নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ে মানেনা আপনি মোড়ল!!

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০


গাঁয়ে মানেনা আপনি মোড়ল!
নূর মোহাম্মদ নূরু

কি হনু'রে ভাবখানা তার সব কিছুতে মাদবরী
কেউ তাকে না পুছিলেও দাওয়াত নেয় অন্য বাড়ী,
খেয়ে দেয়ে আঙ্গুল চাটে বলে মজা পেলাম না
এমন হলে ভালো হতো কেন সেটা দিলাম না।

কয়লার ময়লা দূর হয়না সাবানে তা কাঁচিলে,
মানব জনম হয়কি সফল হাজার বছর বাঁচিলে?
কেউ যদিও সামনে থেকে করে নানা তোষামদ
পিছনেতে তারাই আবার দিচ্ছে তাকে অপবাদ।

নিজের বেলা ষোল আনা উশুল করা তার স্বভাব
জ্ঞান গরিমা কথা বার্তায় শালীনতার খুব অভাব।
এসব নিয়ে সুধী জনের সমালোচনা শোনা যায়,
তাতেও তার বুদ্ধি-শুদ্ধি হাটুর নীচে পড়ে রয়।

বয়স বাড়ে স্রোতের মতো কমেছে তার চোখের জোর,
চাঁদকে ভাবে সূর্য বুঝি দিচ্ছে এক নতুন ভোর।
গোপীগণের চোখ ইসারার মানে বোঝেন ভিন্নটা,
ধপাস করে নীচে পরে বিষিয়ে তোলেন জীবনটা!

গায়ে মানেনা আপনি মোড়ল কাহাতক আর সহ্য হয়,
ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ কতইবা আর শোনা যায়!
ধমক দিলে ম্যাওপ্যাও করে ভিন্ন সুরে কথা কয়,
কেউ তাকে যেতে বলে কথাতো আর মিথ্যা নয়।

বলি তোমার বয়স হয়েছে এসব তোমার মানায় না,
ডিজিটাল পোলাপানে তোমায় কিন্তু ছাড়বেনা।
কোমড় বেধে লেগে আছে এখানেতে অনেক জন,
যে কেরেই রুখবে তোমায় করেছে তারা মরণ পণ।

তাইতো বলি সময় আছে ভবো নিজেকে নিয়ে,
সবার মতো সুবোধ হয় মাতুব্বরি বাদ দিয়ে।
তা না হলে সবই যাবে দেখবে চোখে আঁধার
বিড়াল কি আর করতে পারে যে কাজটি গাধার!


প্রকাশকালঃ ৪ জুন ২০১৮ ইং
উৎসর্গঃ প্রিয় ব্লগার ওমেরা'কে

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ওয়েলার জন্য শুভকামনা রইলো।সে মনে হয় বিড়ালের মতো কিউট। আপনি খুব ভালো ছড়াকার। সুন্দর লিখেছেন।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আনোয়ার ভাই
চমৎকার মন্তব্যের জন্য।
শুভেচছা রইলো।

২| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি শুধু আমার সামনে পড়েন কেন??

কেন?
কেন?
কেন?X(

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বীরের বীর আমি কথা যায়না কানে?
সংক্ষেপে বুঝবেন আমার কথার মানে!!
ম্যাওপাও যে করে সবই তুমি জানো।
আছে সে মোদরে মাঝে ধরে বেঁধে আনো!!

৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই ছড়া(ছড়ি) কাকে উদ্দেশ্য করে লেখা?? X(

ম্যাওপ্যাও না করে ঠিকঠাক জবাব দিন!!X(

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এতটুকুন ঘিলু নিয়ে হতে চান শিষ্য !
বুঝেন নাই কি বলি কি আমার উদ্দেশ্য?
না বুঝিলে চুপচাপ কথা বলা বন্ধ,
এত বড় চোখ থাকিতে কেন যে অন্ধ ?

৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :P

@বয়স বাড়ে স্রোতের মতো কমেছে তার চোখের জোর,
হে. হে. হে
বুঝিলুম
হি/শি ইজ মাই ডিয়ার চন্দ্রাবতী!;)

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এতক্ষনে অরিন্দম কহিলা বিষাদে,
কেন বিড়াল আধারেতে হুহু করে কাঁদে !!

৫| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৪

নূর-ই-হাফসা বলেছেন: আপনাদের মিষ্টি ঝগড়া এখনো আছে তাহলে ।
খুব ভালো চালিয়ে যান । বড়দের মাঝে এমন ঝগড়া ভাব আজকাল চোখেই পড়েনা ।
দারুণ লিখেছেন

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডিজিটাল যুগের পোলাপান
মোবাইলে খোঁজে বিনোদন,
জ্ঞানের রাজ্যে নুড়ি কুড়ায়
ভাবে বড় মহাজন!


৬| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৫

সনেট কবি বলেছেন: কবিতার ধার বাড়ছে। পড়তেও বেশ ভাল লাগছে।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধার বাড়লে কাটা যাবে
ব্যাথা লাগবে কম,
টের পাবেনা কখন ঘাড়ে
উঠে পরছে যম !!

৭| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যার উদ্দেশ্যে লেখা তাঁকেই উৎসর্গ করতেন!!

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যার তরে লেখা কাব্য
অনেক জ্ঞানী ভাই
মনে করেন সেকি এটা
বুঝতে পারেণ নাই?

৮| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৩৯

সোহানী বলেছেন: হুম বুঝলাম.............

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মেয়েদের বুদ্ধি বেশী
সবই তারা বোঝেন,
খড়ের গাদায় সুই ফেলে
নিজেই আবার খোঁজেন!!

