফোটা ভোরের মতো বন্ধু হলে তুমি.
বুকের খাঁচায় পাখির মতো থাকবে দিবা যামী।

রাতের গায়ে তারার মতো বন্ধু হলে তুমি,
দুপুর রোদে বটের মত ছায়া দিবো আমি।
জলের নিজে ছায়ার মতো বন্ধু পেতে চাই,
বৃষ্টি ভেজা শাড়ীর মতো জড়িয়ে রবে ভাই।

যবে তুমি বন্ধু হবে, ভাববে তোমার স্বজন,
সুখে দুঃখে আমিও তোমায় করে নিব আপন।
বন্ধু হতে বন্ধু পেতে, বৃথা খোঁজা খুঁজি,
বন্ধু পেতে বন্ধু হতে, শুভ্র হ্দয় পুঁজি।


প্রকাশকালঃ ৯ মে ২০১৮, বৃহস্পতিবার
উৎসর্গঃ ব্লগের কিচ্ছু ভাল্লাগেনা খ্যাত গাজীসাবকে
গতকালের বন্ধুত্ব চিরন্তন কবিতায় বন্ধুত্বের সংজ্ঞা খোঁজার প্রেক্ষিতে

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

ওমেরা বলেছেন: বাহ্ - খুব সুন্দর তো !

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ওমেরা
কবিতায় প্রথম মন্তব্য
প্রদানের জন্য।
আশা করি শুভ্র হৃদয়ের
বন্ধু খুঁজে পেয়েছেন।

২| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

শামচুল হক বলেছেন: ছন্দ কবিতা খুব ভালো লাগল।
এখন আপনার দোস্ত চাঁদগাজী কি বলে সেইটা দেখা দরকার?

০৯ ই মে, ২০১৮ রাত ৮:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবের অপেক্ষায়.................

রাতে একটু কম দেখেনতো
দড়িকে বলেন সাপ
বিলম্বের গোস্থাকি
তাই করেছি মাফ !!

৩| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার এই কাব্য প্রতিভা এতকাল দেখিনি কেন জনাব?

০৯ ই মে, ২০১৮ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাত্র আট মাস বয়স তোমার
সামুর এই ভূবনে,
কত কিছু দেখার আছে
তোমার সুন্দর জীবনে!!

দেখতে থাকো, লিখতে থাকো
ভরে তোমার খাতা
পরিশ্রম তোমার সফল হবে
যাবেনাকো বৃথা!

৪| ০৯ ই মে, ২০১৮ রাত ৯:১১

ঢাবিয়ান বলেছেন: =p~ আপনাদের বন্ধু হওয়ার দরকার নাই। তাইলে আমাদের সব মজা মাটি =p~

০৯ ই মে, ২০১৮ রাত ৯:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বন্ধু হতে হৃদয় কিন্তু শুভ্র হতে হয়
শুভ্র হৃদয় ছাড়া বন্ধু বলেন কেমন করে হয় !!

৫| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা


ভালো লিখেছেন ভাই।।

১০ ই মে, ২০১৮ সকাল ১১:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ শাহরিয়ার ভাই
প্রাঞ্জল মন্তব্য প্রদানের জন্য্

৬| ০৯ ই মে, ২০১৮ রাত ১১:০৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভ্র হৃদয় পুজি।
দশ কথার এক কথা।
ভাল লাগল কবি।
শুভেচ্ছা নিন।

১০ ই মে, ২০১৮ সকাল ১১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবির তকমা লাগিয়ে দিলেন ভাই!
আমিতো নই, তবে চেষ্টা করি,
এটাকে কবিতা বলা যায়না,
বৃথা চেষ্টা মাত্র।

৭| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

১০ ই মে, ২০১৮ সকাল ১১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রাজীব্ ভাই
কবিতাটি পাঠ করার জন্য।

৮| ১০ ই মে, ২০১৮ দুপুর ১২:০৪

প্রামানিক বলেছেন: ছন্দ তো ভালই লাগল
পড়তে মন্দ নয়
ছন্দ তালে কথার রসে
পাঠক করেছেন জয়।

ভালো লাগল ছড়া। ধন্যবাদ নুরু ভাই।

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যার তরে অপেক্ষা সে তো আসে নাই
তারে ছাড়া বলেন তো কেমনে বাড়ি যাই,
তিনি আমার চির দিনের শত্রু মিত্র সখা,
দুঃখ পাই প্রতিদিনে না পেলে তার দেখা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.