| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নূর মোহাম্মদ নূরু
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

রাঘব বেয়াল, গেল কই!
নূর মোহাম্মদ নূরু
ঘটা করে নামছে এবার ধরবে রাঘব বোয়াল,
পাইক পেয়াদা অস্ত্র হাতে রাখছে সবই খেয়াল।
জাল ফেলিছে চতুর্দিকে পালাবার নাই পথ,
আম জনতা সাথে আছে ভুলে ভিন্ন মত।
কিন্তু একি! জাল যে ফাঁকা উঠছে চুনো পুটি,
রাঘব বোয়াল কোথায় তবে মিলছে না তার টুটি।
মরছে কিছু চুনো পুটি টাকি গোটা তিন,
বোয়াল মশাই মহানন্দে বাঁজায় মধুর বীণ।
তুড়ির চোটে ভূড়ি নাচে বোয়াল শুধু হাসে,
গলদ ঘর্ম পাইক পেয়াদা, বোয়াল পরবাসে।
সব আয়োজন জলে গেলো আয়োজকরা ভাবে,
বোয়াল ধরার মন্ত্র আবার নতুন শিখতে হবে।
তার পরেও কাজ হলোনা ! মন্ত্র ছিলো বাসি,
নতুন যুগের রাঘব বোয়াল খেয়ে হচ্ছে খাশি।
পেটে তাহার তেল জমেছে চোহারা চিক চিক,
পাইক পেয়াদার কাণ্ড দেখে হাসে যে ফিক ফিক।
যত গর্জে তত যদি বর্ষিত ভাই ভবে,
রাঘব বোয়াল পালাবার পথ পেতোনা তবে।
আয়োজন আর হুলুস্থলে আসল কাজ না হয়,
নিষ্ঠার সাথে কাজ করিলে তবেই আসে জয়।
ধরতে হলো রাঘব বোয়াল আমার কথা মানো,
কোনটা পুটি কোনটা বোয়াল সেটা আগে চেনো।
ঘাপটি মেরে আছে বোয়াল তোমার আশে পাশে,
চোখে তোমার পড়েনা তাই বোয়লেরা হাসে।
যতই হাসুক যতই লাফাক আসবে শুভ দিন,
দিনে দিন রাঘব বোয়াল হবে যে বিলিন,
নিষ্ঠা আর চেষ্টা নিলে জয় হবে নিশ্চিত,
পালাবে সব রাঘব বোয়াল তোমার হবে জিত ।
প্রকাশকালঃ ২৮ মে ২০১৮ ইং
উৎসর্গঃ প্রিয় প্রবান্ধিক আশাবাদী মানুষ কাওসার চৌধুরী ভাইকে
২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবশ্যই ইফতারের গুণ আছে
তাতে বিন্দুমাত্র সন্ধেহ থাকলে
সব গুবলেট হয়ে যাবে।
অফটপিকঃ সম্ভবত ইফতারের গুণে
আপনার রুচির আমূল পরিবর্তন হয়েছে।
পূর্বে যা খাওয়াতাম, খেতেন তাতেই আপনার
বদ হজম হতো। এখন একটু মজা পাচ্ছেন!!
ভালোই উন্নতি হয়েছে, ইফতারী করতে ভুলবেন না।
২|
২৮ শে মে, ২০১৮ রাত ৮:২১
ফেনা বলেছেন: তেল জমা বোয়ালের পেটের মতই তেল তেলে সুন্দর হয়ছে। ![]()
২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ফেনা ভাই,
রাঘব বোয়াল বলে কথা!
খাদ্য খাবার ভালই খায়
শুনলে ধরে মাথা!!
৩|
২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩৪
ব্লগার_প্রান্ত বলেছেন: এই কবিতাটি বেনামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিন খালু ![]()
২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্বপ্নেও এমন কথা করিওনা মনে
কো কোথায় লাগিয়ে দিবে
মেরে ফেলবে যানে !
৪|
২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩৭
জোকস বলেছেন:
রাঘবরা ছোটদের বলে
আমি ইলিশ
তুমি জাটকা,
আমি পালায়
তুমি পরো আটকা। ![]()
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জাটকা বলে আমিওতো
ইলিশেরই জাত,
দুঃখী মানুষ আমায় নিয়ে
খায় পান্তা ভাত!!
৫|
২৮ শে মে, ২০১৮ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: কাওসার ভাইকে তো দুই দিন ধরে ব্লগে দেখছি না!!!
কবিতাটা চরম হয়েছে। দশে আট দিলাম।
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাওসার ভাইকে দেখেছি,
ব্লগেই আছে,
অবশ্যই দেখা পাবেন
আগে নয়তো পিছে!!
