নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ভাল্লাগেনাঃ ছড়া

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯


ভাল্লাগেনাঃ ছড়া
নূর মোহাম্মাদ নূরু

বাঁচতে আর সাধ জাগেনা
ভাল্লাগেনা আর কিছু।
সব কিছুই তিক্ত কটু,
ভেজাল ছারছে না পিছু।

খাটি গরুর দুধ পাওয়া যায়
যায়না পাওয়া খাটি দুধ,
ধারে টাকা যায়না পাওয়া,
পাওয়া যাবে দিলে সুদ।

ফল-মূলেতে বিষ দেওয়া হয়,
লাভের কড়ি তুলিতে।
বিষ খেয়ে যে মরছে মানুষ,
পারছিনা তা ভুলিতে।

স্বার্থ ছাড়া প্রিয়জনও,
চায়না কথা বলিতে।
টাকার লোভে মানুষ কেন,
অন্ধকারের গলিতে।

দেখে শুনে ঘৃনা লাগে,
স্বাধ জাগেনা বাঁচিতে।
সুন্দর ধরা নষ্ট হলো,
অসাধুদের দৌরত্বে।

তার পরেও বেঁচে আছি,
আছে যেমন অন্য জন।
ভেজাল প্রুফ হয়ে গেছি,
তাইতো যেন নাই মরণ।

আসবে সুদিন ঘুচবে কালো,
সেই আশাতে নিশি দিন।
অপেক্ষাতে আছি আমি,
আসবে কবে শুভ দিন।


প্রকাশ কালঃ ঢাকা, রবিবার, ২৭'মে ২০১৮ইং
উৎসর্গঃ ব্লগের স্বঘোষিত বীর মোঃ নিজাম উ্দ্দিন মন্ডল ভাইকে

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হোয়াট এ টাইমিং ভাইয়ু.......;)







থাকিলে পাশে নূরু ভাই
বীর বাহাদুরের ভয় নাই!
নূরু ভাই এগিয়ে চলো
আমরা আছি তোমার সাথে।

অহংকারীর ট্রাক্টর
ভেঙে দাও, গুড়িয়ে দাও...:P

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাদের ভালোবাসা
সাহসী করে আমাকে
আমি কি ডরাই কভূ
ভিখারী রাঘবে।

২| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ছন্দে ছন্দে দুলি আনন্দে। দারুন লিখেছেন।

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আনোয়ার ভাই
ছন্দে ছন্দে দোলার জন্য,
দোল খেতে থাকুন।

৩| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

ফেনা বলেছেন: থাকলে আশা
হবে বাসা-
সুদিনেরই আলোতে।

অনেক ভাল হয়েছে।
শুভ কামনা রইল।

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ফেনা ভাই
আশায় বাঁচার জন্য।

৪| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


ভেজালকারী সাবধান
ক্ষেপেছে আজ জনতা
অসৎপথ ছাড় রে তোরা
বলি যা ভাই শোন তা!X(

শুনিস নি কি ওরে মনু
পাপের ধন প্রায়শ্চিত্তে যায়
জানিস না তুই? এই দ্রব্য খাবে
তোরই কোন আরেক ভাই!!:(

রোজার মাসে সাবধান হ তুই
বেশী লোভ ভাল নয়!
সৎ পথে থাকলে পরে
নেই তো কভু পরকালে ভয়!!!:)

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যতই করি বারণ চলিস না আর কুপথে
শোননা বারণ অসৎ পথে চলে দূর্বার গতিতে।
আসিবে যেদিন মরণ তোমার বুঝিবে সে কি যন্ত্রণা,
সময় আ্ছে সামাল সামাল ঝেড়ে ফেলো কুমন্ত্রণা।

৫| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



ইয়াবা কোনভাবে সাহায্য করবে?

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবশ্যই ইয়াবা বহু ভাবে সাহায্য করিতে পারে!
আপনি যদি সাহসী হন তা হলে ইয়াবার কারবারী হতে পারেন, তাতে আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
যদি কম সাহসী হন তা হলে পরিচিতদের মাঝে ইয়াবার যোগান দিতে পারেন, তাতে বন্ধু মহলে আপনার কদর বাড়বে। টু'পাইস কামাই ও হবে।
যদি কোন সাহসই না থাকে তা হলে ইয়াবা সেবন করতে পারেন। তাতে যারা আপনার কাছে বিক্রি করবে তাদের উন্নতি হবে। আপনি আপনার না পাওয়ার বেদনা, হতাশা থেকে রিলাক্স থাকতে পারবেন। কি বলেন এটা কি ইয়াবার কম মহত্ত্ব?

