![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
কবি মনের আজব খেয়াল !!
নূর মোহাম্মদ নূরু
ভাবছি আমি কবি হবো
লিখবো অনেক কাব্য,
ভালো হোক মন্দ হোক
কটু বা সুখ শ্রাব্য।
ভুল ত্রুটি অসঙ্গতি
ধরবো তুলে ছড়ায়,
ঘোড়া কোথায় ডিম পেড়েছে
ভূত এলো কোন পাড়ায়।
কোকিল কেন ডিম দিয়েছে
কালো কাকের বাসায়,
বক কেন সাধু সাজে
মাছ ধরিবার আশায়।
এমন করে অনেক গোপন
করে দেবো ফাঁস,
যখন যেথায় দেখতে পাবো
তোমার সর্বনাস।
সকল খানে আমার নাম
থাকবে সবার মুখে,
ধন্য আমার কবি হওয়া
কত আশা বুকে।
প্রকাশ কালঃ
ঢাকাঃ ৩০ মে ২০১৮ ইং
উৎসর্গঃ সহ ব্লগার পবন সরকার, আমার প্রিয় একজন !
৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব দায়িত্বটা নিবেন নাকি?
কারো জন্মদিনে শুভেচ্ছা জানানো
অহেতুক খোঁচাখুঁচির চেয়ে শ্রেয়।
জীবনভরতো শুধু খুঁচিয়ে গেলেন
এবার না হয় একটু ভালো কাজ করেন!
২| ৩০ শে মে, ২০১৮ রাত ৮:১৬
কাইকর বলেছেন: ভাল লিখেছেন
৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কাইকর
ছড়াটি ভালো লাগার জন্য।
ভালো থাকবেন।
৩| ৩০ শে মে, ২০১৮ রাত ৮:৩১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রিয় ব্লগবাসী!(মেকাপ ম্যাডামের সুরে)
আপনারা জানেন,
আমাদের ব্লগে নতুন ছড়াকারের জন্ম হয়েছে!!
তিনি আমাদের সবার জানেমান বন্ধু, নূর মোহাম্মদ নূরু!
তার ছড়ার প্রতিভা দেখে কেউ কেউ হিংসায় জ্বলে যাচ্ছে!!
হিংসুকরাও এমন ছড়া লিখে দেখাক?
আমার তো মনে হয় নূরু ভাই আজকে আর প্রতিউত্তর করবে না!!
৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
(মন্ডল ভাইকে রম্যতে প্রতিউত্তর)
সুধী ব্লগবাসীগণ
আপনারা জানেন এই ছড়াকার
নতুন জন্ম নেয় নাই, বহু পূর্বেই
ব্লগে আগমন করিয়াছেন। ( অতি সম্পৃতি তার ৪ বছর আগের লেখা দেখে থাকবেন,
এতদিন সমাজদারের অভাবে তার সেই গুপ্ত প্রতিভা লুপ্ত অবস্থায় ছিলো)
কেউ জলুক কিংবা পুড়ুক তাতে তার কিচ্ছু আসে যায়না। মন্ডল ভাইয়ের মতো
সেনাপতি থাকলে "আমি কি ডরাই বলো ভিখারী রাঘবে" !
(অফটপিকঃ ইফতারীর পরে একটি পোস্ট দিয়ে তারাবী পরার প্রস্তুতি নিতে ব্লগ থেকে আউট এ্যণ্ড ওভার, মার্জনা করবেন সবাই)
৪| ৩০ শে মে, ২০১৮ রাত ৯:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: গুনিজনদের ফুলেল শুভেচ্ছার সাথে চলুক ছড়াও। ভাল লাগলো ছড়া।
৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ তারেক ভাই,
যথাসাধ্য চেষ্টা করছি
গুণীদের সাথে সাথে
সুকুমার বৃত্তির চর্চা
অব্যাহত রাখতে।
৫| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:১৭
ওমেরা বলেছেন: ছড়া সুন্দর হয়েছে।
৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ওমেরা,
আপনি বর্তমানে
নির্ঝঞ্ছাটে লিখবার স্বাধীনতা
পাচ্ছেন। কোন তিব্র ও ব্যাঙ্গাত্বক
হুল ফুটছেনা। নিরাপদে থাকুন
সেই প্রত্যাশায় রইলাম।
৬| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:১৮
কাওসার চৌধুরী বলেছেন: এমন সুন্দর কবিতা লেখলে তো মুখোশধারীদের মুখে খুলে পড়বে নিশ্চিত।
৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কাওসার ভাই,
খুলে আর পরলো কই?