বিঃদ্রঃ ১০শে ১২ নয় কেন?
রোজা রমযানে কিপ্টামি ভালো না।
উদার হস্তে দান করুন।
৬|
২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফিল্ডে দুই চারজন মেরে ইয়াবা নিয়ন্ত্রণ করা যাবেনা। উৎপাদন ও বিপনণ বন্ধ করতে হবে।
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুরু তে না নোয়ালে বাঁশ
পাকলে করে ঠাঁশ ঠাঁশ!!
শুরুতে গুরু ধরা পড়লে
আশা করি সাঙ্গাৎরা
মিইয়ে যাবে বু্দ বুদের মতো।
৭|
২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪৮
কাইকর বলেছেন: ভাল লিখেছেন
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কাইকর,
ভালো লাগলো সাথে পেয়ে।
শুভেচ্ছা জানবেন।
৮|
২৮ শে মে, ২০১৮ রাত ৯:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। দশে দশ দিলাম।
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সাজ্জাদ ভাই
আপনার বদান্যতার জন্য।
মানুষ কিপ্টা হয়ে গেছে,
উজার করে দেবার
উদারতা নাই।
৯|
২৮ শে মে, ২০১৮ রাত ১০:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: পদ্য পড়ে ভাল লাগল। শুভ কামনা রেখে গেলাম।
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ বরকতউল্লাহ ভাই
সাথে থেকে উৎসাহ দেবার জন্য।
শুভকামনা আপনার জন্য।
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাইজানের পরিচয় ?
আপনার সম্পর্কে
আপনার কি লিখার
কিছুই নাই?
কিছু জানতে চাই,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১|
২৮ শে মে, ২০১৮ রাত ১১:০৭
কাওসার চৌধুরী বলেছেন: শ্রদ্ধেয় নুরু ভাই। আপনার প্রতিটি লেখা মনযোগ দিয়ে পড়ি, অথচ এই লেখাটি খেয়াল হয়নি!!! নীচে আমার নামটি দেখে চমকে উঠলাম। আপনার মতো একজন সত্যিকারের পরিশ্রমী ও জ্ঞান পিপাসু লেখক/ব্লাগারের লেখায়, উৎসর্গে আমার নামটি দেখে সত্যি অনেক আনন্দিত হয়েছি। এজন্য কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি।
এত অল্প সময়ে আমার মতো সাধারন একজন লেখককে আপন করে নিয়েছেন, এটা আমার জন্য অনেক সম্মানের। আমি এখনো লেখক হয়ে উঠতে পারিনি, লেখার চেষ্টা করছি মাত্র। আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণা আমাকে লক্ষ্যে পৌছিতে সহায়ক হবে।
আমার সম্মানিক সহ ব্লগার ও পাঠকদের প্রতি ও কৃতজ্ঞতা রইলো। আপনাদের আশীর্বাদ ও পরামর্শ আমার লেখার অনুপ্রেরনা। (ধন্যবাদ)
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি একজন উচ্চ মাপের সুশীল ব্লগার তা আপনার
লেখা থেকেই অনুমিত হয়েছে। শ্রদ্ধা একজন ব্যক্তির জন্য
সম্মান সূচক একটি ইতিবাচক অনুভূতি যা
জোর করে আদায় করা যায়না।
সম্মানিত কাউকে সন্মান করতে না
পারা দৈন্যতা তবে তাঁকে অসম্মান
করা নিজের ক্ষুদ্রতার বহিঃপ্রকাশ।
ভালো থাকবেন।
১২|
২৮ শে মে, ২০১৮ রাত ১১:০৯
কাওসার চৌধুরী বলেছেন: রাজীব ভাই, আমি আছি। তবে লেখক নয়, পাঠক হিসাবে।
![]()
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একনিষ্ঠ পাঠক হবার সাথে সাথে
তুখোর লেখক হিসেবে আপনার
প্রকাশ ঘটুক সেই প্রত্যাশা
রইলো।
১৩|
২৯ শে মে, ২০১৮ রাত ৯:৪৯
মোছাব্বিরুল হক বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম। বর্তমান বাংলার বাস্তব চিত্র। হাস্যকর মাদকবিরোধী অভিযান।
৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ মোছাব্বিরুল ভাই
রম্যতে মাদকবিরোধী অভিযানের
বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৮ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
ইফতারের গুণ আছে, পদ্য বেশ টলটলে হয়েছে; এখন থেকে সব সময় ইফতারের পর পদয় লিখতে বসবেন।