৯| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৫০

বিএম বরকতউল্লাহ বলেছেন: গাধার কাজ গাধাই করুক বিড়াল টানেন কেন?
বিড়াল যদি গাধা হতো হারাতো সে জ্ঞান।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তার পরেও বিড়াল বেটি
বলে সে বাঘের মাসি,
কথা শুনে বাঘ মামা
দেয় যে শুধু কাসি!!

১০| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



আজকের দিনটি খুবই ভালো দিন: কবি, লেখক, বিজ্ঞানী কেহই মারা যাননি এই দিনে; আমাদের কবির জন্য ছুটির দিন, জীবিতদের নিয়ে আজকে লেগে গেছেন!

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এমন কোন দিন কি আছে
মৃত্যু দেয় নি হানা,
কে মরেছে কে এসেছে
আছে আমার জানা।

ফাটা কেষ্ট কম ঘিলু
উল্টা পাল্টা বলে,
তার কথায় কান দিলে
কেমন করে চলে?


১১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:০৭

পবন সরকার বলেছেন: ম্যাঁওপ্যাও গুরু যাহাই লিখেন
উদ্দেশ্যটা বুঝতে পাই
গোমর কথা ফাঁস হয়ে যায়
বললাম নাকো তথ্য তাই।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসারায় কথা বুঝে
সেই হলো বুদ্ধিমান,
ম্যাওপ্যাও করা স্বভাব যাহার
লম্বা লেজের হনুমান।

১২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:০৫

কাওসার চৌধুরী বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী সাহেবের মন্তব্য পড়ে খিল খিল করে হাসছি শুধু। B-) B-)
"আজকের দিনটি খুবই ভালো দিন: কবি, লেখক, বিজ্ঞানী কেহই মারা যাননি এই দিনে; আমাদের কবির জন্য ছুটির দিন, জীবিতদের নিয়ে আজকে লেগে গেছেন!"............. চমৎকার একটি ছড়া।

লেখক ও যাকে উদ্দেশ্য করে লেখা উভয়ের জন্য শুভ কামনা রইলো।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাঁজাসাব বু্দ্ধিমান
সে তো সবাই জানে,
উল্টা পাল্টা কথা বলে
শোনেও কম কানে!

কি কথার কি মানে করে
বোঝা বড় দ্বায়,
খাপ ছাড়া প্রশ্ন করে
ফাটা কেষ্ট হতে চায়!

১৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ৩:১৬

জাহিদ অনিক বলেছেন:

১০ নম্বর মন্তব্য পড়ে ব্যাপক বিনোদন পেলাম মাইরি !

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কবি
বিনোদন তো এখন ডিকসনারীতে!!
খুঁজে পাবার জন্য ধন্যবাদ।

১৪| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: আপনি একজন উজ্জ্বল প্রতিভা।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই
প্রতিভা না ছাই,
যা আসে মনে আমার
তাই লিখে যাই !!

১৫| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৫

ঢাবিয়ান বলেছেন: ওমেরা বসে বসে ভাবছে , আমাকে কেন উৎসর্গ করা হল?

উৎসর্গটা খালেদাকে করলে পারফেক্ট হইত। =p~

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওমেরার দোষ কি বলেন
চাইলেন তিনি জানতে
চন্দ্রামুখীর খোঁজ নিলেন
বলেন ধরে আনতে!!

কথা দিলাম আনবো তাকে
ইফতারীর পরে,
ঠিকই এলো ধরা খেল
রইলো না আর ঘরে!!

খালেদা আবার কে?

১৬| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫১

প্রামানিক বলেছেন: ম্যাঁওপ্যাও কি ব্লগটাকে
ধরল নাকি ঠেসে
কথায় কথায় "ম্যাঁওপ্যাও" শব্দ
পারছি না আর হেসে।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক এক সময় এক এক জোয়ার
ব্লগেতে আসে,
কোকিল ডাকে ফাগুন মাসে
ম্যাঁওপ্যাও বুদ্ধি নাসে !!


১৭| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:০৪

ওমেরা বলেছেন: ছড় খুব ফাটাফাটি সুন্দর লাগছে আমার কাছে ।

আমি তো ভাইয়া চুপেচাপে একখান কথা বলছিলাম এমন করে হাটে হাড়ি ভাংগার কি দরকার ছিল ।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওমেরা তোমার ভয় নাই
আমরা আছি শত ভাই,
কেউ যদি রা করে
ধরবো তার ঘাড়ে!

১৮| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:০১

আরিফুল হাসান DU বলেছেন: নুরু ভাই ধন্যবাদ, কেউ একজন আপনার কবিতা রেফারেন্স করে কাউকে বাশ দিতে চেয়েছিলো ইন গ্রুপ ইমেইল। কিন্তু ডিজিটাল পোলাপাইন আপনার পরামর্শ মতে, ওনার দেয়া ইমেইল থেকে উদৃতি প্রদান করে নিম্নোক্ত:

“ধন্যবাদ রেজাউল **** ভাই এতো সুন্দর একটা সংগৃহিত কবিতা উপহার দেওয়ার জন্য।

কবি বলেছেন:

“নিজের বেলা ষোল আনা উশুল করা তার স্বভাব
জ্ঞান গরিমা কথা বার্তায় শালীনতার খুব অভাব।”

রেজাউল করিম ভাই বলেছেন:

“...the work of some son of a bit**h…” - (Email On Sat, Dec 18, 2021 at 8:21 AM)

কবি সবশেষে বলেছেন:

“বলি তোমার বয়স হয়েছে এসব তোমার মানায় না,
ডিজিটাল পোলাপানে তোমায় কিন্তু ছাড়বেনা।”

কবি কি আপনাকে উদ্দেশ্য করেই বলেছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.