মুখোশধারীরা বড্ড সেয়ান,
জান দিবেনা দিবে মান।
৭| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪৭
স্বচ্ছ দর্পন বলেছেন: ভালো ছিল
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো । ধন্যবাদ
৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ দর্পন
অসংখ্য ধন্যবাদ
ভালো লাগার জন্য।
অচিরেই দেখা হবে
ইনসাআল্লাহ
৮| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৫
শফিউল আলম চৌধূরী বলেছেন: এই গানটা কি আপনাকে উদ্দেশ্য করে গাওয়া?
https://www.facebook.com/sifatsagar.somrat/posts/1550043625104107
৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ গানটিতো সুন্দর!!
নুরু নিজেই তো তার ব্যাথার
কথা বলছে, ওই নুরু আমি নই।
ধন্যবাদ
৯| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:০৫
ব্লগার_প্রান্ত বলেছেন: কেন খালু, সর্বনাশ করা কি ভালো জিনিস?
৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তার পরেও কারো পৌষ মাসে
কারো সর্বনাশ হয়েই থাকে,
খন্ডাবে কি করে?
১০| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: খেয়ালগুলো তো ভালই, আজব নয়।
৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ খায়রুল ভাই
ভালোতো সবার বেলায়
একই ফল বহন করেনা।
মুরগী চোরের জন্য মুরগী লাভ
ভালো হলেও গেরস্থের সর্বনাশ !!
১১| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:১২
শামচুল হক বলেছেন: হুম, মজার ছড়াই লিখেছেন। ধন্যবাদ
৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অজস্র ধন্যবাদ শামচুল হক ভাই
আপনারা মজা করে পড়েন বলেই মজা লাগে।
ধন্যবাদ সাথে থাকবেন।
১২| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:২৫
বিজন রয় বলেছেন: নূরু ভাই আপনি তো দেখি বড় ছড়াকার।
লিখুন।
৩১ শে মে, ২০১৮ দুপুর ১:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বড় ছড়াকারের সংজ্ঞা কি?
আমি সে সংজ্ঞাতে অতি সামান্য
একজন ছড়াকার।
আপনার ছড়া পাঠ করেন বলেই
আমি ছড়াকার!
১৩| ৩১ শে মে, ২০১৮ রাত ১২:০৮
মীর সাজ্জাদ বলেছেন: কি সহজের লিখে ফেলেন আপনি, সত্যি অসাধারণ প্রতিভা। বুকের আশাগুলো পূরণ হোক।
৩১ শে মে, ২০১৮ দুপুর ১:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন ব্যাকরণ ও নিয়মের মধ্যে লিখিনা বলেই
আমি সহজে আমার মনের ভাব প্রকাশ করতে পারি।
নিয়মের গোলক ধাধায় পড়লে আর লেখা হতোনা সহজ করে।
ধন্যবাদ আপনাকে সাজ্জাদ ভাই চমৎকার করে বলার জন্য।
১৪| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: আপনার মনের আশা পূরন হোক।
৩১ শে মে, ২০১৮ দুপুর ১:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সকলের নেক মনোবাঞ্ছা পূরণ হোক। আমিন
১৫| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
সুমন কর বলেছেন: পড়তে ভালো লাগল।
৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সুমন'দা
ভালো লাগার জন্য।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৮ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
বিখ্যাত মানুষগুলোর জন্মদিনের ফুলেল শুভেচ্ছার কি হবে?