নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

যে ছবির ক্যাপশন লিখতে লজ্জিত আমি (একটি ডিজিটাল কবিতা)

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০১


অল্প বিদ্যা ভয়ংকরী। ⇨A little learning is a dangerous thing.
বাংলার এক শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন কবিতার ভাবার্থঃ
কপোল ভিজিয়া গেলো নয়নের জেলে
এক ছাত্র প্রশ্ন করলো স্যার কপোল মানে কি?
শিক্ষকঃ সব গাধা, এরা কপোল মানেও জানেনা ! ছ্যা !
গাধা কপোল হলো কপাল !!
ছাত্রের প্রশ্নঃ স্যার তাহলে নয়নের জলে কপাল ভিজিল কেমনে?
শিক্ষক পড়লেন ভ্যবচ্যাকায়! কপোলের অর্থ তিনিও জানেননা!
কিন্তু ছাত্রের কাছেতো তা প্রকাশ করা যাবেনা। তিনি ছাত্রকে ধমক দিয়ে
বললেন পরের লাইন শুনবিতো আগে !
পা দুখানি বাধা ছিলো তমালেল ডালে
ছাত্রটি কবিতার মানে বুঝলো, হয় ধমকের জন্য
নয়তো মূর্খতার জন্য।

যেমন এক ডিজিটাল ছাত্র পিছনের বেঞ্চে বসে সেলফোনে
আঙ্গুলের স্পর্শ বুলিয়ে যাচ্ছে।
এটি নজরে আসলো এক ডিজিটাল
শিক্ষকের। তিনি ছাত্রটিকে দাঁড় করিয়ে প্রশ্ন করলেন, তুমি বুঝেছ?
ছাত্রটির নির্বিকার জবাব, হ্যাঁ স্যার বুঝেছি!!
ডিজিটাল যুগের ছাত্রদের সায়েস্তা করতে ডিজিটাল শিক্ষক বললেন,
তুমি যে বুঝনাই, তা যে আামি বুঝেছি তাও তুমি বোঝ নাই!!

আমার অদ্যকার ছবির ফিরোজ পাটোয়ারী শহীদ দিবস কি তা যে বোঝেনাই
সেই কথাযে পাবলিক বুঝে ফেলেছে, তাও তিনি বুঝেন নাই। লজ্জা শুধু
ফিরোজ পাটোয়ারীর নয়, লজ্জা আমাদের, লজ্জা বাঙ্গালী জাতির যে জাতি
বাংলা ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রাণ দিয়েছিলেন।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে দেশে চেতনা ব্যবসা চালু থাকে, সে দেশে এরকম একটু আধটু ভুল হতেই পারে...

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ তালাছ আমার,
একটু আধটু ভুল যোগ্য জানি ক্ষমার
যদি না হতো তাতে ধুলিস্যাৎ
জাতির অহংকার।

২| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

আকতার আর হোসাইন বলেছেন: কি আর বলব। নেতা নামে ফেতা ওরা....

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধিক ওদের শিক্ষা,
ধিক ওদের অজ্ঞতাকে!

৩| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

জোকস বলেছেন: আমাদের চারি পার্শে কিছু পাতি নেতা আছে, তদের এমন ভাব যে, সে অনেক কিছু হয়ে গেছে। তারা যে মুরখতার পরিচয় দিচ্ছে আমরা সেটা টের পাচ্ছি কিন্তু সে বুঝতে পারছে না।

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশ আজ মহাকাশে তার নাম লিখিয়ে নিয়েছে
আর এমন সময়ে এই মূর্খতা আমাদের অজ্ঞতার
পরিধি বাড়িয়ে দিচ্ছে।

৪| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


৪৭ বছর পর, দেশের অর্ধেক জনসংখ্যা শিক্ষাহীন, এবং এদের একাংশ বিভিন্ন দলে ঢুকে পড়েছে

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মেরুদণ্ডহীন প্রাণিরা
কোন কিছুই অর্জন করতে
পারনা। এরা সমাজের কলঙ্ক!

৫| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এবং এ থেকে কোন সংশোধনী নেই এটা আরো বড় লজ্বার!

কারণ আবারো তারা এমন ভুল করেই চলেছে!
প্রায়ই এমন পোষ্টার ব্যানার দেখে চলছি-

মাষ্টারতো তমালের ডালে ঝূলাইয়া ইজ্জ্বত বাঁচাইছে নিজের!
তিনারা কি বলিবেন????

১৯ শে মে, ২০১৮ রাত ৮:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উহাদের ইজ্জত বাঁচাইবার কোন পথই খোলা নাই।
বরং সমগ্র জাতির ইজ্জত ধুলায় মিশাইয়া দিবার
পায়তারা করছে।

৬| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

শায়মা বলেছেন: তুমি লজ্জিত আর আমি হাসতে হাসতে মরলাম! :P

১৯ শে মে, ২০১৮ রাত ৮:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই জন্যই বলে
কারো সর্বনাশ আর
কারো পৌষ মাস!! =p~

৭| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

শাহিন-৯৯ বলেছেন: এখানে আরও অনেক আছে

১৯ শে মে, ২০১৮ রাত ৮:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ শাহিন-৯৯
আরো কিছু বলদের
দর্শন করার সুযোগ
দেবার জন্য।

৮| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

ঢাবিয়ান বলেছেন: যেমন দল তাদের তাদের সাঙ্গপাঙ্গ

১৯ শে মে, ২০১৮ রাত ৮:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দলের কি দোষ যতি না শেখে
যম কি কৃষ্ণ হয় কালো রং মেখে !

৯| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

পবন সরকার বলেছেন: ইনিই হলো উপযুক্ত নেতা।

১৯ শে মে, ২০১৮ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বড় নেতা হওয়া যায় করিলেও ভুল
তবে জাতিকে দিতে হয় তার মাসুল।

১০| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:৪৭

হাফিজ বিন শামসী বলেছেন: লজ্জা এ জাতির। এরাই আমাদের নেতৃত্ব দেয়। এদের পিছনে আমরা ঘুরঘুর করি।
ষোল কোটি মানুষের এক সংগে গলায় ফাঁস নেয়া উচিৎ।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের নতজানু বিবেক
এই সকল নেতাদের
ভুলত্রুটি শোধরানোর
অন্তরায়।

১১| ১৯ শে মে, ২০১৮ রাত ১১:০২

সাইন বোর্ড বলেছেন: যে দেশে স্বাধীনতার ৪৭ বছর পরও মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা চলে, সে দেশে এটা খুব স্বাভাবিক ।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু দ্বায়ভার বহন করতে হয় জাতির !!

১২| ১৯ শে মে, ২০১৮ রাত ১১:৫৭

তপু তালুকদার বলেছেন: X(

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু রাগে ফুঁসলে হবে?
ঘৃনা প্রকাশ করতে হবে
ধিক্কার জানাতে হবে।

১৩| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: এখনও এরকম নির্বোধের অনেক অনেক আছে।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দিনে দিনে বাড়ছে এই সকল
নির্বোধের সংখ্যা। এরাই একসময়
দেশের নেতৃত্ব দিবে আর পয়দা করবে
এমন নির্বোধদের।

১৪| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:২২

নীল আকাশ বলেছেন:

কোনো কিছুর লেখার রুচি হচ্ছে না।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমাদের রুচি দিনে দিনে ভোঁতা হয়ে আসছে
একসময় ঠিক হয়ে যাবে। তখন সব স্বাভাবিক
মনে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.