![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
আমার আমি
নূর মোহাম্মদ নূরু
ভালো লাগে ভালোবাসি, সত্যি কথা বলতে,
ভ্রুকুটি আর ব্যাঙ্গ দলি, সত্য পথে চলতে।
ন্যায্য বলি সত্যে চলি, চর্চা করি জ্ঞানের,
মন্দ লাগে কারো কাছে, কারো সুর মনে হয় গানের।
চলতে পথে অনেক বাঁধা, পথ বড় দূর্গম
অশ্রু ঝরে রক্ত পড়ে, ঝরে মাথার ঘাম,
নষ্ট মানুষ দুষ্ট ক্ষত, প্রতি পদে আছে,
নতি স্বীকার করিনাতো, কভু তাদের কাছে!
ময়লা ধুলা দু'পায়ে মাড়াই উপেক্ষীয়া বৈরী,
সকল বাধা জয় করিতে, সদা আমি তৈরী।
সত্য পথে চলতে গেলে, জানি বিপদ আসে,
সত্য হলো ঐশি বল, সকল বিপদ নাশে।
সুজন কুজন চলতি পথে, দেখা সদা মেলে,
সুজনেরে বুকে টানি, কুজনেরে ঠেলে।
কপট কেহ কথার জালে, হয়তো কাছে আসে,
তাই বলে কি লোহা কভু, পানির উপর ভাসে।
পিতা আমার শিক্ষক আর, হাজী আমার দাদা,
তাঁরা আমায় শিখিয়ে গেছেন, কালো কোনটা সাদা।
দেশকে নিয়ে গর্ব করি, বাংলা কথা বলি,
সহজ, সরল জীবন যাপন, পাপ এড়িয়ে চলি।
শোলা ভাসে ডোবে লোহা, যার যেটা ধর্ম
জ্ঞানীরা বুঝতে পারে, কি কথার কি মর্ম।
মূর্খ্য যারা তর্কে মাতে, বিবাদ করে সদা,
তাদের থেকে দুরে থাকতে, বলতেন আমার দাদা।
আমার আমি আমার মতো, কারো মতোই নই
তোমরা কেন বলছো বেশী, অযথা হই চই।
আমি যাহা তাহার জন্য, লজ্জিত নই মোটে।
সত্য নিয়ে থাকবো তাতে, নিন্দা যদিও জোটে।
প্রকাশকালঃ ২২ মে ২০১৭ইং
উৎসর্গঃ আমার প্রিয় কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক আবু হেনা আশরাফুল হক ভাইকে
২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ফরিদ ভাই
কবিতায় আপনার প্রথম ভালো লাগা
আমাকে সম্মানিত করেছে।
শুভেচছা রইলো।
রমজানুল মোবারক
২| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৩
কাইকর বলেছেন: সুন্দর কবিতা
২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য কাইকর
সাথে থাকার জন্য।
শুভেচ্ছা সর্বদা।
৩| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯
বিজনদাদা বলেছেন: ভাল লাগল
২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে বিজন'দা
সাথে থাকবেন আগামীতে সেই প্রত্যাশায় রইলাম।
৪| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭
জোকস বলেছেন: ও এটা তো আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাইয়ের জন্য, আমি আর কি বলব।
২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বড়ভাই কে সম্মান জানালে তা আমাদের সবার
জন্যই সমানভাবে বর্ষিত হবে।
দুঃখ করার কিছু নাই
আপনাকেও নিয়েও একদিন
লেখবে কেউ
৫| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৯
ব্লগার_প্রান্ত বলেছেন: আমার খালু তোমার খালু,
নুরু খালু, নুরু খালু।
নুরু খালুর কবিতা
এর পরের লাইন পারতাছিনা
২২ শে মে, ২০১৮ বিকাল ৫:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ প্রান্তর পাতা
শুরু যখন হয়েছে
শেষ হয়েও যাবে।
ভালো কাজের মূল্য তুমি
অবশ্যই পাবে।
৬| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই নুরু
হবেন নাকি গুরু??
নুরু ভাউ!