৬| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:


"খাটি গরুর দুধ পাওয়া যায়
যায় না পাওয়া খাটি দুধ,
ধারে টাকা যায় না পাওয়া
পাওয়া যাবে দিলে সুদ।"................ বাহ, চমৎকার কবিতা।

কবিতাটি খাটি @ ভেজাল মন্ডল ভাইকে উৎসর্গ করাটা যুক্তিযুক্ত হয়েছে। :( :(

গায়ে মানে না, তিনি মোড়ল। B-) B-) B-)

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চৌধুরী ভাই এখন যে সময় অতিক্রম করছি আমরা
তাতে নিজের ঢোল নিজে না পিটিয়ে গত্যান্তর নাই।
অপরকে ঢোল পিটাতে দিলে ঢোলের ১২টা বাজিয়ে দেবে!

মন্ডল ভাই খুব মজার মানুষ
ব্লগটিকে চাঙ্গা করে রাখে।
এক একজন তো মহা সুশিল,
কোন কিছুর ব্যত্যয় পেলে
পাড়া মাতিয়ে তোলে,অথচ
নিজের দোষ খুঁজে পায়না।

৭| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


ভাল্লাগেনা ছড়া কি আমি লিখেছি যে, ইয়াবা আমার লাগবে?

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইয়াবা কোন ভাবে সাহায্য করবে কিনা প্রশ্ন আপনার!
আমি আমার সাধ্য মতো উত্তর দিয়েছি,
মানলে গাজী
না মানলে ...........কী ?

৮| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

জোকস বলেছেন:





মা ছেলেকে দুধ খেতে বলছে কিন্তু ছেলে দুধ খাচ্ছে না-

মা: বাবা, দুধটা খেয়ে নে। তোর অনেক বুদ্ধি হবে। তুই আইনস্টাইন হতে পারবি।

ছেলে: মা মা, সত্যি কি দুধ খেলে আইনস্টাইন হওয়া যায়?

মা: হ্যাঁ রে, বাবা দুধ খেলে আইনস্টাইন হওয়া যায়।

ছেলে: তাহলে গরুর বাচ্চাগুলো মানে আইনস্টাইন না হয়ে বড় হয়ে গরু হয় কেন?

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুবই জ্ঞানী কথা,
অনেক জ্ঞানী পোলা,
আমাদের গাজীসাবের মতো।
খালি প্রশ্ন আর প্রশ্ন !!

৯| ২৭ শে মে, ২০১৮ রাত ৮:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: বেশি আর দূরে নয়,

শুভদিন এল বলে ,

নূরুভাই লড়বে জানি,

মন্ডল ভাই পতিসেনা হলে।

পলাশীর যুদ্ধতে ইব্রাহিমও লড়েছিল,

বাবর কামান নিয়ে ইব্রাহিমকে মেরেছিল।

মন্ডলভাই পরমাণু নিয়ে,

লড়বে ভাল আশা য়ে,

গুড়িয়ে যাবে ট্রাক্টর, ফুটো হবে চাকা হে।

আশঙ্কা আছে মোর, গাজী স্যরের কী হবে?

যা করো মনে রেখো, গাজী যেন না মরে।

২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রণক্ষেত্র তৈরী আজি রুখিতে অন্যায়
জানিনা কে মরে বাঁচে কে নিবে তার দায়!
সেনাপতি মন্ডল আর পবন প্রধান সেনা
রণক্ষেত্রে বাহাদূরী যাবে তাদের চেনা!

গুড়িয়ে দেবে ট্রাক্টর ফুটো হলে চাকা
গাজী সাবে অক্কা পেলে মাঠ হবেযে ফাঁকা,
ফাঁকা মাঠে গোল দেয়াতে কোন মজা নাই,
শত্রু মিত্র সকল লেখায় তার মন্তব্য চাই।

১০| ২৭ শে মে, ২০১৮ রাত ৯:১৬

সাইন বোর্ড বলেছেন: বাস্তব অবস্থাকে তুলে ধরার প্রয়াস, ভাল লাগল।

২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সাইনবের্ড
আমি চেষ্টা করি আমার
লেখায় পাঠককে কোননা
কোন একটা ম্যাসেজ দিতে।
আশা করি ম্যাসেজটি পেয়েছেন।

১১| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:১৪

শামচুল হক বলেছেন: কবির মনে দুঃখ কিসের? যাহা করিলে ভালো লাগিবে তাহাই করুন না কেন? কবিতায় ভেজাল দেয়া শুরু করুণ।

২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শামচুল হক ভাই,
কবি তো সমাজের বাইরের কোন
মানুষ নয়। কবিরও আছে সুখ-দুঃখের
অনুভূতি। সমাজের বাস্তব চিত্র কবি তার
কবিতায় লেখে শিল্পী আঁকে তার ক্যানভাসে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য প্রদানের জন্য।

১২| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম।

২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই
মুগ্ধ হয়ে পড়ার জন্য।
সুরভী ভাবী কি পড়েছেন?

১৩| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:০৯

টোনাল্ড ড্রাম্প বলেছেন: https://www.youtube.com/watch?v=xE6WMyiY7-E

কিভাবে খাটি দুধ তৈরি করে একটা লিংক দিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.