আপনার একটা বই ছাপান! আমাকে একটা উপহার দিয়েন
২২ শে মে, ২০১৮ বিকাল ৫:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ কেউ নিজেকে ভাবলেও গুরু
আমি কিন্তু জীবনটা করছি কেবল শুরু।
সাথে চাই, নিরন্তর সমান্তরাল পথে
সত্য বলুন যদিও দ্বিমত থাকে মতে।
৭| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:১০
ঠাকুরমাহমুদ বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই, আপনার কবিতাটি দুইবার পড়লাম, একটা কথা কি সত্যি বলে মৃত্যু গ্রহণ করাও হবে বীরের মৃত্যু আর মিথ্যা বলে শত বছর বেঁচে থাকাও কাপুরুষের জীবন - কথায় আছে না কাপুরুষ মৃত্যুর আগেও শতবার মৃত্যু হয় । ভালো লেগেছে কবিতা, খুবই ভালো লেগেছে ।।
একবার বিদায় দে মা ঘুরে আসি।
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী।
কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলেম রাস্তার ধারে মাগো,
বড়লাটকে মারতে গিয়ে
মারলাম আরেক ইংলন্ডবাসী।
হাতে যদি থাকতো ছোরা
তোর ক্ষুদি কি পড়তো ধরা মাগো
রক্ত-মাংসে এক করিতাম
দেখতো জগতবাসী - - -
আপনার লেখায় এই কবিতা ও গান মনে পড়ে গেলো ।।
২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ঠাকুর ভাই
খুবই প্রীত হলাম আপনার আন্তরিক
ও দিল খোলা মন্তব্যের জন্য।
ভালো লাগার জন্য কৃতজ্ঞতা।
৮| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই, দুঃখ নিয়ে বলছি একটি কবিতা আছে “বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে” আসলে এই কবিতা সংসদে পাশ করে বদালাতে হবে তারপর গ্যাজেট প্রকাশ করে লিখেতে হবে ”বন্যেরা চিড়িয়াখানায় সুন্দর আর শিশুরা বেবী কেয়ারে” তা না হলে প্রশাসনের যেই অবস্থা হয়েছে তা ভাষায় প্রকাশ যোগ্য কোথায় ?
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
সবচে সুন্দর মেয়ে দুইহাতে টেনে সারারাত
চুষবে নষ্টের লিঙ্গ; লম্পটের অশ্লীল উরুতে
গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী।
শুধুই আফসোস করবো আমরা
পরিবর্তন হবার নয় কিছুই
কেবল রুপন্তর!!
৯| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
গদ্যে, পদ্যে শুধু নিজকে নিয়ে এত কথা কেন, কোন সমস্যা?
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুজন কুজন চলতি পথে, দেখা সদা মেলে,
সুজনেরে বুকে টানি, কুজনেরে ঠেলে।
কপট কেহ কথার জালে, হয়তো কাছে আসে,
তাই বলে কি লোহা কভু, পানির উপর ভাসে।
১০| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
সুমন কর বলেছেন: সত্য কথন। ভালো লাগা রইলো। +।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সুমন 'দা
ভালো লাগলো আপনার
ভালো লাগা।
১১| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: আপনার মতন ভাল আপনার কবিতা।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মোহাম্মদ জন চক্রবর্ত্তী দাদা
অনেক অনেক শুভেচছা ও শুভকামনা
আপনার জন্য।
১২| ২২ শে মে, ২০১৮ রাত ১০:১৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: আমার আমি আমার মত, কেউ নেই
ভালো লাগলো
২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ
আমি স্বকীয়তায় বিশ্বাসী
আমার বিশ্বাস সবাই তাই বিশ্বাস করে।
সৃষ্টি কর্তা প্রত্যেককে তার নিজস্ব গুনে
মাহিয়ান হবার নির্দেশ দিয়েছেন।
১৩| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৫১
প্রামানিক বলেছেন: গাজী ভাইকে খোঁচা দিয়ে লেখা করলেন শুরু
তিনি এখন ছড়ার রাজ্যে ব্লগ বাস্টার গুরু
নামটা হলো নূর মোহাম্মাদ নূরু।
ছড়া খুবই ভালো হয়েছে নূরু ভাই।
২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খোঁচা খুঁচি না করিলে
আগুন জ্বলেনা,
খোঁচা খুঁচি করেও
কারো লেজ সোজা হয়না।
১৪| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: আমি কিন্তু দিন দিন আপনার লেখার ভক্ত হয়ে যাচ্ছি।
২৩ শে মে, ২০১৮ রাত ৮:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি ভক্ত ছিলেন না কবে?
আমিতো আপনার ভক্ত সেই
১৯৫৭ থেকে !!
১৫| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রিয় নূর মোহাম্মদ ভাই, আমি সত্যিই দুঃখিত। নানারকম পারিবারিক কাজের ঝামেলায় ব্লগে নিয়মিত হতে পারছি না। এই কারণে এই অসাধারণ কবিতাটি আমার চোখ এড়িয়ে গেছে।
কবিতাটি আমাকে উৎসর্গ করায় অনেক অনেক ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই। শুভকামনা চিরকালের।
২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আবুহেনা ভাই
ফিরে আসার জন্য।
দোয়া করি আপনার সকল ঝামেলা
মিটে যাক অচিরে। আপনার সুস্থ্যতা
ও নেক হায়াতের জন্য প্রার্থনা করছি।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১
সনেট কবি বলেছেন: ভাল